আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও সোনার সিন্দুক মেহরাব রহমান ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    সোনার সিন্দুক মেহরাব রহমান







    সোনার সিন্দুক

    মেহরাব রহমান

    কিচিরমিচির পাখিডাকা ভোর
    ধীরলয়ে প্রবাহিত জীবনকোলাহল
    জাগছে নীলাম্বর নীল আনন্দবিষ
    আমি জেনেশুনে বিষ করেছি পান
    ঐযে ঐখানে শুয়ে আছে বিলুপ্ত নগর
    বিস্ময়কর চাঁদ চন্দ্রিমা;
    স্বপ্নের ভেতর স্বপ্নঘর
    ঘরের ভেতর সোনার সিন্দুক
    তালাচাবি আঁটা আমার পদ্মফুল অন্তর
    স্মৃতির দেরাজে এইমাত্র তুলে রেখেছি বিম্বিত
    এক অতিপ্রাকৃতিক শহর
    স্বপ্ন বিচ্ছেদ ছিল 
    তাই হয়তো চাঁদেরকণার সাথে
    জেগেছি রাতভর
    এখন পরিষ্কার আকাশ
    ঝুলবারান্দার অবকাশ
    সোনালী সকাল
    এককাপ স্বর্ণাভ চা
    চুমুকে চুমুকে মাতাল 
    আমি এক আকণ্ঠ মদ্যপ
    বিভক্তি বিভাজনে
    খুচরো পয়সার মতো
    ছড়িয়ে ছিটিয়ে যাওয়া মনটাকে
    এই অমৃত চায়ের জল  
    আবার তুলে নিলো বুকপকেটে
    এখন করটির ভেতর উন্মাদনা
    খেলা করে এক অধরা দিবস
    অতএব এবং অথবা এবং
    এবং এবং এবং
    আমার প্রিয়
    সঙ্গে চাই
    কড়কড়ে মচমচে গনগনে
    এইমাত্র আগুনে ঝলসানো
    পোড় খাওয়া
    নতজানু প্রার্থনা,উপাসনা
    কিংবা পূজার অর্ঘ্য
    অপূর্ব যা পূর্বে কখনও ঘটেনি
    তেমনি শেষবারের মত
    দগ্ধ,তপ্ত,অম্লমধুর
    দীর্ঘ দীর্ঘ দীর্ঘ
    সত্যিকার চুমুর মত চুম্বন
    আমি চাই প্রিয় নীলয় গহণে
    এঁকে দাও তুমি
    রক্তজবা ক্ষত চিহ্ন
    ক্ষতিকি ভেসে যাব আমি
    ঘনো কালো গাঢ় অন্ধকারে
    হতে পারে মেঘে ঢাকা আকাশ
    তবুও আমি মহাশূণ্যে 
    আলোর মেলায়
    তোমাকে নিয়ে ভাসবো
    আরবার বারবার
    যখন তুমি নীলাম্বর নীলবিষ
    সোনালী সকাল
    পাখিডাকা ভোর
    বিস্ময়কর সোনার সিন্দুক
    যখন তুমি নিমগ্ন প্রার্থনায়
    এঁকে দেবে আমার খুব গাঢ় অন্ধকারে
    রক্তজবা চুম্বন
    তখন চুমুকে চুমুকে মাতাল আমি 
    আমি এক মদ্যপ
    তোমাকে সহ আকণ্ঠ পান করবো
    দীর্ঘ দীর্ঘ একটি সুদীর্ঘ সুবর্ণ সকাল

    সোমবার, ৩১ জুলাই, ২০১৭
    টরন্টো
    http://www.alokrekha.com

    13 comments:

    1. মাহবুব সালেহীনSeptember 6, 2017 at 3:20 PM

      মেহরাব রহমানের "সোনার সিন্দুক " কবিতা পড়ে অনেক ভাল লাগলো। প্রতিটি শব্দ হৃদয় নিংড়ানো,দক্ষ ও নৈপুণ্য ভাষা।প্রগাঢ় প্রাণবন্ত ধারার লেখা। অনুরঁজন শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা কবি মেহরাব রহমান আর আলোকরেখাকে অনেক ধন্যবাদ

      ReplyDelete
    2. অপলা মজুমদারSeptember 6, 2017 at 4:26 PM

      কি অদ্ভুত অপূর্ব সুন্দর শব্দের খেলা। অভিনব ব্যঞ্জন ভাবের আদান। দারুন প্রতিভার কবি ! সোনার সিন্দুকে প্রাচুর্য্যের কবিতার সম্ভার! আলোকরেখাকে ধন্যবাদের অন্ত নেই এই সোনার সিন্দুকের সন্ধান দেবার জন্য। কবি মেহরাব রহমানের কবিতায় আলোকিত হলাম ! ভালো আরো ভাল লিখুন! আরো ভাল থাকবেন ! অপলা মজুমদার

      ReplyDelete
      Replies
      1. মারুফ হোসেন - জাহাঙ্গীরনগরSeptember 6, 2017 at 5:11 PM

        হাবীব ভাই শুধু আপনিই নন এ মাতাল হাওয়া এখানেও ! সত্যিই দারুন উপমা প্রেমে টইটুম্বুর! আমরা সবাই চিন্তায় আছি কে কার আগে সোনার সিন্দুক খুলবে ! এই কবিতা দিয়েই বাজিমাত !

        Delete
    3. আহসান হাবীব - ঢাকা বিশ্ববিদ্যালয়September 6, 2017 at 4:55 PM

      "তোমাকে সহ আকন্ঠ পান করে দীর্ঘ দীর্ঘ  একটি সুদীর্ঘ সুবর্ণকাল" কথায় শব্দে ভাবে অনন্য! এমন কবিতা সোনার সিন্দুকেই মানায় ! প্রেম ভাবে মদ্যপ কবি! আর আমাদেরও মাতাল করলেন কবি মেহরার রহমান?

      ReplyDelete
    4. অনামিকা মজুমদারSeptember 6, 2017 at 5:09 PM

      মেহরাব রহমানের "সোনার সিন্দুক " এমন একজন কবির পক্ষেই প্রকৃতিকে এমন ভাবে দেখা ও এমনভাষায় প্রকাশ করা সম্ভব। চমত্কার , যত প্রশংসা করি কম হবে।
      কবিকে অনেক অভিনন্দন আর শুভেচ্ছা। ভালো থাকবেন। আরো এমন অন্তর ছোয়া কবিতার অপেখ্যায় রইলাম

      ReplyDelete
    5. মেহরাব রহমানের "সোনার সিন্দুক " কবিতা পড়ে মনটা জুড়িয়ে গেল। প্রতিটি শব্দ হৃদয় কে ছোয়া ,চমত্কার ভাষা। অপূর্ব শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা আর ভালোবাসা

      ReplyDelete
    6. নাসরিন জাহানSeptember 6, 2017 at 5:56 PM

      প্রকৃতি , প্রেম - আরাধনা ও জাগতিক বস্তুর তুলনায় উদাহরনে কবি মেহরাব রহমানের কবিতা অনন্য মাত্রা দান করে!শুধু ভাব বা শব্দ নিয়ে রচিত নয়! কবিতার সকল গুণ বিদ্যমান তাঁর কবিতায়! তাঁর প্রতিটি কবিতায় চমক থাকে সোনার সিন্দুক অনন্য রচনা! অনেক ধন্যবাদ কবি! শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    7. আল্পনা বন্দোপাধ্যায়September 6, 2017 at 5:58 PM

      কি অপরূপ সুন্দর শব্দের মেলা । কবিতাটি কত অপূর্ব ভাবে ভরা !এই কবিতা সোনার সিন্দুকে মানায়। কবিতাটি পড়লে মনটা কোথায় যেন হারিয়ে যায়। কবিকে অনেক অভিনন্দন আর ধন্যবাদ। অনেক শুভেচ্ছা রইলো

      ReplyDelete
    8. কবি মেহরাব রহমানের কবিতায় সকল গুণ বিদ্যমান!তাঁর প্রতিটি কবিতা অনবদ্য সোনার সিন্দুক অনন্য রচনা!অনেক ধন্যবাদ কবি!শুভেচ্ছা রইল!

      ReplyDelete
    9. শর্মিষ্ঠা মুখোপাধ্যায়September 6, 2017 at 6:30 PM

      “মেহরাব রহমানের "সোনার সিন্দুক " কবিতা পড়ে ভাবনার জগতে হারিয়ে গেলাম । ঋদয় ছোয়া ভাষা আর ভাবনা , সুন্দর শব্দ চয়ন । শুভেচ্ছা আর ভালোবাসা রইলো। আগামী কবিতাটা দিতে বেশি দেরি করবেন না যেন। অধীর অপ্পখায়ে রইলাম

      ReplyDelete
    10. মেহরাব রহমানের "সোনার সিন্দুক " প্রতিটি শব্দ মনের গভীরে পৌঁছে যায়। কি ,অসাধারণ ভাষা। তুলনাহীন শব্দ চয়ন । অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন

      ReplyDelete
    11. চিত্রা লাহেড়ীSeptember 8, 2017 at 10:14 PM

      সোনার সিন্দুক

      মেহরাব রহমান

      "কিচিরমিচির পাখিডাকা ভোর
      ধীরলয়ে প্রবাহিত জীবনকোলাহল
      জাগছে নীলাম্বর নীল আনন্দবিষ
      আমি জেনেশুনে বিষ করেছি পান
      ঐযে ঐখানে শুয়ে আছে বিলুপ্ত নগর
      বিস্ময়কর চাঁদ চন্দ্রিমা;
      স্বপ্নের ভেতর স্বপ্নঘর
      ঘরের ভেতর সোনার সিন্দুক"
      কি দারুন শব্দ চয়ন ,
      অসাধারণ ভাষা।
      কবিকে ধন্যবাদ আর ভালোবাসা

      ReplyDelete
    12. সুহৃদ পাঠক বন্ধুরা
      আপনাদের সকলের ভাললাগা আমাকে আরও ভাল কবিতা লেখায় উৎসাহ দেয়
      আপনাদের সুন্দর মন্তব্যের জন্যে আমি কৃতজ্ঞ

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ