দিগন্তের হাতছানি
ফাহমিদা বারী
ছোটবেলা থেকেই--
এক অদ্ভূত স্বপ্নের সাথে আমার বসবাস।
আকাশটাকে ছোঁবো আমি...।
মা'র হাজার প্রবোধ, শত প্রলোভনেও,
ইচ্ছেচ্যূতি ঘটতো না আমার।
ঐ আকাশটা আমার চাই।
শেষমেষ আমার জেদের কাছে হেরে যেতো মা,
'কী দস্যি মেয়েরে বাবা!'
তবু আকাশপ্রাপ্তি হতো না আমার।
কিশোরী জীবন যখন,
পুকুর জলে ঝাঁপাঝাঁপি আর গাছের শাখায় ডেরা বাঁধা।
তখনও গাছের মগডালে উঠে,
আকাশের দূরত্ব টা ঠিক মেপে দেখতাম।
যতদূর চোখ যায়...
বিস্তীর্ণ ফসলের ক্ষেতের,
আল ধরে চলতে চলতে,এমনি একদিন...
মনের মাঝে জ্বলে উঠলো সহস্র খুশীর পিদিম।
ঐ তো আকাশ...কত কাছে...
মাটির উপর ক্লান্ত দেহে এলিয়ে আছে।
আজ না হোক, কাল ঠিক ছোঁবো তাকে।
আকাশ পেয়ে গেছি এই খুশীতেই,
মাতোয়ারা আমি তখন।
এখন তো কেবল ছোঁয়ার অপেক্ষা...
দিন ঘুরে মাস যায়, মাস ঘুরে বছর।
ঐ কয়েকটা পদক্ষেপ আর হাঁটা হয় না আমার,
ছুঁয়ে দেখা হয় না আকাশটাকে,
ইচ্ছেটা শুকিয়ে যায় বুকের ভেতর।
দিনগুলো হয়ে ওঠে অথর্ব, ক্লান্তিকর।
বয়সের ভারে ন্যূজ আমার মা,
একদিন বলেই ফেললেন কথায় কথায়;
'তুই না আকাশ ছুঁতে চেয়েছিলি?!'
জীবনের অনেকগুলো বছর পেরিয়ে-
আত্মজার মুখোমুখি দাঁড়িয়ে আমি,
কণ্ঠে তার একই ইচ্ছের প্রতিধবনি...
'মা, আমি আকাশ ছোঁবো।'
মুহূর্তেই জ্বলে ওঠে আমার নিভন্ত চোখের তারা,
উদ্দীপ্ত হয়ে উঠি আমি।
মেয়েকে বলি,
"হ্যাঁ মা, ঐ তো আকাশ, খুব কাছে...
চোখের সীমানার কাছাকাছি...হাত বাড়ালেই কাছে আসে।
ধরা ছোঁয়ার কতো কাছে!
কিন্তু তোমায় পাড়ি দিতে হবে অনেক পথ,
যেতে হবে বহূদূর,
গড়তে হবে আপন দিগন্ত।
তাহলেই আকাশটা তোমার।।"
http://www.alokrekha.com
সুন্দর ইচ্ছে! কবিতার কথাগুলো খুবই ভাল লেগেছে।
ReplyDelete