বাড়তি কিছু সময় দাও এই
যাত্রায়
সানজিদা রুমি
নীরব নিশ্চল অশ্রুত
পুজারি আমি-
নিষ্ঠ আরাধনে অনুরক্ত।
জগতের যত যুক্তি তর্ক দিয়ে বিসর্জন
জেনেছি ধ্যানমগ্ন হৃদয়ে তোমার দর্শন।
আপনার মাঝে খুঁজেছি তোমারে একান্ত বিশ্বাসে
তোমারি নাম জপেছি সদাই নিঃশ্বাসে প্রশ্বাসে।
হঠাৎ আদেশ !
“ফিরে এস! সেখানেই যেখান থেকে যাত্রা শুরু ”
যেন সহসা স্তিমিত জলে
নিপাত প্রলয়ে-
বক্ষে বিঁধিল বাণ
“ওগো অন্তর্যামী,কী রোষবশে
এই অসময়ে-
করলে পরয়ানা জারি,
“চলে এসো” বললেই কি চলে আসতে পারি ?
অতি মূর্খ পুজারি আমি,
জননীর অন্তরের কথা
বোঝো না কি তুমি?
কত শত দায়ভার
বৃক্ষ শাখার।
আষ্ঠেপৃষ্ঠে বাঁধা সংসারের স্পন্দন
পাকে পাকে জড়ানো মায়ার বন্ধন।
চাইলেই কি সহসা যায় ছেঁড়া পাল?
কত পথ হেঁটেছি এতটা কাল।
চলতে চলতে হারিয়েছি পথ
বিস্মৃত যাত্রারম্ভের সূত্রপাত।
এই বিকিকিনির হাটে-
নানা পসারের উন্মত্ততায়
মত্ত ছিলাম বাজীকরের খেলায় ।
হেরেছি জিতেছি ,
কখনও আবার জিতেও হেরেছি।
জীবন ব্যবসায় পূর্ণ লাভের খাতা,
অপূর্ণ! পারের যাবতীয় পাতা।
নিঃস্ব আমি-
কোথা পাব ফেরার সম্বল?
দয়া কর! এই নির্বোধ পুজারিরে
ভৃত্যের আবেদন-
বাড়তি কিছু সময় দাও এই
যাত্রায়
নইলে বিফলে যাবে
অন্ত:সার হবে
সকল বৃক্ষশাখা
নির্জীব নিষ্প্রাণ
অচেতন।
টোরন্টো, নর্থ ইয়র্ক
২৮ শে মে ২০১০
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
সানজিদা রুমীর লেখা আমার সব সময় অনেক প্রিয়। বাড়তি কিছু সময় দাও এই যাত্রায় --- সানজিদা রুমি্র কবিতা আমাকে কাঁদিয়েছে। ওনার সব লেখা সত্য জীবনের কাছাকাছি। বিমূর্ত নয়। তাই তা এতো জনপ্রিয়। অনেক ভালোবাসা!
ReplyDeleteআমারও সানজিদা রুমীর লেখা অনেক প্রিয়। ওনার প্রাপ্ত "সংসার সমুদ্র" কবিতার বইয়ের প্রতিটা কবিতা অনেক হৃদয়গাহী। এই বইটা মনে হয় সঠিক নাও হতে পারে শেরেবাংলা স্বর্ণ পদক পেয়েছিল। আমার এই বইটি পড়ার সৌভাগ্য হয়েছিল--- "এক কথায় দারুন! জীবনের কথা -ভাষা বা শব্দের খেলা নয় জীবনের প্রতিচ্ছবি " !সানজিদা রুমি্র --বাড়তি কিছু সময় দাও এই যাত্রায়০তার জীবনের সাথে যুক্ত কবিতাটাও অনবদ্য ও অসাধারণ!
ReplyDeleteসানজিদা রুমির- বাড়তি কিছু সময় দাও এই যাত্রায় অসাধারন কবিতা। চলে এসো” বললেই কি চলে আসতে পারি ? দারুন রুঢ় কথা !।সানজিদা রুমিকে শুভ কামনা ও প্রার্থনা।
ReplyDeleteসানজিদা রুমীর লেখা আমার সব সময় অনেক প্রিয়।সানজিদা রুমির- বাড়তি কিছু সময় দাও এই যাত্রায় সহজ ভাব ও ভাষায় কবিতা অসাধারন লেখা- সানজিদা রুমিকে অভিনন্দন .
ReplyDeleteএত শক্তিশালী আর সঠিক শব্দ চয়ন।দারুন!সানজিদা রুমির- বাড়তি কিছু সময় দাও এই যাত্রায়-এটা শুধু কবিতা না এক সম্পূর্ণ কথপোথন ঈশ্বরের সাথে।
ReplyDeleteসানজিদা রুমির- বাড়তি কিছু সময় দাও এই যাত্রায়- লেখাটা পরে আমি চোখের জল ধরে রাখতে পারিনি-তোমার না জানি কত কষ্ট হয়েছে লিখতে। অনেক অনেক ভালো লিখেছো।
ReplyDelete