নিভৃতে
নীরবে মাঝে মাঝে কবিতার
চৌহদ্দিতে এসে উঁকি-ঝুঁকি
দেয়া অনিয়মিত অজানা সুনিকেত চৌধুরীকে
সবার সাথে পরিচয় করিয়ে দেয়ার আন্তরিকতা ও ভালোবাসা প্রসূত তাড়া দিয়ে তাকে অনিয়মিত থেকে নিয়মিত করার জন্যে সানজিদা রুমির কাছে আমি চির কৃতজ্ঞতা
পাশে আবদ্ধ !কবিতায় রুবি রায়কে সুনিকেত চোধুরী যতবার যতভাবে ডেকেছে এবং ভবিষ্যতে ডাকবে
ততদিন ততবার সানজিদা রুমি আর আলোকরেখা তার সচেতন অস্তিত্বে বিরাজ করে ও করবে!আজ আলোকরেখার
৪০০,০০০ পাঠক প্রাপ্তি দিনে আমার আনন্দ আর আমার কতজ্ঞতা সানজিদা রুমির কাছে আর আলোকরেখার
সাথে থাকা পাঠকবৃন্দের কাছে!আজকের এই কবিতা আলোকেরাখাকে ঘিরে আনন্দোৎসব করা আমাদের
সবার জন্যে!
নতুন দিনের খবর।
- সুনিকেত চৌধুরী
সমুদ্রের
সবটুকু জল বাস্প হয়ে
যদি পাল্লা দেয়
ভগ্ন
হৃদয় শুধু একটি মানুষের
দুটি চোখের অশ্রুর সাথে
যদি
মহাকাশ সাক্ষী হয় বিনিদ্র
রাত্রির প্রতিটা ক্ষণের রক্ত ক্ষরণের
যদি
অনাগত সকল জীবনের সম্ভাবনার
সমাপ্তিতে
ওই
কামুক মন আর ব্যঙ্গ
না করে
যদি
তার ধমনীতে প্রবাহিত উৎকণ্ঠা
আর অপূর্ণতার
তোমায়
কথা দিতে পারি,
বন্ধ
করে দেয়া হবে, হে
আকাশ,
তোমার
দিগন্ত প্রসারিত স্বচ্ছতায় কালিমা লেপনের
কালি
তৈরীর যত কারখানা !
আর
তখন আলোর সাথে দেখা
করে
বাতাসের
প্রতিটি কণা স্বাক্ষরিত চুক্তি
হাতে
ফিরে
যাবে আস্তানায়
খবর
দেবে নতুন দিনের
নতুন
করে বাঁচার
নতুন
করে ভালোবাসার!
http://www.alokrekha.com
নতুন দিনের খবর।
ReplyDelete- সুনিকেত চৌধুরীআর।
তখন আলোর সাথে দেখা করে
বাতাসের প্রতিটি কণা স্বাক্ষরিত চুক্তি হাতে
ফিরে যাবে আস্তানায়
খবর দেবে নতুন দিনের
নতুন করে বাঁচার
নতুন করে ভালোবাসার!
একমাত্র কবি সুনিকেত এমন কথা এমন করে বলতে পারেন।
কবিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা।
আরো এমন কবিতার প্রতীক্ষায় থাকব
আলোকৱেখা পাঠক ও লেখকরা যেন একটি পবিরার !কবি সুননিকেতের লেখাই তার বড় প্রমাণ!আমরা পাঠকরা লেখা পড়ি ভাল মন্দ যাই হোক মন্তব্য করি বা কখোনো ভাল লাগলেও মন্তব্য করিনা!কিন্তু বই বা পত্রিকায় স্বনামী লেখকরা লিখেই খালশ !আর কোন আদান প্রদানের দায় নেন না!আলোকরেখার চিত্র ভিন্ন!এখানে কবি লেখকরা পাঠক ও আলকরেখার সাথে সংশ্লিষ্ট!আর লাইভ চ্যাট করার স্যুযোগ আরো গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে !অনেক ভাল থাকুন কবি!
ReplyDeleteনতুন দিনের খবর।
ReplyDelete- সুনিকেত চৌধুরী
এমন অসাধারণ ভাষায় , এমন করে নুতন দিনের খবর
দেয়ার জোন্ন কবিকে অনেক ধন্নবাদ।
অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো।
আরো কবিতার আশায় রইলাম
কবি সু্নিেকেত চৌধুরীর কবিতারা কথা বলে! তারা আশাহতদের আশার বাণী শোনায় -রুগ্নকে দেয় বল ! আকাশের বিশালতাকে তুচ্ছ বাতাসকে পাঠায় আলোর বার্তা আনতে ! এমনই কবি সুনিকেতের কবিতারা! অনেক ভালবাসা কবি!
ReplyDelete"তোমায় কথা দিতে পারি,
ReplyDeleteবন্ধ করে দেয়া হবে, হে আকাশ,
তোমার দিগন্ত প্রসারিত স্বচ্ছতায় কালিমা লেপনের
কালি তৈরীর যত কারখানা !"
কবি সুনিকেত , এমন করে এমন কথা বলার জন্নো তোমায়
ধন্নবাদ। বেঁচে থাকো কবি , আর উপহার দিতে থাকো তোমার
পাঠকদের এমন আরো অনেক কবিতা।
কবিকে অনেক শুভেচ্ছা ,আর অভিনন্দন
কবি সু্নিেকেত চৌধুরীর নতুন দিনের খবর। কবিতায় তিনি নতুন দিনের কথা লিখেছেন!জানিয়েছেন আশার বাণী !প্রয়োজনে আকাশের বুকে কালিমা লেপণ করে কবি সুনিকেত আনবেন নতুন দিনের সুর্য্য বাতাসের কাছে তার আওভান! অনেক ভালবাসা কবি!
ReplyDeleteকবি সু্নিেকেত চৌধুরীর নতুন দিনের খবর। দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete"তোমার দিগন্ত প্রসারিত স্বচ্ছতায় কালিমা লেপনের
ReplyDeleteকালি তৈরীর যত কারখানা !"
নুতন দিনের খবর ,
কবি সুনিকেত চৌধুরীকে অনেক জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
আরো এমন কবিতার জন্নো অনুরোধ করছি।
ভালো থাকবেন
কবি সু্নিেকেত চৌধুরীর নতুন দিনের খবর! খুব ভাল লাগলো কবিতাখানি! এমন চাওয়া কি সবাই চাইতে পারে? কি দারুণ উপলব্ধি ! মনকে সত্বাকে নাড়া দেয় প্রবল ভাবে ~ এমন চাওয়া সবাই যদি চাইতাম অন্যের জন্য পৃথিবীটা স্বর্গ হত কবি!অনেক ভাল থাকবেন!
ReplyDeleteসুনিকেত চৌধুরী ,তোমার খবর কবিতা "নুতন দিনের খবর "
ReplyDeleteমনে জাগায় নুতন আশা আর আলোর সম্ভাবনা ,নুতন
করে বাঁচাতে স শেখায় , মনে হয় আবার শুরু কো করি শূন্য থেকে ,
আবার ভালোবাসি নুতন করে , কবির কবিতায় কে যেন
হাতছানি দেয় কোন আনন্দলোক থেকে।
কবিকে আমার প্রানঢালা ভালোবাসা।
- সুনিকেত চৌধুর
ReplyDeleteআর "নুতন দিনের খবর "
তখন আলোর সাথে দেখা করে
বাতাসের প্রতিটি কণা স্বাক্ষরিত চুক্তি হাতে
ফিরে যাবে আস্তানায়
খবর দেবে নতুন দিনের
নতুন করে বাঁচার কবিতা সু্নিেকেত চৌধুরীর "নতুন দিনের খবর।" দারুন অনবদ্য কবিতা, অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা! আবাহন নতুন দিনের! অসাধারণ কবিতা ! ভালোবাসা আর শুভেচ্ছা রইল !
নতুন দিনের খবর।
ReplyDelete- সুনিকেত চৌধুরী
"তোমায় কথা দিতে পারি,
বন্ধ করে দেয়া হবে, হে আকাশ,
তোমার দিগন্ত প্রসারিত স্বচ্ছতায় কালিমা লেপনের
কালি তৈরীর যত কারখানা !"
কবি সুনিকেত , এমন করে এমন কথা বলার জন্নো তোমায় ধন্যবাদ
বেঁচে থাকো কবি , আর উপহার দিও আমাদের এমন আরো অনেক কবিতা।
কবি সু্নিেকেত চৌধুরীর নতুন দিনের খবর।
ReplyDeleteআবারো দারুন অনবদ্য কবিতা। দারুন ভাব !
চমত্কার উপমা! শব্দের মুক্ত মালা ! আবাহন নতুন দিনের !
আরো এমন কবিতার জন্নো অনুরোধ করছি। ভালো থাকবেন,
কি বলে অভিনন্দন জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না।
আরো এমন কবিতার জন্নো অনুরোধ করছি।
অনেক প্রানঢালা ভালোবাসা রইলো
ভালো থাকবেন
- সুনিকেত চৌধুরী
ReplyDelete"তখন আলোর সাথে দেখা করে
বাতাসের প্রতিটি কণা স্বাক্ষরিত চুক্তি হাতে
ফিরে যাবে আস্তানায়
খবর দেবে নতুন দিনের
নতুন করে বাঁচার
নতুন করে ভালোবাসার!"
অসাধারণ ভাষায় , এমন করে নুতন দিনের খবর
দিয়ে কবি আমাদের নুতন আসার এল দেখিয়েছেন।
কবিকে অনেক শুভেচ্ছা
সুনিকেত চৌধুরী , "নুতন দিনের খবর "
ReplyDeleteপ্রানে জাগায় নুতন আশা আর আলোর সম্ভাবনা ,নুতন
করে চলতে শেখায় , মনে হয় আবার শুরু করি শূন্য থেকে ,
আবার ভালোবাসি নুতন করে , কবির কবিতায় কে যেন
হাতছানি দেয় কোন এক আনন্দলোক থেকে। সত্ত সুন্দরের পথ দেখায়।
অসাধারণ কবিতা ! প্রানঢালা ভালোবাসা আর শুভেচ্ছা কবিকে
.
সুনিকেত চৌধুরী
ReplyDeleteএমন অসাধারণ ভাষায় , এমন করে নুতন দিনের খবর
দেয়ার জোন্ন কবিকে অনেক ধন্নবাদ।
"তোমায় কথা দিতে পারি,
বন্ধ করে দেয়া হবে, হে আকাশ,
তোমার দিগন্ত প্রসারিত স্বচ্ছতায় কালিমা লেপনের
কালি তৈরীর যত কারখানা !"
কবি সুনিকেত , এমন করে এমন কথা বলার জন্নো তোমায়
ধন্নবাদ। বেঁচে থাকো কবি , উপহার দিতে থাকো তোমার
পাঠকদের অনেক কবিতা।