আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও "আবার আসিব ফিরে" জীবনানন্দ দাশের ভাষায় বলতে চাই ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    "আবার আসিব ফিরে" জীবনানন্দ দাশের ভাষায় বলতে চাই


    বাংলা আমার প্রাণের থেকেও প্রিয় -নিকষিত সুন্দর ফুলেল বাগিচা আমার। হাজার বছর ধরে বাংলা আমার অহংকার -এই জীবন প্রানপন রাখতে মান বাংলার। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই হেথা,প্রেমের একই সূত্রে গাঁথা।বাঙালি নাম আমার গর্বের সাথে বলি জন্মভুনি এই বাংলায় আমার। সব থেকে প্রিয় দেশ আমার। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রাঁচি থেকে ত্রিপুরা একই সুরে গান গাই একই মন্ত্রে বিশ্বাস একই কথা বলি “আমি বাঙালি বাংলা আমার”


    তাই "আবার আসিব ফিরে" জীবনানন্দ দাশের ভাষায় বলতে চাই -
    আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে- এই বাংলায়
    হয়তো মানুষ নয়- হয়তো বা শংখচিল শালিখের বেশে,
    হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
    কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়।
    হয়তো বা হাঁস হব- কিশোরীর- ঘুঙুর রহিবে লাল পায়
    সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে।


    আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
    জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।

    হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে।
    হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে।
    হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে।


    রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে
    ডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
    দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে। 

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    0 comments:

    Post a Comment

    অনেক অনেক ধন্যবাদ