যোগাযোগের সেতু
-- আশরাফ আলী
কর্ম বিমুখ
সদর দরোজায় নোটিশ
টাঙিয়ে
পড়শীকে পরবাসে পাঠাবার
অভিলাষ
তখন ক্ষেমা দেয়া যেতে
পারে।
যোগ আর অযোগ মিলেমিশে
যোগাযোগের সেতুটা আলোর
সংজ্ঞা হয়ে
সদর্পে ঘোষণা যদি দেয় যাত্রা
শুরুর দিনক্ষণ
বিত্তহীন মানুষের ঘরে ঘরে
আর যদি আঁকে স্বপ্নজাল
প্রতিটা সকালের অরুনাভ
সূর্যোদয় তখন
ঢেলে দেবে সঞ্জীবনী সুধা
আমাদের সকলের বুক ভরা
নিঃস্বাস
আর উচ্চারিত সকল শব্দে !
নিজের অজান্তেই উঠে
আসে হাত দুটি আকাশ পানে
দৃষ্টি প্রসারিত হয় নীলিমায়
আর কণ্ঠে ভর করে
এক আকাশ নীরবতা!
http://www.alokrekha.com
আশরাফ আলীর--যোগাযোগের সেতু কবিতাখানি পড়ে খুব ভাল লাগলো। উনি একজন জীবন মুখী কবি। গতানুগতির বাইরে গিয়ে উনি ভিন্ন ধর্মী লেখা লেখেন। অনেক শুভকামনা কবি
ReplyDeleteদারুন একটি কবিতা প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। কবি আশরাফ আলীর---যোগাযোগের সেতু এক্তি অনবদ্য কবিতা।আরও অনন্য করেছে কবিতাকে শব্দের সাথে কথা অ ভাবের তালমিল। সত্যি চমৎকার !
ReplyDeleteএই সময়ে আমরা জানি না আমাদের ঘরের ওপারে কে বাস করে ? সেই সময় কবি আশরাফ আলীর যোগাযোগের সেতু-কবিতাটা খুবই চমৎকার !যোগাযোগের সেতুটা হয় যদি মানুষের ঘরে ঘরে যাত্রা শুরুর দিনক্ষণ আর যদি আঁকে স্বপ্ন তখন প্রতিটা সকালের অরুনাভ সূর্যোদয়!এটাই সত্য ! অনেক ভাল লাগল কবিতাটা পরে।
ReplyDeleteকবি আশরাফ আলীর কবিতার আমি খুব ভক্ত। তার প্রতিটা কবিতাই আমি খুব মন দিয়ে পরি।অন্যান্যদের সাথে আমিও বলি তিনি জীবন ধর্মী লেখক। যোগাযোগের সেতু কবিতাটি শুধু শব্দ কথায় গুণগত মানের নয়। এক বার্তাবহ কবিতা!
ReplyDeleteকবি আশরাফ আলীর যোগাযোগের সেতু কবিতাটা পরে বেশ ভাল লাগলো। সুন্দর সাবলীল ভাষায় উচ্চমার্গের কথা লিখেছেন। উপমা গুলো সত্যিই প্রশংসনীয়। শুভেচ্ছা কবিকে।
ReplyDeleteসুন্দর শব্দচয়ন ও অনবদ্য ভাষায় একটা কবিতা যে এত হৃদয়গ্রাহী হতে পারে কবি আশরাফ আলীর যোগাযোগের সেতু ! তার প্রমান। খুব ভালো লেগেছে, ভাষা, উপমা উপযুক্ত শব্দ প্রয়োগ সত্যিই প্রশংসনীয়। শুভেচ্ছা কবি। আলোকরেখার কাছে দাবি কবি আশরাফ আলীর কবিতা যেন নিয়মিত পাই।
ReplyDeleteকবিতাটার ফরমেট কেন বদলানো হল বুঝতে পারলাম না ।এই এখতিয়ার কি আছে কোন প্রকাশনার কবির কবিতা বদল করার? এতে লেখাকের অবমাননা হয় না কি ? আর এই কাঠাম বদলানোর কলে কবিতার মানেও বদলে গেছে এতা কি আলকরেখার এডিটার বুঝতে পারছেন ? আমারা এটা সমরথন করি না ।
ReplyDeleteএটা কি কোন নতুন ব্যপার না।আমরা প্রতিনয়ত এটা ঘটে থাকে। প্রকাশকের কাঁচি সুন্দর একটা লেখার মান পুরোপুরি বদলে গেছে। এখন কেমন খাপছাড়া - আলকরেখার কাছে এটা কাম্য নয় ।
Delete