আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সত্য ও সুন্দরের জয় হোক! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সত্য ও সুন্দরের জয় হোক!


    আলোকরেখার  ৪০০,০০০ পাঠক প্রিয়তা !

    শুধুমাত্র সম্পাদকের শারীরিক অসুস্থতাই নয় তারচেয়ে বড় প্রতিকূলতা যেটা ছিল সেটা হচ্ছে তাঁর জীবনেরওপর হুমকি আসা!এই দু'টো প্রতিবন্ধকতাকে যদি বিবেচনায়  নেই তাহলে আলোকরেখার আজকে ৪০০,০০০
    পাঠককের প্রিয় হবার মাইল ফলকে পৌঁছে যাওয়াটা আমরা সবাই মিলে "সত্য সুন্দরের জয়" হিসেবে উদযাপন করতে পারি !
    কখনও যদি ভুল করেও সম্পাদক ইঙ্গিতে বলার চেষ্টা করেন যে সবটা তাঁর একার তাহলে আপনারা পাঠক, লেখক, সমালোচক, নিন্দুক -সবাই  মিলে স্মরণ করিয়ে দেবেন,বলবেন,"আমরা আছি বলেই, আমরা আসি বলেই, আমরা পড়ি বলেই আলোকরাখা আছে !" আর সেইসাথে আর একটা কথা যোগ করে দেবেন বলে আশা করছি ,"আমরা আলোকরেখার সাথে থাকবো!"

    সত্য সুন্দরের জয় হোক!
    সানজিদা রুমি  


    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    4 comments:

    1. আমি আলোকরেখার কাছে কৃতজ্ঞ আলোকরেখা আমার মতো লেখককে সম্বৃদ্ধ করেছে

      ReplyDelete
    2. সিরাজ সালেহীনSeptember 4, 2017 at 10:47 AM

      বহু অনলাইন ওয়েবসাইট আছে কিন্তু পাঠকদের উদ্দেশ্যে কেউ পোস্ট দেয় না বা কথোপথন করে করে না। সবগুলো ওয়েবসাইটে বা ব্লগ ও পাঠকের মাঝে একটা সাইন ইন ও ইমেইলের একটা অস্বচ্ছ দেওয়াল থাকে। এই প্রথম আলোকরেখায় পাঠক লেখক কবি সানজিদা রুমি মাঝে এক সেতু বন্ধন তৈরী করেছে। তাই আলোকরেখার এতো অল্প সময়ে এত জনপ্ৰিয়তা লাভ করেছে। আমরা আলোকরেখার সাথে থাকবো !সত্য ও সুন্দরের জয় হোক!জয় হোক আলোকরেখার!

      ReplyDelete
    3. আলোকরেখা ও পাঠকের সাথে এই যে এক সরাসরি মেল্ -বন্ধন এতো অল্প সময়ে এত জনপ্ৰিয়তা লাভ করেছে। আমরা আলোকরেখার সাথে আছি - থাকবো !গঠনমূলক সমালোচনা করি- করবো এবং আলোকরেখায় আলোকিত থাকতে চাই।চাই দীপ্ত প্রজ্ঞার অন্বেষণ।

      ReplyDelete
    4. পাঠক সমাবেশ #শাহবাগ #আজিজমার্কেটSeptember 4, 2017 at 11:05 AM

      আলোকরেখা অল্প সময়ে এত জনপ্ৰিয়তা লাভ করেছে তার বিশেষ কারণ হচ্ছে এতো প্রতিকূলতায়ও এর মান বজায় রাখা ও প্রতি ব্যাপারে পাঠকদের সাথে আলোচনা করা। এবং তাদের উদ্দেশ্যে বার্তা পোস্ট করা। আলোকরেখা আমাদের তাই যতদিন আমরা আছি ততদিন আলোকরেখা থাকবে! জয় হোক আলোকরেখার ! কারণ সত্য ও সুন্দরের জয় সব সময় হয়।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ