আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও শ্রীকান্তের রাজলক্ষী -সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    শ্রীকান্তের রাজলক্ষী -সুনিকেত চৌধুরী

    শ্রীকান্তের রাজলক্ষী

    -সুনিকেত চৌধুরী

    দীর্ঘ রজনী আর দীর্ঘ বরষ -মাস অপেক্ষা শেষে
    রাজলক্ষ্মী যখন এলো তখন বিকেল,
    রূপালী রৌদ্র সোনারং, শিশির ভেজা সকাল ম্রিয়মান
    স্মৃতির সারাটা দেয়াল জুড়ে খন্ড খন্ড ধূসর মেঘেরা আনমনা
    যেন দূরাগত কোনো বেহালার সুরে। 
    কান্নায় ভেজা জানালার কার্নিশ, মলিন বিছানার চাদর,
    বিদ্যুৎহীন চকমকে ঝাড়বাতি
    তবুও অবারিত করুনায় প্লাবিত শ্রীকান্ত
    ভেসে যায় সমুদ্রের নীলে,
    মিশে যায় আনন্দের অনুরণনে

    অবনত মস্তকে পাঠায় প্রণাম নীলিমায়,
    নীহারিকা কুঞ্জ হয় উদ্বেলিত সকাল-সন্ধ্যায়,
    আর শর্ষির পাশে রাখা ক্যাকটাসের সবুজ
    গাঢ় হয়ে বাতাসে ছড়ায় জীবন তখন !
    কন্যা কুমারীর মগ্নতা শব্দের উৎসবে এসে যোগ দেয়,
    নাচে তাধিন তাধিন ঘুমহীন চোখের তারায়
    চলমান পৃথিবীর তাবৎ গান আর সংগ্রামী স্লোগান
    কেঁপে কেঁপে থেমে যায় এসে ঘরের চৌকাঠে !

     http://www.alokrekha.com

    5 comments:

    1. পাবলো --শাহবাগJuly 20, 2017 at 3:18 PM

      অনেক ভাল লাগলো সুনিকেত চৌধুরীর শ্রীকান্তের রাজলক্ষী কবিতা। দক্ষ ও নৈপুণ্য ভাষা।প্রগাঢ় ভাব ধারার লেখা। অপূর্ব শব্দ শৈলী । স্পন্দিত ও আলোড়িত ছন্দবদ্ধ প্রেমের কবিতা। অনেক শুভেচ্ছা কবি আর আলোকরেখাকে অনেক ধন্যবাদ -সুনিকেত চৌধুরীর শ্রীকান্তের রাজলক্ষী কবিতা প্রকাশ করার জন্য।

      ReplyDelete
    2. সুনিকেত চৌধুরীর শ্রীকান্তের রাজলক্ষী! প্রেমের কবিতা
      আমাদের অনেক অনেক ভাল লাগলো এ ভাষায় প্রকাশ করার নয়। প্রতিটি শব্দ হৃদয় নিংড়ানো, দক্ষ ও নৈপুণ্য ভাষা।প্রগাঢ় প্রাণবন্ত প্রেম ও নতুন ধারার লেখা। অনুরঁজন শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা কবি আর আলোকরেখাকে অনেক ধন্যবাদ পড়ুয়ার পক্ষ হতে!

      ReplyDelete
    3. পাঠক সমাবেশ #পাঠক #আলোকরেখা #শাহবাগ #আজিজ মার্কেটJuly 20, 2017 at 3:34 PM

      আমরা পাবলো ও পড়ুয়ার সাথে সহ্মত। সুনিকেত চৌধুরীর শ্রীকান্তের রাজলক্ষী! প্রেমের কবিতা স্ফুরিত ও উদ্দীপিত ছন্দবদ্ধ কবিতা। চিত্ত আকর্ষিক ভাষা। দক্ষ ও নিপুণ প্রতিটি শব্দ!অনেক শুভেচ্ছা কবি এমন উচ্চমার্গের প্রেমের কবিতা উপহার দেবার জন্য আর আলোকরেখাকে অনেক ধন্যবাদ প্রকাশ করার জন্য।

      ReplyDelete
    4. মৃন্ময়ী সেনJuly 20, 2017 at 4:08 PM

      আজ বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর কবিতা আলোকরেখায় প্রকাশিত হল। আমি উম্মুখ হয়ে থাকি কবে কবি সুনিকেত চৌধুরীর লেখা পাব? তিনি আসলেও প্রেমের কবি। সুনিকেত চৌধুরীর শ্রীকান্তের রাজলক্ষী! আবার তারই প্রমান ।তার কবিতায় ভালোবাসার বেদনা বিধুর আবার কখনো প্রেমের ছন্দে সুললিত। অনেক ভালবাসা কবি।

      ReplyDelete
    5. অপলা আহমেদJuly 20, 2017 at 4:47 PM

      আজ বহুদিন পর কবি সুনিকেত চৌধুরীর শ্রীকান্তের রাজলক্ষী! কবিতা পেয়ে আদন্দিত।তিনি আমাদের প্রানের কবি !প্রেমের কবি।তার কবিতায় রোমান্টিক ও ভালবাসার আবেদন সর্বদাই অনন্য। অনেক ভালবাসা ও শুভেচ্ছা কবি

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ