কখন আসবে তুমি আমার হয়ে
- সুনিকেত চৌধুরী
তোমাকে পাবো জানি বলেই এতটা পথ হাঁটা
তোমাকে পাবো জানি বলেই উপেক্ষা অনিবার্য অমানিশা
তোমাকে পাবো জানি বলেই আশার পিদিম জ্বালিয়ে রাখা-এতটা কাল !
প্রতিটা রাতের শেষের প্রতিটা সকাল
সঞ্চালিত রক্ত কণিকার কানাকানি
আর হৃৎপিণ্ডের স্পন্দন
একাকিত্ব আর নীরবতার সব ক'টা ক্ষণে
আলোর উৎস থেকে বয়ে এনেছে তোমার অনুভব !
এখন শুধু তোমার স্বশরীর উপস্থিতির অপেক্ষা !
তাই বসে আছি পথ চেয়ে -
কখন আসবে তুমি আমার হয়ে!
http://www.alokrekha.com
আজ বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর কবিতা পেয়ে আদন্দিত ।তিনি আমাদের প্রানের কবি প্রেমের কবি।তার কবিতায় রোমান্টিক ও ভালবাসার আবেদন সর্বদাই অনন্য। সুভেচ্ছা কবি ।
ReplyDelete"এখন শুধু তোমার স্বশরীর উপস্থিতির অপেক্ষা !তাই বসে আছি পথ চেয়ে -কখন আসবে তুমি আমার হয়ে!"-দারুন চাওয়া! এমন চাওয়া চাই আমরা সবাই। অনেক ধন্যবাদ কবি আমাদের কথা এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই বলতে পারে।
ReplyDeleteআজ বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর কবিতা আলোকরেখায় প্রকাশিত হল। কবি এতদিন কোথায় ছিলেন ? তিনি আসলেও প্রেমের কবি। তার কবিতা ভালোবাসার বেদনা বিধুর আবার কখনো প্রেমের ছন্দে সুললিত। অনেক ভালবাসা কবি।
ReplyDeleteআজ বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর কবিতা "কখন আসবে তুমি আমার হয়ে" প্রকাশিত হল। তিনি অবশ্যি প্রেমের কবি। কবিতাখানি বড্ড হৃদয়গ্রাহী। কবিতার গুণমান বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই তার কবিতা ও কবি সুনিকেত চৌধুরীর ভক্ত। অনেক অনেক শুভেচ্ছা সবার পক্ষ থেকে।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "কখন আসবে তুমি আমার হয়ে"- খুবই ভালো লাগলো পড়ে। ভালবাসাকে পাবার জন্য এতটা অমানিশা উপেক্ষা করে পথ হাঁটা আশার পিদিম জ্বালিয়ে রাখা-এতটা কাল !প্রতিটা রাতের শেষের প্রতিটা সকাল -করজোড় প্রার্থনা আর দিগন্ত প্রসারী আশাবাদ।অপেক্ষা শুধু স্বশরীর উপস্থিতি। কি অপূর্ব লেখা প্রশংসনীয় বর্ণনা।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর "কখন আসবে তুমি আমার হয়ে"- যথোচিত, প্রশংসনীয় প্রেমের কবিতা। খুবই ভালো লাগলো পড়ে। অপূর্ব চমত্কার বক্তব্য, প্রশংসনীয় কবিতা গুন্ ,অপরূপ বর্ণনা ও যথাযথ শব্দ চয়ন । শুভেচ্ছা কবি।
ReplyDelete"কখন আসবে তুমি আমার হয়ে"-সুনিকেত চৌধুরীর একটি প্রেমের সুন্দর অত্যন্ত চমত্কার প্রশংসনীয় কবিতা।চমত্কার ও প্রশংসনীয় বক্তব্য। কবিতা গুন্ হচ্ছে এর অপরূপ বর্ণনা ও যথাযথ শব্দ শৈলী । শুভেচ্ছা কবি।
ReplyDelete