নই বাঁধা কালের যাত্রায়
আমায় নিয়ে কৌতূহল বৃথায় !
তুমি খুঁজোনা আমায় ~পাবে না...
রাঙামাটির পথে -
হাঁটতে ইচ্ছে করলে, হেঁটো
তবুত্ত খুঁজোনা আমায় ! পাবে না...
আমি তো দুরন্ত ফাল্গুন !
কখনো গহন অরণ্য হয়েছি
কুয়াশায় সেজেছি !
নেচেছি মাদল ছন্দে
গোধূলির রঙ দেখছি দিগন্তে..,,
তবু যদি বসন্ত আসে
তোমার কৃষ্ণচূড়া ডালে.......
আর কোকিল ডাকে, তবে অপেক্ষা কোরো।
আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি
সব ঢেউ, দ্বীপপুঞ্জ কালের স্রোতে--
আজি এ শারদ প্রাতে শারদীয় উৎসবে !
সমস্ত আড়াল, অভিমান, সমস্ত সীমারেখা
উপেক্ষা করে আজ ..,
তোমারই সামনে এসেছি !
নিজেকে দেখাতে গিয়ে ...
শুধু তোমাকেই দেখছি !
হে আমার কাঙ্খিত প্রেম
আগে তো বলো নি কখনো
ভালোবাসায় এত কষ্ট থাকে
এত আলোড়ন, এত নিঃসঙ্গতা
কখনো কিছু তো বুঝে নিও
কিছু অনুচ্চারিত শব্দ, কিছু সমুদ্র ফেনায়
ছিটেফোঁটা যন্ত্রণা, বুঝে নিও
আজ পূর্ণিমা নাকি
আকাশে চাঁদ আছে কি নেই,
কিচ্ছু জানি না আমি..
শুধু জানি তোমাকে
তাই তো তোমারই সামনে এসেছি
তোমাকেই দেখছি
দেখছি ভরসার মত করে, কান্নার মত করে
স্পর্ধার মত করে, ইচ্ছের মত করে
শুধু তোমাকেই দেখছি
অথচ আমি নিজেকেই দেখাতে এসেছিলাম !!
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
নিজেকে দেখাতে গিয়ে ...
ReplyDeleteশুধু তোমাকেই দেখছি !
হে আমার কাঙ্খিত প্রেম
আগে তো বলো নি কখনো
ভালোবাসায় এত কষ্ট থাকে
এত আলোড়ন, এত নিঃসঙ্গতা
নিজেকে দেখাতে গিয়ে-শুধু তোমাকেই দেখছি! হে আমার কাঙ্খিত প্রেম আগে তো বলো নি
ReplyDeleteকিছু অনুচ্চারিত শব্দ,কিছু সমুদ্র ফেনায়
ReplyDeleteছিটেফোঁটা যন্ত্রণা,আজ পূর্ণিমা নাকি আকাশে চাঁদ আছে কি নেই,কিচ্ছু জানিনা আমি শুধু জানি তোমাকে---
সমস্ত আড়াল, অভিমান, সমস্ত সীমারেখা
ReplyDeleteউপেক্ষা করে আজ ..,
তোমারই সামনে এসেছি !
নিজেকে দেখাতে গিয়ে ...
শুধু তোমাকেই দেখছি ! কি বাস্তব! দারুন কবিতার আখ্যান! অনেক শুভেচ্ছা কবি!