আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও তোমার জন্মদিন ! - সুনিকেত চৌধুরী ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    তোমার জন্মদিন ! - সুনিকেত চৌধুরী

    তোমার জন্মদিন !

    - সুনিকেত চৌধুরী

    ঘটনার নির্ঘন্ট বিচারে সাব্যস্ত হয়ে গেছে
    সোনামাখা স্বর্ণালী সন্ধ্যা আসবেনা আর কোনদিন !
    অজানার পথে হেঁটে যাওয়া
    সব টা শাপলা-শালুকের অপমৃত্যু
    ঘোষণা যখন করলে তুমি!
    তারপরেও কেন আসে তোমার জন্মদিন
    কেন মনে পড়ে ভালোলাগা প্রথম ক্ষণের
    আটকে রাখা সব 'টা নিঃস্বাস !
    কেন গাই "তোমার সঙ্গে দেখা না হলে ..."!
    অনেক সকালে ঘুম থেকে জেগে
    বসে আছি হাতে নিয়ে কবিতার খসড়া
    ফেসবুকে হাসির ঝলকানি নাকি
    অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা
    দেব তোমার এবারের জন্মদিনে !

     http://www.alokrekha.com

    15 comments:

    1. রানা সমোজদারAugust 30, 2017 at 4:55 PM

      কবি সুনিকেত চৌধুরীর তোমার জন্মদিন! কবিতা পেয়ে আদন্দিত।তিনি প্রেমের কবি।তার কবিতায় রোমান্টিক ও ভালবাসার আবেদন সর্বদাই অনন্য। সে তার "ভালবাসার" জন্মদিন হোক বা ফিরে আসার প্রতীক্ষাই হোক অথবা অভিমানে বলা "ভালোবাসা"র কোনো হৃদয় নেই!" হোক।শুভেচ্ছা কবি ।

      ReplyDelete
    2. কবিতা রায়August 30, 2017 at 5:54 PM

      দারুন চাওয়া!জন্মদিন মনে পড়ে ভালোলাগা প্রথম ক্ষণ আটকে রাখা সব ক'টা নিঃস্বাস !ঘুম থেকে জেগে বসে থাকা হাতে কবিতার খসড়া নিয়ে অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা উপহার জন্মদিনে !এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই ভালবাসার কবি বলতে পারে।অনেক ভালবাসা আমাদের কবির জন্য।

      ReplyDelete
    3. শুনিকেত চৌধুরী "তোমার জন্মদিন !" চমৎকার কবিতা , খুব ভালো লাগলো ,কবিকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো , আরো কবিতার অপেক্ষায়ে রইলাম

      ReplyDelete
    4. শুনিকেত চৌধুরী , যত প্রশংসা করি ততই কম। এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই ভালবাসার কবি বলতে পারে।অনেক ভালবাসা আমাদের কবির জন্য।”

      ReplyDelete
    5. কবিতা রায়August 30, 2017 at 7:02 PM

      মন্তব্য করার ভাষা নেই কবি সুনিকেতের। কি করে অধ্যাত্মবাদ ও যোগ সাধনের অভিব্যক্তি দিয়ে অসাধারন এমন কবিতা লিখলেন ও অসাধারন পরিবেশনা। এতো সহজ নয়! অনেক শুভ কামনা আর আলোকরেখাকে ধন্যবাদ তোমার এই কবিতাটা পড়ার ও দেখার সুযোগ করে দেবার জন্য।”

      ReplyDelete
    6. মেনকা রাখীAugust 30, 2017 at 7:24 PM

      কবি সুনিকেতন প্রশংসা প্রয়োজন নেই! তার পাঠক জনপ্রিয়তা বলে তাঁর কবিতার গুনগত মান ! আমি শুধু কবিেকে জানাতে চাই খুব লাগে আপনার কবিতা! মন খারাপ করলে আলোক রেখা খুলে বার বার পড়া কবিতা আবার পড়ি!

      ReplyDelete
    7. মমতা সেনAugust 30, 2017 at 7:37 PM

      আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।আলোকরেখা কথা রাখতে জানে পাঠকের মূল্যায়ন করে। কবি সুনিকেত চৌধুরীর অপেক্ষা গুনতে হয় না! অনেক ভালোবাসা আপনার জন্য--

      ReplyDelete
    8. Shah Gias Iqbql AzfarAugust 30, 2017 at 7:43 PM

      "ঘটনার নির্ঘন্ট বিচারে সাব্যস্ত হয়ে গেছে
      সোনামাখা স্বর্ণালী সন্ধ্যা আসবেনা আর কোনদিন !" কি সুন্দর কথা আর ভাবনা , এক মাত্র কবি শুনিকেত পারেন এমন করে এমন কথা ভাবতে আর তা এমন ভাষায় প্রকাশ করতে। মন টাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় , মনে পড়ে যায় সেই পহেলা বৈশাখের কথা ,ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ,যখন প্রেয়সীকে দেখেছিলাম প্রথম বার , চোখে জল এসে গেল। কবিকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা , আরো কবিতার প্রত্যাশায় রইলাম

      ReplyDelete
    9. Peter Di Costa, Kalakupa Bandura ,MunshiganjAugust 30, 2017 at 7:58 PM

      পাঠক শাহ গিয়াসকে ধন্যবাদ , আমি তার সাথে একমত ,তাই আমিও জানাই কবি সুনিকেতকে ধন্যবাদ আর প্রানঢালা শুভেচ্ছা। আরো এমন কবিতার আশায় রইলাম

      ReplyDelete
    10. " অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা
      দেব তোমার এবারের জন্মদিনে !" কবি আমাকে বেশ ভাবিয়ে তুললেন ! কবি দেবেন তার প্রেমিকাকে , আমি ভাবছি আমি কি দেব আমার প্রেয়সীকে তার এবারের জন্মদিনে। এমন অপরূপ ভাবনা ,চমৎকার ভাষায় প্রকাশের জন্য কবি শুনিকেতকে অশেষ অভিনন্দন আর ধন্যবাদ। আরো এমন কবিতার আশায় রইলাম

      ReplyDelete
    11. "তারপরেও কেন আসে তোমার জন্মদিন কেন মনে পড়ে ভালোলাগা প্রথম ক্ষণের আটকে রাখা সব ক'টা নিঃস্বাস !" অদ্ভুত,অপরূপ,চমৎকার,অসাধারণ। কেমন অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেন কবি আমাদের মনের মাঝে।কি নিবিড় ভাবে মনে করিয়ে দেন আমার সেই যৌবনের বৃষ্টি ভেজা,মৃদু হাওয়ায় বয়ে আসা বেল ফুলের গন্ধ মাখা জোসনা ভরা সন্ধ্যার কথা। কি বলে ধন্যবাদ বা অভিনন্দন জানাবো কবিকে ?

      ReplyDelete
    12. তোমার জন্মদিন !

      - সুনিকেত চৌধুরী লিখে অনেক সুনাম কুড়িয়েছেন, এর আগেও অনেক অসাধারণ কবিতা লিখে তিনি স্বাভাবিক কারণেই প্রশংসা পেয়েছেন , কিন্তু দুঃখের বিষয় যে আরেকজন লেখক যিনি আলোকরেখায় লেখেন , অন্যের প্রশংসা নিতে পারেন না , এমনটি হলে তিনি মন খারাপ করেন , একরকম ডিপ্রেশনে চলে যান। সকলের কাছে প্রশ্ন , বলুন তো কি করা যায় ?

      ReplyDelete
    13. ঘটনার নির্ঘন্ট বিচারে সাব্যস্ত হয়ে গেছে
      সোনামাখা স্বর্ণালী সন্ধ্যা আসবেনা আর কোনদিন।
      সুনিকেত চৌধুরী ! তুমি ভালোবাসার কবি , নস্টালজিয়ার কবি , বেদনার কবি , কান্নার কবি , অশ্রু জলের কবি

      ReplyDelete
    14. তোমার জন্মদিন ! - সুনিকেত চৌধুরী লিখছেন :কেন গাই "তোমার সঙ্গে দেখা না হলে ..."! ...............আরো গাই ..........." ভালোবেসে এতো কান্না কেন আসে "
      অসাধারণ কবিতা , বিশেষ করে আমার জন্য , কোথায় ভাসিয়ে নিয়ে গেল মনটাকে , মনে করিয়ে দিলো ফেলে আশা সেই দিনটির কথা ..................ফিরে আসবেনা আর কোনো দিন , তবুও মনে পড়বে তার জন্মদিন .............যত দিন বেঁচে আছি এ ধরণীতে। কবিকে শত প্রশংসা করলেও যথেষ্ট নয়

      ReplyDelete
    15. তোমার জন্মদিন !

      - সুনিকেত চৌধুরী। কবিতাটি পড়ে ভীষণ কান্না পেলো

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ