চলে যাই চল !
- সুনিকেত চৌধুরী।
আচ্ছা, এবার নাহয় সবাই মিলে চলে যাই চল
সীমান্ত যেখানে
অনন্ত অন্তঃরীক্ষে
আর অনির্বান
কুশলতা নয় শুধুমাত্র কুলীন ব্রাহ্মণের
একচেটিয়া অধিকার।
সবাকার সন্তর্পন
একনিষ্ঠতা যেখানে পুরস্কৃত,
গৌরবের পাদটীকা
যেখানে অহর্নিশ অবহেলায় পড়ে থাকে
সস্তা বাজারের
দোকানে দোকানে !
যেখানে শুধু হয়
কেনা-বেচা হৃদয়ের নীরবতা
খাঁটি সোনার দরে!
http://www.alokrekha.com
আলোকরেখাকে কি বলে ধন্যবাদ জানাবো ভাষা খুঁজে পাচ্ছি না। এতদিন পর আমার প্রিয় কবির কবিতা পেলাম। আমার অনুরোধ রাখার জন্য আলোকরেখাকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteঅনুরোধ রাখার জন্য আলোকরেখাকে অনেক ধন্যবাদ।বহুদিন বাদে আমাদের প্রিয় কবির কবিতা পেলাম। একটি কথা বলতে চাই কবি সুনিকেটের তুলনা কবি নিজে। অনেক ভালো বাসা আর শুভেচ্ছা। আর যেন আমাদের এমন বঞ্চিত করবেন না।
ReplyDeleteঅনেক ভালো বাসা আর শুভেচ্ছা প্রিয় কবি। আর যেন আমাদের এমন বঞ্চিত করবেন না। এতদিন কথায় ছিলেন ? আমাদের কথা কি মনে হয়নি? পথ আকিঞ্ছন! দৃষ্টি ছিল অব্রুদ্ধ।আলকরেখা পড়া হয়নি। এনম হহাশ আর করবেন না কবি ।এতটুকুই আশা ।
ReplyDelete"যেখানে শুধু হয় কেনা-বেচা হৃদয়ের নীরবতা খাঁটি সোনার দরে! " যথোচিত, প্রশংসনীয় কথা কেবল প্রিও কবি সুনিকেতের কলম দিয়েই বেরুয়।আর যেন আমাদের এমন সুন্দর ভাব ও কথার বঞ্ছনা করবেন না। সতিই কি আমাদের কথা মনে হয়নি? অনেক ভালোবাসা আর শুভেচ্ছা প্রিয় কবি।
ReplyDeleteচলে যাই চল !
ReplyDelete- সুনিকেত চৌধুরী।
পরলাম, ছমতকার লাগ্লো
কবিকে ধন্নবাদ
বহুদিন পর কবি সুনিকেতের কবিতা পেলাম। খুব ভাল লাগলো পড়ে । বরারবরের মত শক্ত জোরাল বক্তব্য।"আচ্ছা, এবার নাহয় সবাই মিলে চলে যাই চল সীমান্ত যেখানে অনন্ত অন্তঃরীক্ষে অনির্বান কুশলতা নয় শুধুমাত্র কুলীন ব্রাহ্মণের একচেটিয়া অধিকার"। আলকরেখাকে অনেক ধন্যবাদ ও কবি প্রানঢালা ভালবাসা
ReplyDeleteকবি সুনিকেতের কবিতা পেলাম। খুব ভাল লাগলো পড়ে । কি চমৎকার ভাষা। প্রানঢালা ভালবাসা
ReplyDeleteকবি শুনিকেত। আমারা তাঁর লেখা কবিতা আলোকরেখায় পড়তে চাই । ” প্রানঢালা ভালবাসা কবিকে
ReplyDeleteকবি শুনিকেত , কত দিন পড়ে ফিরে এলে। আর যেও না হারিয়ে
ReplyDeleteKobi Shuniket, came back after long time.
ReplyDeleteMissed you
কবি শুনিকেত , অনেক খুঁজেছি এতো দিন তোমাকে। কবিরা মাঝে মাঝে হারিয়ে যেতে
ReplyDeleteপছন্দ করে। ফিরে আসার জন্য ধন্যবাদ
Shuniket, where did you disappear ? Thanks for coming back with a wonderful poem. Best wishes and love.
ReplyDeleteকি চমৎকার খবর। কবি শুনিকেত আবার আলোকরেখায় ফিরে এসেছে।
ReplyDeleteকবিকে ধন্যবাদ আর ভালোবাসা
চলে যাই চল !
ReplyDelete- সুনিকেত চৌধুরী।
আচ্ছা, এবার নাহয় সবাই মিলে চলে যাই চল
সীমান্ত যেখানে অনন্ত অন্তঃরীক্ষে
আর অনির্বান কুশলতা নয় শুধুমাত্র কুলীন ব্রাহ্মণের
একচেটিয়া অধিকার।
কি চমৎকার ভাষা।
কবিকে সাধুবাদ
We miss Shuniket . Arokrekha's jewell in the
ReplyDeletecrown.
আচ্ছা, এবার নাহয় সবাই মিলে চলে যাই চল
ReplyDeleteসীমান্ত যেখানে অনন্ত অন্তঃরীক্ষে ,
কি অসাধার ভাষা , অপরূপ চিন্তা।
কবিকে অভিনন্দন
Nice poem by Shuniket after long time.
ReplyDeleteThanks to publisher and best wishes to poet