সদ্যজাত একটি
কবিতা !
সুনিকেত চৌধুরী।
তোমাকে সংজ্ঞায়িত
করে সীমাবদ্ধতার আধারে
আগলে রাখার
বাসনাটা তীব্রতর একটা অশনি সংকেতের মত
তাড়িত করেছিল
যেদিন, আমি হারিয়েছি তোমাকে
সেদিন!
আকাশটা তো নীলই
ছিলো,গাঙচিলেরা উড্ডীয়মান
মেঘেদের ছিলোনা
কোন তাড়া তাড়াহুড়ো কোথাও যাবার।
সস্তাদরের
দস্তরখান বিছিয়ে ধ্যানমগ্ন হবার ব্যর্থ চেষ্টা
মাদুলীর মন্ত্র
মোল্লাবাড়ীর মহার্ঘ ভাতা উজাড় হয়েছিলো সব -
তবুও ফেরোনি
তুমি! সেই থেকে গণনা শুরু মুহূর্ত, মধ্যাহ্ন
আর মন্বন্তরের।
মাথার ভেতরে শব্দাবলী সংকেত দেয়
দুর্যোগপূর্ণ
আবহাওয়ার - বুকের ভেতরে বয়ে চলে শীতলক্ষ্যা!
"আমি
ভালোবাসা" এই জপ এই তপস্যা এই মগ্নতা
উচ্চারিত মন্দিরে
মন্দিরে সেই থেকে
সেই দুপুরের
রোদ্দুর পেরিয়ে সোনামাখা সন্ধ্যার শুরুতে।
http://www.alokrekha.com
কবি সুনিকেতের লেখা বহুদিন পর পড়ে এটাই প্রতীয়মান যে তিনি সত্যি একজন প্রেমের কবি। তার লেখা কবিতায় প্রতিটি শব্দ হৃদয়ে কড়া নাড়ে।কবি অনেক অনেক ভালবাসা ! আশা করি আর অন্তর্ধান হবেন না। নিয়মিত লেখা পাবো। ভাল থাকবেন !
ReplyDeleteপ্রাণ জুড়িয়ে গেল ভ্যালবাসার আরেক রূপ দেখে -এক কথায় অপূর্ব
ReplyDeleteপ্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতাটা পড়ে মনটা ভরে গেল -এখানেই কবির সার্থকতা। কি ভাষায় প্রকাশ- শব্দ ও ভাবের সাথে মনকাড়া এক কবিতা কি করে লেখেন কবি এমন কবিতা ? অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।আশা করি আলকরেখায় নিয়মিত লেখা পাবো। ভাল থাকবেন !
ReplyDeleteকবি সুনিকেত চৌধুরীর লেখা আমার বরাবরই ভালো লাগে। বহুদিন পর কবিতা পেলাম। "এতদিন কোথায় ছিলেন"..এই কবিতায়' দৃঢ় বক্তব্য আর শব্দ দিয়ে ভাবার প্রয়োগ। প্রাণকাড়া ভাব।,দারুন কবিতা ,অনেক শুভেচ্ছা কবি !”
ReplyDeleteচমৎকার রচনাশৈলী ও স্বতন্ত্র ভাব ও ভাষা প্রয়োগে চমৎকার একটা কবিতা ।কাব্যিক ছন্দোবদ্ধ দারুন কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteভালো লাগলো অনেক ভালো
ReplyDeleteকোথায় যেন হারানো বিষন্নতা সানাই বাজালো
কবি- সুনিকেত চৌধুরী ! আমরা অপেক্ষায় থাকি আপনার কবিতার জন্য। এ জন্য আলোকরেখাকে সাধুবাদ জানাই। অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা শুধু নয় ভালবাসার এক জোরাল বক্তব্য আছে । ভালবাসা মানে কেবল আগলে রাখা নয় আঁকড়ে ধরা নয় ।ভালবাসা জপ আরতি করা ।
ReplyDeleteবরাবর-ই কবি সুনিকেত চৌধুরীর কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন, ভাবা,জ্ঞান, আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । তাই অতি অল্প সময়েই তাঁর কবিতা জনপ্রিয়তা লাভ করে। অনেক ধন্যবাদ ও ভালোবাসা কবি।
ReplyDelete