আলোকরেখার ৪০০,০০০ পাঠক
প্রিয়তা !
শুধুমাত্র সম্পাদকের শারীরিক অসুস্থতাই নয় তারচেয়ে বড় প্রতিকূলতা যেটা ছিল সেটা হচ্ছে তাঁর জীবনেরওপর হুমকি আসা!এই
দু'টো প্রতিবন্ধকতাকে
যদি বিবেচনায় নেই তাহলে আলোকরেখার
আজকে ৪০০,০০০
পাঠককের প্রিয় হবার মাইল ফলকে পৌঁছে যাওয়াটা আমরা সবাই মিলে "সত্য ও সুন্দরের জয়" হিসেবে উদযাপন করতে পারি !
কখনও
যদি ভুল
করেও সম্পাদক
ইঙ্গিতে বলার
চেষ্টা করেন
যে সবটা
তাঁর একার
তাহলে আপনারা
পাঠক, লেখক,
সমালোচক, নিন্দুক
-সবাই
মিলে স্মরণ করিয়ে দেবেন,বলবেন,"আমরা আছি
বলেই, আমরা
আসি বলেই,
আমরা পড়ি
বলেই আলোকরাখা
আছে !" আর সেইসাথে আর একটা
কথা যোগ
করে দেবেন
বলে আশা
করছি ,"আমরা আলোকরেখার সাথে থাকবো!"পাঠককের প্রিয় হবার মাইল ফলকে পৌঁছে যাওয়াটা আমরা সবাই মিলে "সত্য ও সুন্দরের জয়" হিসেবে উদযাপন করতে পারি !
সত্য ও সুন্দরের
জয় হোক!
সানজিদা রুমি।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
আমি আলোকরেখার কাছে কৃতজ্ঞ আলোকরেখা আমার মতো লেখককে সম্বৃদ্ধ করেছে
ReplyDeleteবহু অনলাইন ওয়েবসাইট আছে কিন্তু পাঠকদের উদ্দেশ্যে কেউ পোস্ট দেয় না বা কথোপথন করে করে না। সবগুলো ওয়েবসাইটে বা ব্লগ ও পাঠকের মাঝে একটা সাইন ইন ও ইমেইলের একটা অস্বচ্ছ দেওয়াল থাকে। এই প্রথম আলোকরেখায় পাঠক লেখক কবি সানজিদা রুমি মাঝে এক সেতু বন্ধন তৈরী করেছে। তাই আলোকরেখার এতো অল্প সময়ে এত জনপ্ৰিয়তা লাভ করেছে। আমরা আলোকরেখার সাথে থাকবো !সত্য ও সুন্দরের জয় হোক!জয় হোক আলোকরেখার!
ReplyDeleteআলোকরেখা ও পাঠকের সাথে এই যে এক সরাসরি মেল্ -বন্ধন এতো অল্প সময়ে এত জনপ্ৰিয়তা লাভ করেছে। আমরা আলোকরেখার সাথে আছি - থাকবো !গঠনমূলক সমালোচনা করি- করবো এবং আলোকরেখায় আলোকিত থাকতে চাই।চাই দীপ্ত প্রজ্ঞার অন্বেষণ।
ReplyDeleteআলোকরেখা অল্প সময়ে এত জনপ্ৰিয়তা লাভ করেছে তার বিশেষ কারণ হচ্ছে এতো প্রতিকূলতায়ও এর মান বজায় রাখা ও প্রতি ব্যাপারে পাঠকদের সাথে আলোচনা করা। এবং তাদের উদ্দেশ্যে বার্তা পোস্ট করা। আলোকরেখা আমাদের তাই যতদিন আমরা আছি ততদিন আলোকরেখা থাকবে! জয় হোক আলোকরেখার ! কারণ সত্য ও সুন্দরের জয় সব সময় হয়।
ReplyDelete