তখনই এই গল্পের শুরু-
বিমল গুহ
বাইরে যখন অঝোর ধারা ঝরে
ঘনিয়ে এল যখন মেঘের মায়া
ডাকল আকাশ শীতল স্পর্শ করে
ঠিক তখনই এই গল্পের শুরু-
ঠিক তখনই মন টেঁকে না ঘরে .
ডাকল আকাশ শীতল স্পর্শ করে
ঠিক তখনই এই গল্পের শুরু-
ঠিক তখনই মন টেঁকে না ঘরে .
চারপাশ যেই জলরঙে আঁকা ছবি
অমনি সে মেয়ে আপনার মুখোমুখি
কি যেন নেই, কি যেন হয়নি পাওয়া
অমনি সে মেয়ে আপনার মুখোমুখি
কি যেন নেই, কি যেন হয়নি পাওয়া
নিজেও জানে না, জানেনি সে কোন দিনই
বর্ষা কেন যে বেদনার তার কাছে
নিয়মতে চলা ছত্রখান
গভীরে এমন কাঙালপনাও আছে?
বর্ষা কেন যে বেদনার তার কাছে
নিয়মতে চলা ছত্রখান
গভীরে এমন কাঙালপনাও আছে?
যাহোক এমনি কেটে যাচ্ছিল দিন
পাপস্থলন হয়ে যাচ্ছিল বেশ
কেবল বৃষ্টি ঝরাতে আড়াল খোঁজা
এবং ভাবনা- না যেন থাকে রেশ
পাপস্থলন হয়ে যাচ্ছিল বেশ
কেবল বৃষ্টি ঝরাতে আড়াল খোঁজা
এবং ভাবনা- না যেন থাকে রেশ
এমন সময় অবেলায় এলে তুমি
নিঃসংকোচে বাড়িয়ে দিলে দুহাত
বুকের ভিতর দুরন্ত নদী জাগে
উদ্দাম হয়ে ছেড়ে যায় মরা কাঠ
নিঃসংকোচে বাড়িয়ে দিলে দুহাত
বুকের ভিতর দুরন্ত নদী জাগে
উদ্দাম হয়ে ছেড়ে যায় মরা কাঠ
এমনি করেই আকুল ছন্দে মেতে
বর্ষা হল অকারণ খুশি দিন
মেঘ গুলো হল নির্বার ছায়া ছায়া
কারও কাছে নেই বেদনার কোন ঋণ
বর্ষা হল অকারণ খুশি দিন
মেঘ গুলো হল নির্বার ছায়া ছায়া
কারও কাছে নেই বেদনার কোন ঋণ
আমার বর্ষা তোমাকেই পেতে চায়
মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…
মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…
তখনই এই গল্পের শুরু-দারুন ভালো লাগলো ! কবিতায় গল্প বলা কবি বিমল গুহ-এর বৈশিষ্ট! প্রচলিত ও সহজ ভাষায় লেখা কবিতাকে অনন্য করেছে ! খুবই চমত্কার ও অনবদ্য।
ReplyDeleteবাংলার কবি বিমল গুহ ! এপার বাংলা ওপর বাংলায় তিনি খ্যাত তাঁর লেখনী শক্তির মাধ্যমে।তখনই এই গল্পের শুরু- আমার পড়া হয়নি ! সম্ভবত এটা তাঁর নতুন লেখা কবিতা আলোকরেখায় পেলাম !দারুন ভালো লাগলো কবিতাখানি পড়ে। বরাবরের মতোই অনিন্দ্য,অনবদ্য ও হৃহয়গ্রাহী লেখা যা পাঠককে আকর্ষিত করে ! অনেক ভালোবাসা কবি ও ধন্যবাদ আলোকরেখা।
ReplyDeleteদুই বাংলার কবি বিমল গুহ বর্ষার দিন নিয়ে লেখা এই কবিতাও অনন্য সুন্দর !" আমার" বর্ষা তোমাকেই পেতে চায় মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে"…দারুন অভিব্যক্তি !তখনই এই গল্পের শুরু- কবিতা বরাবরের মতই খুব ভালো লাগলো পড়ে।আসলেও কবি বিমল গুহের কবিতা পরিপাটি, অনিন্দনীয় ,অনবদ্য ও হৃহয়গ্রাহী লেখা যা পাঠককে আকর্ষিত করে !
Deleteকবি বিমল গুহ খুব সংযতভাবে কবিতা লেখেন। তার কবিতায় পর্যবেক্ষণ ও সংযত ভাব আছে। সমাজের প্রতি আনুগত্য রয়েছে তার।আছে প্রকৃতি ও বর্ষার দিনের প্রেম ! তখনই এই গল্পের শুরু- কবিতার জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। অন্যান্য লেখা'র সাদৃশ্যে এই কবিতাও অনন্য সুন্দর ! দারুন অভিব্যক্তি ! কবিতাটা পড়ে খুব ভালো লাগলো । কবি বিমল গুহের কবিতা অনিন্দনীয় ,অনবদ্য ও হৃহয়গ্রাহী লেখা যা পাঠক মনের তৃষ্ণা মেটায় ! আলোকরেখাকে অনেক ধন্যবাদ এই নতুন কবিতা প্রকাশ করার জন্য।
ReplyDeleteসবাই আলোকরেখাকে ধন্যবাদ জানাচ্ছে। আমি জানাবো অভিনন্দন !স্বনামধন্য কবি বিমল গুহের অনন্য সুন্দর ও দারুন অভিব্যক্তিময় "তখনই এই গল্পের শুরু-" নতুন কবিতা প্রকাশ করতে পেরে আলোকরাখার মান উন্নত হয়েছে।
ReplyDeleteস্বনামধন্য কবি বিমল গুহের মাঝে একজন পরিপূর্ণ কবির প্রতিকৃতি পাই!চিৎকার করতে পারলে বা কঠিন ভাষা ও দাঁত বাংলা শব্দে ভালো কবি কিংবা লেখক হওয়া যায় না। অনন্য সুন্দর ও দারুন অভিব্যক্তিময় "তখনই এই গল্পের শুরু-" নতুন কবিতা। খুব আনন্দিত আমরা ! আলোকরেখা ও কবিকে ধন্যবাদ সহ শুভেচ্ছা !
ReplyDeleteসুন্দর কবিতা
ReplyDeleteবেশ ভালো লেগেছে
কবিকে প্রণাম
বিমল গুহ বর্ষার দিন নিয়ে লেখা এই কবিতাটা চমত্কার।
ReplyDelete"সব কথা, কাজ, হিসেব নিকেশ
ছেড়েনীরবে ঘাঁটবে বেদনার মালা খানি
চারপাশ যেই জলরঙে আঁকা ছবি
অমনি সে মেয়ে আপনার মুখোমুখি !
আমার" বর্ষা তোমাকেই পেতে চায় "
মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে। হৃহয়গ্রাহী লেখা যা পাঠককে আকর্ষিত করে !
কবিকেই অনেক অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা
তখনই এই গল্পের শুরু-
ReplyDelete"বিমল গুহ
" আমার বর্ষা তোমাকেই পেতে চায়
মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজ
এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…"
এমন কথা "
কবি বিমল গুহ বলতে পারেন এমন ভাষায় এমন কথা।
অসাধারণ ভাষা। তুলনাহীন শব্দ চয়ন ।
অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন”
তখনই এই গল্পের শুরু-
ReplyDeleteবিমল গুহ
বর্ষা হল অকারণ খুশি দিন
মেঘ গুলো হল নির্বার ছায়া ছায়া
কারও কাছে নেই বেদনার কোন ঋণ
আমার বর্ষা তোমাকেই পেতে চায়
মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…
চমত্কার, অসাধারণ ,অপরূপ অনেক শুভেচ্ছা।
রিদয় নিংড়ানো,
অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন””
তখনই এই গল্পের শুরু-
ReplyDeleteবিমল গুহ
"বাইরে যখন অঝোর ধারা ঝরে
ঘনিয়ে এল যখন মেঘের মায়া
ডাকল আকাশ শীতল স্পর্শ করে
ঠিক তখনই এই গল্পের শুরু-
ঠিক তখনই মন টেঁকে না ঘরে .
সব কথা, কাজ, হিসেব নিকেশ ছেড়ে
নীরবে ঘাঁটবে বেদনার মালা খানি
অনেক ভালোবাসা কবিকে ও ধন্যবাদ আলোকরেখা।
তখনই এই গল্পের শুরু-
ReplyDeleteবিমল গুহ
আমার বর্ষা তোমাকেই পেতে চায়
মেঘদূত হয়ে মন আমার উড়ে চলে
বেদনা ফুরিয়ে অভিসার-সাজে সাজে
এখনতো প্রানে তৃষ্ণা মেটাবে বলে…
কি চমত্কার ভাষা, কি অপরূপ ভাব ,
দারুন শব্দ চয়ন , যতই প্রশংসা
করি কম হবে। কবিকে অনেক
শুভেচ্ছা আর ধন্যবাদ