দূরত্ব
সায়ন্তন ঘোষ
দূরত্ব যাঁচে কে ? তুমি না আমি ..
অঙ্কের সমাধানেই প্রশ্নের সুবিচার ..
আদপে এক মায়াবী মোহময়ী
হিসেবে করে চলেছে অবিরাম দুর্নিবার !!
অঙ্কের সমাধানেই প্রশ্নের সুবিচার ..
আদপে এক মায়াবী মোহময়ী
হিসেবে করে চলেছে অবিরাম দুর্নিবার !!
মাইল গজ অথবা দড়ির ছদ্মবেশে
তফাতে রাখে তোমার থেকে আমায়
প্রমান দিয়ে যায় এমনি ভরা এজলাসে
শেষ শুনানির আগে দাঁড়িয়ে কাঠগড়ায় !!
শেষ শুনানির আগে দাঁড়িয়ে কাঠগড়ায় !!
যে ফুলের গন্ধে তুমি দিকবিদিক যেতে ভুলে
সেই ফুলের স্বপ্নে রোজ ঘুম ভাঙে ..
নিদ্রাবিহীন রাত, তবু খোঁজে বেপরোয়া অকূলে
সাঁতার দিয়ে যায় রোজ মরা গাঙে !!
সেই ফুলের স্বপ্নে রোজ ঘুম ভাঙে ..
নিদ্রাবিহীন রাত, তবু খোঁজে বেপরোয়া অকূলে
সাঁতার দিয়ে যায় রোজ মরা গাঙে !!
তোমার টানে ক্রোশ পথ পেরিয়ে যেতে পারি
যদি ভুলে যাও কঠিন অঙ্কের তত্ব ..
শিলালিপি দেখায় সাদা হরফে কয়েক ফোটা কালি
আসলে তো মন টাই বাড়িয়ে চলে দূরত্ব !!
যদি ভুলে যাও কঠিন অঙ্কের তত্ব ..
শিলালিপি দেখায় সাদা হরফে কয়েক ফোটা কালি
আসলে তো মন টাই বাড়িয়ে চলে দূরত্ব !!
খুবই সুন্দর কথাগুলো। একেবারে হৃদয় নিংড়ানো। বহুদিন পর আলোকরেখায় এমন লেখা পেলাম।
ReplyDeleteআসলেও বহুদিন পর আলোকরেখায় এমন লেখা পেলাম।আজকাল আলোকরেখায় আগের মত লেখা না পেয়ে হতাশ হয়েছিলাম। এই লেখাটা পেয়ে কিছুটা আশ্বাস ফিরে পেলাম।আলোকরেখার কাছে আমাদের আশা অনেক। শুভ কামনা রইল।
ReplyDeleteখুব ভালো লাগলো কবিতাখানি পড়ে। বেশ হৃদয়ের কাছাকাছি।আলোকরেখায় আজকাল ভালো তেমন লেখা পাই না বললেই চলে। এই লেখা মুগ্ধ করা। অনেক শুভ কামনা।
ReplyDelete