তোমার জন্মদিন !
- সুনিকেত চৌধুরী
ঘটনার নির্ঘন্ট বিচারে সাব্যস্ত হয়ে গেছে
সোনামাখা স্বর্ণালী সন্ধ্যা আসবেনা আর কোনদিন !
অজানার পথে হেঁটে যাওয়া
সব ক’টা শাপলা-শালুকের অপমৃত্যু
ঘোষণা যখন করলে তুমি!
তারপরেও কেন আসে তোমার জন্মদিন
কেন মনে পড়ে ভালোলাগা প্রথম ক্ষণের
কেন গাই "তোমার সঙ্গে দেখা না হলে ..."!
অনেক সকালে ঘুম থেকে জেগে
বসে আছি হাতে নিয়ে কবিতার খসড়া
ফেসবুকে হাসির ঝলকানি নাকি
অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা
দেব তোমার এবারের জন্মদিনে !
http://www.alokrekha.com
কবি সুনিকেত চৌধুরীর তোমার জন্মদিন! কবিতা পেয়ে আদন্দিত।তিনি প্রেমের কবি।তার কবিতায় রোমান্টিক ও ভালবাসার আবেদন সর্বদাই অনন্য। সে তার "ভালবাসার" জন্মদিন হোক বা ফিরে আসার প্রতীক্ষাই হোক অথবা অভিমানে বলা "ভালোবাসা"র কোনো হৃদয় নেই!" হোক।শুভেচ্ছা কবি ।
ReplyDeleteদারুন চাওয়া!জন্মদিন মনে পড়ে ভালোলাগা প্রথম ক্ষণ আটকে রাখা সব ক'টা নিঃস্বাস !ঘুম থেকে জেগে বসে থাকা হাতে কবিতার খসড়া নিয়ে অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা উপহার জন্মদিনে !এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই ভালবাসার কবি বলতে পারে।অনেক ভালবাসা আমাদের কবির জন্য।
ReplyDeleteশুনিকেত চৌধুরী "তোমার জন্মদিন !" চমৎকার কবিতা , খুব ভালো লাগলো ,কবিকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো , আরো কবিতার অপেক্ষায়ে রইলাম
ReplyDeleteশুনিকেত চৌধুরী , যত প্রশংসা করি ততই কম। এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই ভালবাসার কবি বলতে পারে।অনেক ভালবাসা আমাদের কবির জন্য।”
ReplyDeleteমন্তব্য করার ভাষা নেই কবি সুনিকেতের। কি করে অধ্যাত্মবাদ ও যোগ সাধনের অভিব্যক্তি দিয়ে অসাধারন এমন কবিতা লিখলেন ও অসাধারন পরিবেশনা। এতো সহজ নয়! অনেক শুভ কামনা আর আলোকরেখাকে ধন্যবাদ তোমার এই কবিতাটা পড়ার ও দেখার সুযোগ করে দেবার জন্য।”
ReplyDeleteকবি সুনিকেতন প্রশংসা প্রয়োজন নেই! তার পাঠক জনপ্রিয়তা বলে তাঁর কবিতার গুনগত মান ! আমি শুধু কবিেকে জানাতে চাই খুব লাগে আপনার কবিতা! মন খারাপ করলে আলোক রেখা খুলে বার বার পড়া কবিতা আবার পড়ি!
ReplyDeleteআলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।আলোকরেখা কথা রাখতে জানে পাঠকের মূল্যায়ন করে। কবি সুনিকেত চৌধুরীর অপেক্ষা গুনতে হয় না! অনেক ভালোবাসা আপনার জন্য--
ReplyDelete"ঘটনার নির্ঘন্ট বিচারে সাব্যস্ত হয়ে গেছে
ReplyDeleteসোনামাখা স্বর্ণালী সন্ধ্যা আসবেনা আর কোনদিন !" কি সুন্দর কথা আর ভাবনা , এক মাত্র কবি শুনিকেত পারেন এমন করে এমন কথা ভাবতে আর তা এমন ভাষায় প্রকাশ করতে। মন টাকে কোথায় ভাসিয়ে নিয়ে যায় , মনে পড়ে যায় সেই পহেলা বৈশাখের কথা ,ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ,যখন প্রেয়সীকে দেখেছিলাম প্রথম বার , চোখে জল এসে গেল। কবিকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা , আরো কবিতার প্রত্যাশায় রইলাম
পাঠক শাহ গিয়াসকে ধন্যবাদ , আমি তার সাথে একমত ,তাই আমিও জানাই কবি সুনিকেতকে ধন্যবাদ আর প্রানঢালা শুভেচ্ছা। আরো এমন কবিতার আশায় রইলাম
ReplyDelete" অশ্রুদিয়ে গড়া মুক্তোর মালা
ReplyDeleteদেব তোমার এবারের জন্মদিনে !" কবি আমাকে বেশ ভাবিয়ে তুললেন ! কবি দেবেন তার প্রেমিকাকে , আমি ভাবছি আমি কি দেব আমার প্রেয়সীকে তার এবারের জন্মদিনে। এমন অপরূপ ভাবনা ,চমৎকার ভাষায় প্রকাশের জন্য কবি শুনিকেতকে অশেষ অভিনন্দন আর ধন্যবাদ। আরো এমন কবিতার আশায় রইলাম
"তারপরেও কেন আসে তোমার জন্মদিন কেন মনে পড়ে ভালোলাগা প্রথম ক্ষণের আটকে রাখা সব ক'টা নিঃস্বাস !" অদ্ভুত,অপরূপ,চমৎকার,অসাধারণ। কেমন অদ্ভুত অনুভূতি সৃষ্টি করেন কবি আমাদের মনের মাঝে।কি নিবিড় ভাবে মনে করিয়ে দেন আমার সেই যৌবনের বৃষ্টি ভেজা,মৃদু হাওয়ায় বয়ে আসা বেল ফুলের গন্ধ মাখা জোসনা ভরা সন্ধ্যার কথা। কি বলে ধন্যবাদ বা অভিনন্দন জানাবো কবিকে ?
ReplyDeleteতোমার জন্মদিন !
ReplyDelete- সুনিকেত চৌধুরী লিখে অনেক সুনাম কুড়িয়েছেন, এর আগেও অনেক অসাধারণ কবিতা লিখে তিনি স্বাভাবিক কারণেই প্রশংসা পেয়েছেন , কিন্তু দুঃখের বিষয় যে আরেকজন লেখক যিনি আলোকরেখায় লেখেন , অন্যের প্রশংসা নিতে পারেন না , এমনটি হলে তিনি মন খারাপ করেন , একরকম ডিপ্রেশনে চলে যান। সকলের কাছে প্রশ্ন , বলুন তো কি করা যায় ?
ঘটনার নির্ঘন্ট বিচারে সাব্যস্ত হয়ে গেছে
ReplyDeleteসোনামাখা স্বর্ণালী সন্ধ্যা আসবেনা আর কোনদিন।
সুনিকেত চৌধুরী ! তুমি ভালোবাসার কবি , নস্টালজিয়ার কবি , বেদনার কবি , কান্নার কবি , অশ্রু জলের কবি
তোমার জন্মদিন ! - সুনিকেত চৌধুরী লিখছেন :কেন গাই "তোমার সঙ্গে দেখা না হলে ..."! ...............আরো গাই ..........." ভালোবেসে এতো কান্না কেন আসে "
ReplyDeleteঅসাধারণ কবিতা , বিশেষ করে আমার জন্য , কোথায় ভাসিয়ে নিয়ে গেল মনটাকে , মনে করিয়ে দিলো ফেলে আশা সেই দিনটির কথা ..................ফিরে আসবেনা আর কোনো দিন , তবুও মনে পড়বে তার জন্মদিন .............যত দিন বেঁচে আছি এ ধরণীতে। কবিকে শত প্রশংসা করলেও যথেষ্ট নয়
তোমার জন্মদিন !
ReplyDelete- সুনিকেত চৌধুরী। কবিতাটি পড়ে ভীষণ কান্না পেলো