ঠিকানা
সুনিকেত চৌধুরী
এক নিরবিচ্ছিন্ন একাকিত্ব
যে ঠিকানা আমার
বলে দিলো ইউটিউবের
ভিডিওটা !
কোন এক বিজ্ঞানীর কাজ
সুনিপুণ এক গ্রাফিক
ডিজাইনারের সাথে
দুইজনে মিলে গিয়েছিলো
সেই দেশে
গহীন অরণ্য তো নয় সেতো
আমারি ঠিকানা
আমারি শুরু কিংবা শেষ
!
বন্ধ নিঃস্বাসে অবলোকন
যখন
ক্ষুদ্রাতিক্ষুদ্র
অনুর পরিমিত পারিপাশ
দাঁড়িয়ে সেখানে আমি
দেখি চারিপাশ - কেউ নেই,
আছি শুধু আমি ! সেইখানে
নেই কোন আলো
কিংবা কালো কিছু !
উপলদ্ধিও তো নেই !
আছে শুধু একটা কাল,
আর সেটা যেন চিরটাকাল!
বরাবর-ই কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব, অভিব্যক্তির ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরীর "ঠিকানা " আপনার অন্য কবিতার মত আরেকটি অনবদ্য কবিতা । বরাবরের মতই প্রচণ্ড দৃড়তার প্রত্যাশিত আকাঙ্খায় কবি নিজেকে প্রকাশ করেছেন। কবি সুনিকেত চৌধুরীর কবিতা "ঠিকানা " দারুন ও চমৎকার সৃষ্ট কবিতা।
ReplyDeleteএত ভালো লাগলো কবিতাটা পড়ে। আমি কবি সুনিকেতের অনেক বড় ভক্ত। তার এক একটা কবিতা বার বার পড়ি। অনেক ভালো থাকবেন কবি ! লিখবেন আর আমাদের আরো অনেক অনেক ভালো কবিতা পাই।অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালবাসা আলোকরেখাকে !!
ReplyDeleteকবি সুনিকেত আমাদের প্রিয় কবি। কবি সুনিকেত চৌধুরীর "ঠিকানা" কবিতা উত্কৃষ্ট চমৎকার জীবন বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেতের কবিতার জন্য। এই
ReplyDeleteঠিকানা কবিতা মনটা ভরিয়ে দিল। দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
একাকীত্ব বোধ থেকেই মানুষ বিচ্ছিন্ন ! একাকীত্ব বোধেই মানুষ ঠিকানাহীন! মানুষ ইচ্ছা করলে তার একা থাকার অবস্থাটা হয়তো দূর করতে পারে, কিন্তু সবার মাঝে থেকেও ‘একাকীত্ব' নামে বিমূর্ত যে বোধের জন্ম- মানুষ চাইলেই হয়তো তা দূর করতে পারে না। “দাঁড়িয়ে সেখানে আমি দেখি চারিপাশ- কেউ নেই, আছি শুধু আমি! সেইখানে নেই কোন আলো"- সুনিকেত চৌধুরীর ‘ঠিকানা’ কবিতায় বিচ্ছিন্নতা, নির্বাসন, বিসর্জন এবং একাকীত্ব - এই সব বোধের শাশ্বত সুন্দর এক গভীর সংকেত পাওয়া যায় । মানুষ মূলতই একা ! এবং নিজের কাছে নিজেই কখনও ভীষণ অচেনা! জীবনের এই গভীর দর্শনকে নতুন করে ভাবনায় প্রবাহিত করার জন্য কবিকে ধন্যবাদ! শৈল্পিক কোন কষ্ট বোধে কবির কলমে জন্ম হোক আরও কবিতা! শুভকামনা নিরন্তর!
ReplyDeleteদারুন সমীক্ষা ঠিকানা কবিতার।ঋতু মীর এত অনবদ্য ভাবে সুনিকেত চৌধুরীর ঠিকানা কবিতার পর্যলোচনা উপস্থাপন করেছেন তা আসলেও বিরল। আপনার মন্তব্য প্রশংসার দাবিদার। আপনার যে কোন বিশুয়ে লেখা প্রকাশ করতে পারলে আলোকরেখা ধন্য হবে। ভালো থাকবেন
Delete