আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও তখনই এই গল্পের শুরু- বিমল গুহ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    তখনই এই গল্পের শুরু- বিমল গুহ

    তখনই এই গল্পের শুরু-

    বিমল  গুহ

    বাইরে যখন অঝোর ধারা ঝরে
    ঘনিয়ে এল যখন মেঘের মায়া
    ডাকল আকাশ শীতল স্পর্শ করে
    ঠিক তখনই এই গল্পের শুরু-
    ঠিক তখনই মন টেঁকে না ঘরে .
    সব কথা, কাজ, হিসেব নিকেশ ছেড়ে

    নীরবে ঘাঁটবে বেদনার মালা খানি
    চারপাশ যেই জলরঙে আঁকা ছবি
    অমনি সে মেয়ে আপনার মুখোমুখি
    কি যেন নেই, কি যেন হয়নি পাওয়া
    নিজেও জানে না, জানেনি সে কোন দিনই
    বর্ষা কেন যে বেদনার তার কাছে
    নিয়মতে চলা ছত্রখান
    গভীরে এমন কাঙালপনাও আছে?
    যাহোক এমনি কেটে যাচ্ছিল দিন
    পাপস্থলন হয়ে যাচ্ছিল বেশ
    কেবল বৃষ্টি ঝরাতে আড়াল খোঁজা
    এবং ভাবনা- না যেন থাকে রেশ
    এমন সময় অবেলায় এলে তুমি
    নিঃসংকোচে বাড়িয়ে দিলে দুহাত
    বুকের ভিতর দুরন্ত নদী জাগে
    উদ্দাম হয়ে ছেড়ে যায় মরা কাঠ
    এমনি করেই আকুল ছন্দে মেতে
    বর্ষা হল অকারণ খুশি দিন
    মেঘ গুলো হল নির্বার ছায়া ছায়া
    কারও কাছে নেই বেদনার কোন ঋণ
    আমার বর্ষা তোমাকেই পেতে চায়
    মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
    বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
    এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে



     http://www.alokrekha.com

    12 comments:

    1. মিতালি রায়September 7, 2017 at 11:57 AM

      তখনই এই গল্পের শুরু-দারুন ভালো লাগলো ! কবিতায় গল্প বলা কবি বিমল গুহ-এর বৈশিষ্ট! প্রচলিত ও সহজ ভাষায় লেখা কবিতাকে অনন্য করেছে ! খুবই চমত্কার ও অনবদ্য।

      ReplyDelete
    2. মৃন্ময়ীSeptember 7, 2017 at 12:08 PM

      বাংলার কবি বিমল গুহ ! এপার বাংলা ওপর বাংলায় তিনি খ্যাত তাঁর লেখনী শক্তির মাধ্যমে।তখনই এই গল্পের শুরু- আমার পড়া হয়নি ! সম্ভবত এটা তাঁর নতুন লেখা কবিতা আলোকরেখায় পেলাম !দারুন ভালো লাগলো কবিতাখানি পড়ে। বরাবরের মতোই অনিন্দ্য,অনবদ্য ও হৃহয়গ্রাহী লেখা যা পাঠককে আকর্ষিত করে ! অনেক ভালোবাসা কবি ও ধন্যবাদ আলোকরেখা।

      ReplyDelete
      Replies
      1. সিরাজ সালেহীনSeptember 7, 2017 at 12:28 PM

        দুই বাংলার কবি বিমল গুহ বর্ষার দিন নিয়ে লেখা এই কবিতাও অনন্য সুন্দর !" আমার" বর্ষা তোমাকেই পেতে চায় মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে"…দারুন অভিব্যক্তি !তখনই এই গল্পের শুরু- কবিতা বরাবরের মতই খুব ভালো লাগলো পড়ে।আসলেও কবি বিমল গুহের কবিতা পরিপাটি, অনিন্দনীয় ,অনবদ্য ও হৃহয়গ্রাহী লেখা যা পাঠককে আকর্ষিত করে !

        Delete
    3. পাঠক সমাবেশ #শাহবাগ #আজিজ মার্কেটSeptember 7, 2017 at 12:46 PM

      কবি বিমল গুহ খুব সংযতভাবে কবিতা লেখেন। তার কবিতায় পর্যবেক্ষণ ও সংযত ভাব আছে। সমাজের প্রতি আনুগত্য রয়েছে তার।আছে প্রকৃতি ও বর্ষার দিনের প্রেম ! তখনই এই গল্পের শুরু- কবিতার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। অন্যান্য লেখা'র সাদৃশ্যে এই কবিতাও অনন্য সুন্দর ! দারুন অভিব্যক্তি ! কবিতাটা পড়ে খুব ভালো লাগলো । কবি বিমল গুহের কবিতা অনিন্দনীয় ,অনবদ্য ও হৃহয়গ্রাহী লেখা যা পাঠক মনের তৃষ্ণা মেটায় ! আলোকরেখাকে অনেক ধন্যবাদ এই নতুন কবিতা প্রকাশ করার জন্য।

      ReplyDelete
    4. অরূপ রতনSeptember 7, 2017 at 12:54 PM

      সবাই আলোকরেখাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি জানাবো অভিনন্দন !স্বনামধন্য কবি বিমল গুহের অনন্য সুন্দর ও দারুন অভিব্যক্তিময় "তখনই এই গল্পের শুরু-" নতুন কবিতা প্রকাশ করতে পেরে আলোকরাখার মান উন্নত হয়েছে।

      ReplyDelete
    5. স্বনামধন্য কবি বিমল গুহের মাঝে একজন পরিপূর্ণ কবির প্রতিকৃতি পাই!চিৎকার করতে পারলে বা কঠিন ভাষা ও দাঁত বাংলা শব্দে ভালো কবি কিংবা লেখক হওয়া যায় না। অনন্য সুন্দর ও দারুন অভিব্যক্তিময় "তখনই এই গল্পের শুরু-" নতুন কবিতা। খুব আনন্দিত আমরা ! আলোকরেখা ও কবিকে ধন্যবাদ সহ শুভেচ্ছা !

      ReplyDelete
    6. সুন্দর কবিতা
      বেশ ভালো লেগেছে
      কবিকে প্রণাম

      ReplyDelete
    7. নিবেদিতা কর্মকারSeptember 7, 2017 at 7:32 PM

      বিমল গুহ বর্ষার দিন নিয়ে লেখা এই কবিতাটা চমত্কার।
      "সব কথা, কাজ, হিসেব নিকেশ
      ছেড়েনীরবে ঘাঁটবে বেদনার মালা খানি
      চারপাশ যেই জলরঙে আঁকা ছবি
      অমনি সে মেয়ে আপনার মুখোমুখি !
      আমার" বর্ষা তোমাকেই পেতে চায় "
      মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে। হৃহয়গ্রাহী লেখা যা পাঠককে আকর্ষিত করে !
      কবিকেই অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা

      ReplyDelete
    8. আরতি মুখারজিSeptember 7, 2017 at 8:27 PM

      তখনই এই গল্পের শুরু-
      "বিমল গুহ
      " আমার বর্ষা তোমাকেই পেতে চায়
      মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
      বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজ
      এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…"
      এমন কথা "
      কবি বিমল গুহ বলতে পারেন এমন ভাষায় এমন কথা।
      অসাধারণ ভাষা। তুলনাহীন শব্দ চয়ন ।
      অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন”

      ReplyDelete
    9. আরতি রায়September 7, 2017 at 8:39 PM

      তখনই এই গল্পের শুরু-

      বিমল গুহ


      বর্ষা হল অকারণ খুশি দিন
      মেঘ গুলো হল নির্বার ছায়া ছায়া
      কারও কাছে নেই বেদনার কোন ঋণ
      আমার বর্ষা তোমাকেই পেতে চায়
      মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
      বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
      এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…
      চমত্কার, অসাধারণ ,অপরূপ অনেক শুভেচ্ছা।
      রিদয় নিংড়ানো,
      অনেক শুভেচ্ছা।
      ভালো থাকবেন””

      ReplyDelete
    10. সুচিত্রা মিত্রSeptember 7, 2017 at 9:06 PM

      তখনই এই গল্পের শুরু-
      বিমল গুহ


      "বাইরে যখন অঝোর ধারা ঝরে
      ঘনিয়ে এল যখন মেঘের মায়া
      ডাকল আকাশ শীতল স্পর্শ করে
      ঠিক তখনই এই গল্পের শুরু-
      ঠিক তখনই মন টেঁকে না ঘরে .
      সব কথা, কাজ, হিসেব নিকেশ ছেড়ে
      নীরবে ঘাঁটবে বেদনার মালা খানি
      অনেক ভালোবাসা কবিকে ও ধন্যবাদ আলোকরেখা।

      ReplyDelete
    11. আল্পনা নন্দীSeptember 8, 2017 at 9:31 PM

      তখনই এই গল্পের শুরু-
      বিমল গুহ

      আমার বর্ষা তোমাকেই পেতে চায়
      মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
      বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
      এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…
      কি চমত্কার ভাষা, কি অপরূপ ভাব ,
      দারুন শব্দ চয়ন , যতই প্রশংসা
      করি কম হবে। কবিকে অনেক
      শুভেচ্ছা আর ধন্যবাদ

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ