জীবনের সমীকরণ !
সানজিদা রুমি
জীবনের অঙ্ক কি মেলে ?
মেলে,শুধু জীবনের
অঙ্কই মেলে
এখানেই দুই আর
দুই চার:
যখনি চার না
হয়ে পাঁচ হয়
তখনই ক্ষয়।
বুকের মধ্যেখানে মন
যেখানে বসত
করে
সেখানেই যত গন্ডগোল।
যে রক্ত
কণিকা প্রবাহিত
হয় ধমনীতে
হৃৎপিণ্ড হতে
-
বয়ে নিয়ে
চলে তোমার
অস্তিত্ব !
কে তুমি ?
তুমিতো আমার জীবন
সমীকরণের কোন
সঙ্গা নও
সুতরাং: তোমার সাথে-
প্রথমেইতো ভুল নিয়মে অঙ্ক
শুরু,
ফলাফল মিলবে কোন
ধারা মতে?
জীবনের যে অঙ্ক কষেছি
বিধিবদ্ধ সংখ্যায়
মিলেছে সব ফলাফল
নিয়ম অনুসার
তকতকে সাজানো সুন্দর সংসার
!
পদে পদে মিলেছে
সরল সমীকরণের
সমাধান
কম্পিউটারের যুগে চলে
না শুভঙ্করের
ফাঁকি
এ মনের সান্তনা
কেবল গোজামেল।
তোমার সাথে মৈত্রী'র সঙ্গমে
যোগ বিয়োগের পদে
-
একটু ভুল হতেই সামলে
নিয়েছি।
নইলে গোটা অঙ্কটাই
ভুল হত
মিলতো না ফলাফল।
প্রতিটি লাইন পরীক্ষক খুঁটিয়ে
দেখে না
সময় কোথা এত
?
প্রথম ও শেষ
দেখলেই চলে
মাঝে যাই হোক-লঘুজ্ঞান
ফলাফল মিললেই হল
-
ওটাই আসল, জীবনের সমীকরণ !
ওটাই আসল, জীবনের সমীকরণ !
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
জীবনের সমীকরণ !সানজিদা রুমি। বাহ্ , চমত্কার ,এ লেখা পড়ে আমিও বসে গেলাম আমার জীবনের অংক মেলাতে , কিন্তু মিললো না। সানজিদা রুমিকে জানাই ধন্যবাদ আর অভিনন্দন। শুভেচ্ছা রইলো
ReplyDeleteজীবনের অংক মেলাতে-জীবনের সমীকরণ !সানজিদা রুমি লিখেছেন এই কবিতা লিখেছেন। সত্যি জিবনের অংক মেলে কিন্তু মনের সংখ্যা কিছিতেই মেলে না।ভারি সুন্দর কবিতা!
Deleteরুমি দি দারুন লিখেছ গো !তুমি যেমন সুন্দর মিষ্টি তোমায় দেখে বঝার উপায় নেই তুমি এত জীবন বোধের কাছাকাছি। তোমার লেখার প্রশংশা করার ক্ষমতা নেই । শুধু বলব দারুন হয়েছে!
ReplyDeleteসানজিদা রুমি--জীবনের সমীকরণ কবিতাটার প্রতিটি কথা জীবনের প্রতিচ্ছবি।বাস্তবতা। অনেক ভালো লাগলো কবিতাটা। সানজিদা রুমি কে অনেক ধন্যবাদ এমন একটা কবিতার জন্য।
ReplyDeleteসংসারকে অংকের সাথে তুলনা সানজিদা রুমির দারুন চিন্তা চেতনা। সানজিদা রুমির "জীবনের সমীকরণ"জীবনের অস্বীকৃত কঠিন সত্যের প্রতিফলিত বিরল কবিতা । জীবনের হাল-চিত্র খুব অপূর্ব ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো কবিতা। শুভেচ্ছা কবি সানজিদা রুমিকে।
ReplyDelete"জীবনের অঙ্ক কি মেলে ?
ReplyDeleteমেলে,শুধু জীবনের অঙ্কই মেলে
এখানেই দুই আর দুই চার:
যখনি চার না হয়ে পাঁচ হয়
তখনই ক্ষয়।"
জানি না জীবনের অংক মেলে কি না ,
তবে লেখাটি চমত্কার। মানুষের মানি
অনেক প্রশ্নো জাগায়, ভাবতে গেলে
অবাক লাগে। সানজিদা রুমিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা
"ফলাফল মিললেই হল -ওটাই আসল, জীবনের সমীকরণ !" এই একটি বাক্যে সানজিদা সমস্ত কবিতার ব্যাখ্যা করেছেন। এই বাক্যে কবিতা শৈলী শব্দ চয়ন কবিতার সব গুনগত মানকে চাপিয়ে গেছে। দারুন একটা কবিতা। অনেক শুভাশীষ ধন্যবাদ সানজিদা রুমি !
ReplyDelete
ReplyDeleteসংসার সমুদ্র--জীবনের সমীকরণ !সানজি রুমি।
প্রথম ও শেষ দেখলেই চলে
মাঝে যাই হোক-লঘুজ্ঞান
ফলাফল মিললেই হল -
তাই কি ?
অপরূপ লেখা , কবিকে অনেক অভনন্দন
আর শুভেচ্ছা
দারুন জীবনবোধের কবিতা "জীবনের সমীকরণ! আসলেও জীবনটা একটা অংক!হিসেবের সমীকরণ! জীবনের চলাতে এমন কি ধর্ম কৰ্ম পালনেও হিসেব ! আল্লাহকে ডাকা তার নাম জপ করাও হিসেবের গন্ডিতে বাঁধা! সানজীদা রুমীর এই জীবন বোধ সত্যতার দলিল! দারুণ ডাল লাগলো!
ReplyDelete<3
ReplyDeleteজীবনের অংকের সাথে তুলনা কবির অসাধারণ চিন্তা চেতনা। সানজিদা রুমির "জীবনের সমীকরণ"জীবনের অস্বীকৃত বাস্তব সত্যের প্রতিফলিত অসাধারণ কবিতা । জীবনের হাল-চিত্র খুব চমত্কার ভাবে তুলে ধরেছেন। অনেক ভালো কবিতা। শুভেচ্ছা আর অভিনন্দন জানাই সানজিদা রুমিকে। আরো এমন
ReplyDeleteলেখার অপেক্ষায় রইলাম
প্রতিটি লাইন পরীক্ষক খুঁটিয়ে দেখে নাসময় কোথা এত ?প্রথম ও শেষ দেখলেই চলেমাঝে যাই হোক-লঘুজ্ঞানফলাফল মিললেই হল -ওটাই আসল, জীবনের সমীকরণ !এ কথাটা কত যে সত্যি আমি তা রন্ধ্রে রন্ধ্রে জানি! এ আমার জীবনের ঘটনা! জানতে চায়না আমার মন কোথায়? দখলে থাকলেই হলো! ফলাফল মিললেই অংক ঠিক!
ReplyDeleteআলোকবেখ়া ও সানজীদা রুমীর যত প্রশংসা করি যথেষ্ট নয়!"জীবনের সমীকরণ" তার উৎকৃষ্ট প্রমাণ! জীবনের বাস্তব চিত্ৰকে দারুন ও অনবদ্য ভাবে অংকন করেছেন সানজীদা রুমী যা প্রকাশের ভাষা আমার নেই! তার প্রতিটি লেখা ও কবিতা আমাদের অত্যন্ত প্রিয়! আলোকরেখার যাত্রা সুন্দর হোক!অনেক ভালবাসা সানজীদা রুমী আপনাকে !
ReplyDeleteসানজিদা রুমিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা ”"জীবনের সমীকরণ! আসলেও কি জীবনটা একটা অংক! হিসেবের সমীকরণ! সংসারকে অংকের সাথে তুলনা সানজিদা রুমির দারুন চিন্তা চেতনা। কবির "জীবনের সমীকরণ"জীবনের অস্বীকৃত কঠিন সত্যের প্রতিফলিত বিরল কবিতা । জীবনের হাল-চিত্র খুব অসাধারণ ভাবে তুলে ধরেছেন। শুভেচ্ছা কবি সানজিদা রুমিকে।”
ReplyDeleteসানজিদা রুমিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা ”"জীবনের সমীকরণ! আসলেও কি জীবনটা একটা অংক! হিসেবের সমীকরণ! সংসারকে অংকের সাথে তুলনা সানজিদা রুমির দারুন চিন্তা চেতনা।
ReplyDeleteআমি একমত -জীবনের অংক মেলাতে-জীবনের সমীকরণ !সানজিদা রুমি লিখেছেন এই কবিতা লিখেছেন। ভারি সুন্দর কবিতা!
ReplyDelete