ড্যানফোর্থ থেকে অনেক দূরে !
- আশরাফ আলী
বলি বলি করেও যে কথাটা বলা হয়নি এতটা কাল
তোমাদের কাছে সেকথা বলার সময় হয়েছে আজ।
বদলে যাওয়া এই আমির সাথে কানাডার মাটিতে সদ্য পা রাখা
সেদিনের সেই আমির মিল যে পাইনা কোনো!
স্বভাবের বদল নাকি ফল মাটি বদলের - খুঁজে ফিরি অহর্নিশ !
আকাশের কোটি তারা সাক্ষী
সাক্ষী যত ভগ্ন হৃদয় আর চলমান যাত্রী সকল
ক্ষমা চাই সবার কাছে ! ক্ষমা চাই তোমার কাছে !
শপথের সবটুকু হলোনা পূরণ বলে অচ্ছুৎ হয়েছি, হয়েছি অপারক
গোপন এই তথ্য পুষে রেখে বুকের ভেতর
দিন যাপনের খেলা ভালো লাগেনা আর!
চলে যেতে চাই অন্য কোথাও !
তোমাকে সাক্ষী রেখে তোমার নাম বাজী ধরে
তোমারি পথ অনুসরণ করে
এই যে পথ চলা, এই যে অভিনয় -
এর চেয়ে ভালো হতো হারিয়ে যদি যাওয়া যেতো
জনতার সমুদ্রে, ড্যানফোর্থ থেকে অনেক দূরে
!
http://www.alokrekha.com
আলোকরেখায় কয়েকদিন ধরে বেশ চমক। এই জন্যি আমারদের আলোকরেখা পড়তে দেখতে ভালো লাহে। আমার সাথে আশা করি অনেকেই সহমত পোষণ করবেন এখানে আমরা মনের খোরাক পাই। অন্যান্য জায়গায় কতক বেশি রান্না- বান্না -বাংলাদেশের রাজনীতি ,ফ্যাশন শো ইত্যাদি থাকে। তবে প্রজ্ঞার এই অন্বেষণ ও চেতনা আমাদের বারংবার আলোকরেখার দিকেই ধাবিত করে। আলোকরেখার পথ আরো মসৃন হোক এই কামনা সর্বদা। শুভ দীপাবলি।
ReplyDeleteঅনেক হৃদয়গ্রাহী লেখা। কবিত্ব ই আমিত্ব। অভিমান ও ভালবাসা দুই প্রকাশিত সমানভাবে এই কবিতায়। দারুন ভালো লাগলো। তবে আমাদের শেকড়ের টানে বার বার ফিরে আসতেই হবে এখানে -যতদূরে-ই যাই না কেন।
ReplyDelete