আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! - আশরাফ আলী। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! - আশরাফ আলী।















    স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" !

    - আশরাফ আলী। 


    যারা বাংলাদেশে স্বাধীনতার পূর্বকালে "পূর্বদেশ","বিচিত্রা","পূর্বাণী" আর "চিত্রালী" সাথে সাথে বেড়ে উঠেছেন তাদের কেউ যদি আমার এই লেখাটা পড়ে স্মরণে আনতে পারেন আমাদের ভীষণ প্রিয় "চিত্রালী"তে প্রকাশিত এই গল্পটি
    তাহলে আমার খুব ভালো লাগবে!
    কারণ গল্পটির শিরোনাম এবং লেখকের নাম আমার মনে নেই।তবে অত্যন্ত স্পষ্টভাবে মনে আছে গল্পটির মূল ঘটনাটি!আমি জানিনা আমাদের প্রিয় ফারুক ফয়সল, যিনি সে সময়ে চিত্রালীর সহকারী সম্পাদক হিসেবে কাজ করতেন, কিংবা চিত্রালীর চিঠি-পত্র বিভাগের ভীষণ জনপ্রিয় করাচীর হাসান বাঙালী এই গল্পটির কথা মনে করতে পারবেন কিনা! গল্পটি এরকম

    কোনো এক দাপ্তরিক কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তাহব্যাপী কর্মশালা বা সম্মেলন যোগ দিতে এক দল পুরুষ মহিলা গিয়েছিলেন শহর থেকে দূরে কোনো এক ট্রেনিং সেন্টার এ।  সেখানেই পরিচয় দুজনার, একজন পুরুষ একজন মহিলার! সম্মেলনের শুরুর দিনে প্রথম দেখায় কিসের যেন একটা শিহরণ বয়ে গিয়েছিলো দুজনার মাঝে!তারপর সপ্তাহ কিভাবে কেটেছে মনে ছিলোনা তাদের। কিন্তু শত ইঙ্গিতেও ও সুযোগ থাকা স্বত্তেও পুরুষটির একান্ত অন্তরঙ্গ হবার আশা পূর্ণ হয় নি!
    এবং সম্মেলনের শেষের দিনে একটু আগেভাগেই চলে যাওয়া মহিলাটি পুরুষটির রুমের দরোজার নীচে দিয়ে একটি চিরকুট রেখে মৌখিক বিদায় না নিয়েই চলে গিয়েছিলেন। আর সেই চিরকুটে লেখা ছিল "কেপ্রাদে"! আশাহত ভগ্ন হৃদয় পুরুষটি চিরকুটটি হাতে নিয়ে বসে থেকে তন্ময় হয়ে ভাবছিলেন এর মানে কি হতে পারে! কিছুতেই বের করতে পারেননি সেই  "কেপ্রাদে" মানেটা কি!

    এরপর বহুদিন কেটে গেছে ও  সময়ের তালে ওই সপ্তাহটি স্মৃতিতে ম্লান হলেও উজ্জ্বল ছিল "কেপ্রাদে"! একদিন পুরুষটির একাউন্টেন্ট বন্ধুর অফিসে বসে বন্ধু সহ নিউ মার্কেটে খেতে যাবেন বলে অপেক্ষা করছেন এমন সময় অনেক কাগজে দস্তখত দেবার সময়ে বন্ধুটি যখন এক জায়গায় লিখলেন "কেপ্রাদেপুরুষটি তখন বিদ্যুৎপৃষ্ট হলে যেমন হয় তেমনি করে লাফিয়ে উঠে বন্ধুকে জিজ্ঞেস করলেন, এর মানে কি? বন্ধুর জবাব, "কেন, তুই জানিসনা? এর মানে: "কেবল মাত্র প্রাপককেই দেয়"!

    পুরুষটি এর অনেক পরে জেনাছিলো সম্মেলনের সেই মহিলা ছিলেন বিবাহিত।

     http://www.alokrekha.com

    10 comments:

    1. স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! লেখাটি পড়লাম , যদিও আশরাফ আলী মানুষ হিসেবে হিংসুটে , যেমন অন্নো কবিরা ভালো লিখলে এবং প্রশংসা পেলে উনি সেটা নিতে পারেন না , তবে উনার লেখাটা অতি চমত্কার আর অসাধারণ হয়েছে। কবিকে অনেক সাধুবাদ আর শুভেচ্ছা

      ReplyDelete
    2. স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" !wonderfully narrated ,
      classic and highly aesthetic nostalgic , Thanks to poet Ashraf Ali

      ReplyDelete
    3. স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! brings back so many memories of the past golden days, Thanks to writer A,Ali

      ReplyDelete
    4. স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! কি সুন্দর ঘটনা , ভাবতেই কেমন লাগে , এমন ঘটনাও ঘটে , চিত্রালীর সেই মধুর দিনগুলো বার বার আজ ও কেন পিছু ডাকে। লেখক আশরাফ আলীকে অনেক ধন্নবাদ

      ReplyDelete
    5. Ashutosh Sen, Birbhum, West BengalJuly 14, 2017 at 10:07 PM

      স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! Only a great Poet, Thinker and philosopher like Ashraf Ali Can write something like this,many many pronam for the Poet

      ReplyDelete
    6. স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! লেখাটি পড়লেই সেই চিত্রালীর চিত্রভরা সোনালী দিনগুলোর কথা মনে পড়ে। চমত্কার ঘটনা ,চমত্কার পরিবেশনা। আশরাফ আলীকে ধন্নবাদ

      ReplyDelete
    7. Kidarnath , Rajshahi UniversityJuly 16, 2017 at 11:40 PM

      স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! লেখাটি পড়লাম, বেশ লাগলো , চমত্কার লিখেছেন , কোথায় কবে টেনে নিয়ে গেল মনটাকে সেই চিত্রালীর দিন গুলোতে। তবে ভাষাটাকে আরেকটু সহজ করলে ভালো হয়।

      ReplyDelete
    8. আশরাফ আলীর ,স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! লেখাটি বিষয় হিসিবে একটু একটু ভিন্ন মেজাজের , তবে পড়ে খুব ভালো লেগেছে।তবে সাধারণ পাঠকের জন্নো সহজ করে লিখলেই বোধহয় আরো ভালো হয়। লেখক কে ধন্যবাদ

      ReplyDelete
    9. স্মৃতিতে উজ্জ্বল "কেপ্রাদে" ! বগুড়া ইয়ুথ ক্লাবের মন্তব্বো ধরে আরো বলতে চাই , সাধারণ ও সহজ ভাষায় লেখা লিখে অনেক বেশি জনপ্রিয় হওয়া যায় , যেমন হুমায়ন আহমেদ। তাই আশরাফ আলীকে বলবো " একটু মাটিতে নামুন , সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে লিখুন , আপনিও একদিন কবি শুনিকেত অথবা মেহরাব রহমানের মতো সুনাম পাবেন

      ReplyDelete
    10. আমি দীপিকা সেনের সাথে একমত , এটা শুধু আশরাফ আলী না , অনেকেই অযথা কঠিন ভাষা প্রয়োগ করেন , সবাই কি বম্কিম চন্দ্রো হওয়ার প্রয়োজন আছে ?

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ