আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও অনুর ভিতর পরমাণু ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    অনুর ভিতর পরমাণু


    অনুর ভিতর পরমাণু

    মেহরাব রহমান



    ..................

    যে পাখি অন্তরে থাকে
    আমার সাথে খেলে বেড়ায় প্রান্তরে 
    যে ফুল দেখে কত ভুল মনে পড়ে
    সে ফুল ফুটে ঝুল বারান্দায়
    যে বহতা নদী এখনো কাঁদায়
    এখন সে বন্ধ্যা নদী
    চলেনা নিরবধি
    অন্তরের নদী
    প্রান্তরের পাখি
    মাধবীলতার সেই প্রেমময় ফুল
    তবে সবইকি ছিল ভুল
    নভেম্বর ২৫ , ২০১৬
    টরন্টো



    ....................

    প্রেম,দুঃখ,বিরহ,নদী নারী ,
    অন্ধকার কি আলোর ভুবন
    কিছুই হারায়না;
    লুকিয়ে থাকে আড়ালে আবডালে,
    কৃষ্ণ মেঘের গহন অন্তরালে
    জেগে ওঠে হঠাৎ উজান ভাটায় 
    বদলায় সব বদলায়
    সংসার ভেঙে লালনজীবন
    বরফ গলে যদিবা নদী ,বহে নিরবধি 
    পাথর ভেঙে বালি
    তোলে বালিয়াড়ি ঝড়
    বুকের ভেতর গাছ-গাছালি
    ভাঙে কড়কড় মড়মড়
    মড়ার খুলির নির্যাসে
    হয় সুরভিত গোলাপ
    সম্পর্ক ভাঙেনা
    সম্পর্ক বদলায় 
    সবই পরিবর্তন, বিবর্তন
    আর রূপান্তরের খেলা
    কিছুই হারায়না;
    লুকিয়ে থাকে আড়ালে আবডালে,
    কৃষ্ণ মেঘের গহন অন্তরালে
    ২২ ডিসেম্বর,২০১৬ টরন্টো


    ..................

    দেখতো প্রেয়সী 
    আমাদেরই অবহেলায়
    অলক্ষ্যে বাতাসে ওড়ায় প্রেম
    কেননা আমরা ভাবি
    ফ্রেমে বাঁধা নৈমিত্তিক জীবন
    যদি আমি বিগলিত হই
    তোমার অলঙ্ঘ্য ইঙ্গিতে
    শব্দবিহীন সংকেতে
    রোমাঞ্চ ভঙ্গিতে
    আর তুমি যদি বিনয়ে কোমল হও
    খুব লক্ষী,টিয়া রং কচিপাতা বৃষ্টিভেজা ঘাসের মতো
    তবে আমি কারুকাজ
    তোমার প্রজাপতি রেশমি ডানায় হাত রেখে
    যুগলবন্দী উড়ে যাব
    এক অন্তহীন নিরুদ্দেশ যাত্রায়
    ২৮ মে,২০১৭ টরন্টো
    পাদটীকাঃ
    কবিতায় ব্যবহৃত চিত্রকর্মের চিত্রশিল্পী: নুরুন নাহার সুপ্তি

    আমি তাঁর কাছে কৃতজ্ঞ

     http://www.alokrekha.com

    10 comments:

    1. মেহরান কাজীJune 4, 2017 at 4:46 PM

      "অনুর ভিতর পরমাণু" -অপূর্ব প্রেমের উত্তরণ- ১-২-৩ ভাগে। শেষে তুমি যদি বিনয়ে কোমল হও খুব লক্ষী,টিয়া রং কচিপাতা বৃষ্টিভেজা ঘাসের মতো তবে আমি কারুকাজ তোমার প্রজাপতি রেশমি ডানায় হাত রেখে যুগলবন্দী উড়ে যাব এক অন্তহীন নিরুদ্দেশ যাত্রায়" কবিতাকে সম্পর্নু করেছে। দারুন আবেগ আর শব্দে ছন্দবদ্ধ কবির আবেদন। অনেক অনেক শুভেচ্ছা কবি

      ReplyDelete
    2. রমা দত্তJune 4, 2017 at 5:30 PM

      "অনুর ভিতর পরমাণু" তিনটি কবিতা যেন সম্পর্নু একটি কবিতা । দারুন ভাবাবেগ কথা শব্দে ছন্দবদ্ধ ফ্রেমে আঁটা !কবি মেহরাব রহমান অনেক শুভেচ্ছা কবি।

      ReplyDelete
    3. অনুর ভিতর যে পমানু থাকে সেটা অনেক বেশি শক্তি ধরে অনুর চাইতে। এখানে প্রেমকে সেই পরমাণু। কি শক্তিশালী আওভান ভালোবাসাকে। সত্যি কবি মেহরাব রহমানের কবিতা অনন্য। তাইতো ওনার এতো অনুরাগী। রাশি রাশি শুভেচ্ছা কবি আর ধন্যবাদ আলোকরেখা।

      ReplyDelete
    4. আজাদ সিফিকJune 4, 2017 at 6:45 PM

      অনেক ধন্যবাদ আলোকরেখাকে আমাদের দীপ্ত প্রজ্ঞার অন্বেষণ দেবার জন্য। অনেক লেখকের লেখা ফেইসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু লক্ষ লেখার মিছিলে সব লেখায় এক হয়ে যায়। তখন আমরা ভালো লেখাগুলো প্রতিভাসিত হয় না। তাই আলোকরেখায় যখন তা প্রকাশিত হয়। তা অন্য রূপ ধারণ করে ,একান্ত আপন বলে মনে হয়। কবিতাত্রয় দুর্দান্ত। সত্যিকার অর্থে অনবদ্য।

      ReplyDelete
    5. এখন সে বন্ধ্যা নদী চলেনা নিরবধি অন্তরের নদী প্রান্তরের পাখি মাধবীলতার সেই প্রেমময় ফুল তবে সবইকি ছিল ভুল ? এমন প্রেমের উপমা কবি ই জানে। আমার মনে হয় সে ভুল। সে আমার অন্তরে থেকে ধমনীতে প্রবাহিত হতেই থাকে।"অনুর ভিতর পরমাণু" কি যে ভালো লাগলো পড়ে তা ভাষাতীত। অনেক শুভকামনা কবি

      ReplyDelete
    6. অনুপ সেনJune 4, 2017 at 6:56 PM

      কবি মেহরাব রহমানের "অনুর ভিতর পরমাণু" অপর্ব কবিতা ! মনটা ভরে গেল । একেবারে অন্য রকম কবিতা। বিষয়বস্তু ভাব ও শব্দ চয়ন অনবদ্য । অনেক ধন্যবাদ কবি।কবিতার লেখনী শৈলী ও প্রশংসনীয়। ধন্যবাদ আলোকরেখা

      ReplyDelete
    7. মৃদুল কান্তিJune 4, 2017 at 8:14 PM

      কবি মেহরাব রহমানের "অনুর ভিতর পরমাণু" প্রেমের দারুন উত্কৃষ্ট চমৎকার বিষয় বস্তু। ভালোবাসার বোধের প্রকাশ ও অভিব্যক্তি । অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা । আলোকরেখাকে অনেক ধন্যবাদ ও কবি মেহরাব রহমানকে শুভেচ্ছা ।

      ReplyDelete
    8. অপূর্ব ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা ।অপর্ব কবিতা! মনটা ভরে গেল । বিষয়বস্তু ভাব ও শব্দ চয়ন অনবদ্য । অনেক ধন্যবাদ কবি।কবিতার লেখনী শৈলী ও প্রশংসনীয়। কবি পারে প্রেমের দারুন উত্কৃষ্ট চমৎকার উপমা দিতে। ধন্যবাদ আলোকরেখা ও কবি মেহরাব রহমানকে শুভেচ্ছা ।

      ReplyDelete
    9. "অনুর ভিতর পরমাণু" পড়লাম , চমৎকার, মনকে ভাবিয়ে তোলে। কবিকে ধন্যবাদ , আলোকরেখাকেও সাধুবাদ।

      ReplyDelete
    10. মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস গাঁথা , মনোযোগ দিয়ে পড়ছি , খুব ভালো লাগছে , ছোটরা সত্ত ঘটনা জানতে পারছে। সানজিদা রুমিকে ধন্যবাদ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ