চ্যালো একবার ফিরসে -
- সুনিকেত চৌধুরী
পরিবার তুমি আমার এই অধিকারে এসে তুমি বস যদি
আমাদের এই পুকুর পাড়ে পা ভিজিয়ে ঘাটের জলে
আনমনে তুমি চেয়ে থাক যদি পুকুরের ওই কালো জলের
থিরি থিরি কাঁপা অতি পরিচিত আমাদের ওই আকাশপানে !
আর যদি ভাব এই সেই ক্ষণ সকল চাওয়ার শেষের প্রহর
তবে শুধু গোনাই হবে সার হৃদয়ের স্পন্দন তোমার !
এক-দুই-তিন সংখ্যা গুনে হবেনা জীবন যাপন
শুধু হবে কালক্ষয় আর কাল যাপন !
অতএব, এস করি যাত্রা বিরতি
এস খেয়ে নেই দুটো ভাত।
একটুকু বিশ্রাম শেষে রাখি দু'জনার চোখে চোখ !
আর হেঁড়ে গলায় কিংবা একান্ত শুদ্ধ সুরে গাই :
চ্যালো একবার ফিরসে আজনাবী বন যায়ে
হ্যাম দোনো !
http://www.alokrekha.com
সুন্দর নুতন ধরণের ছোট গল্প। ভালো লাগলো
ReplyDelete