রাজন্যরাজ
/ মেহরাব রহমান
রাজন্যরাজ
তাজউদ্দিন
তুমিহীন
বাংলাদেশ এখন পঙ্গু ভুখন্ড
বিকৃত
এবড়ো থেবড়ো
হৃদয়ের
রক্তক্ষরণ নিজবাসভুম
পচা
বৃষ্টিতে
দুর্গন্ধ
জলে
ভিজছে
ভীষণ
তুমি
থাকলে এক অজপাড়াগেয়ে কবির
অনড় বিশ্বাস
এই চলমান বাংলামানচিত্রের মান অন্যরকম হতো
সমবন্টনের
প্রজাপতি নির্বন্ধ উড়তো মুক্ত আকাশে
রমরমা
ডামাডোল বাজতো
প্রবাহিত
গ্রাম এবং বন্দরে
শহর
ও গঞ্জে
এখন
অমাবস্যা নগরে
কিরকম
ডুকরে কাঁদে
মরা
কান্না কাঁদে এক স্বাধীন স্বদেশ
কৃষকের
ফসল ফলানো ক্ষয়িষ্ণু
সময়
শ্রমিকের
মুগুরে থেতলানো বর্তমান
কুমোরের
আগুনে পোড় খাওয়া হৃদপিন্ড
জলের
দাপটে দুমড়ে যাওয়া সাহসী নৌকোগুলো
নিশ্চয়ই
মাভৈ মাভৈ
জীবনের
ঝন ঝন
রুমুঝুমু
গান গাইতো
উচ্চো
উচ্চাঙ্গ কন্ঠে
জনগণদেবতা
জাগতো
পশ্চিমে
উত্তরে
পূবে
দক্ষিনে
হিমাচল
আসমুদ্র
স্বর্নাভো
বাংলাদেশ জুড়ে
তাজহীন
স্থগিত বঙ্গস্তপতি
রজন্যরাজ
চেয়ে দেখ
এক জন্মান্ধ দুরত্ব থেকে
তোমার
আজন্ম বাসভূমে দিগন্ত ব্যপি দুরভিসন্ধি
জর্জরিত
বদ্বীপে
নিয়ত
বপন হচ্ছে ঘৃণ্যবীজ
তোমার
করটিতে
ধমনীতে
জেগেছিল
অতন্দ্রপ্রহরী-
স্বদেশপ্রেম
এই বিভক্ত বিচ্ছিন্ন সময়ে
প্রেমহীন
এক ভুখন্ডে
তোমাকে
ভীষণ ভীষণ প্রয়োজন
হায়রে
বৈরী সময়
তাজের
রক্তকনিকাজাত নবধারার তাজ
স্তিমিত
কেন আজ
ভাবো
ভাবো
তোমার
শেকড়ের সন্ধানে একবার ভাবো
জাগো
জাগো
জাগোহে
বাহে জাগো
নুতন
স্রোতের কঠিন মানব জাগো
নবপ্রজন্মের
মুকুটবিহীন
আর এক তাজউদ্দিন তুমি
ফল্গুধারায় জাগো
http://www.alokrekha.com
বঙ্গবন্ধুর কথা নেতৃত্বতাঁর অনস্বীকার্য।কিন্তু তাজউদ্দিন আহমেদের অবদান ছাড়া তাঁর নেতৃত্ব ছাড়া কি এই স্বাধীনতা এত সহজ লভ্য হত ?কবি মেহরাব রহমান ও আলকরেখাকে কৃতজ্ঞতা এই মহামানবকে কৃতজ্ঞতা ভবে স্মরন করবার জন্য।
ReplyDelete"তাজের রক্তকনিকাজাত নবধারার তাজ স্তিমিত কেন আজ ভাবো ভাবো তোমার শেকড়ের সন্ধানে একবার ভাবো জাগো জাগো জাগোহে বাহে জাগো নুতন স্রোতের কঠিন মানব জাগো নবপ্রজন্মের মুকুটবিহীন আর এক তাজউদ্দিন তুমি ফল্গুধারায় জাগো" -দারুন এনম কথা কবি মেহরাব রহমান- ই কবিতায় লিখতে পারেন।
ReplyDeleteমরা কান্না কাঁদে এক স্বাধীন স্বদেশ-কৃষকের ফসল ফলানো ক্ষয়িষ্ণু সময়-শ্রমিকের মুগুরে থেতলানো বর্তমান কুমোরের আগুনে পোড় খাওয়া হৃদপিন্ড-অপূর্ব ভাষা অপুরন বানী সকলই প্রযোজ্য তাজুদ্দিন আহমেদের জন্য ,অনেক ধন্যনাদ কবি মেহ্রাব রহমান
ReplyDelete