আজ আলোকরেখা ৪, ৫০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করলো।আলোকরেখার পক্ষ থেকে সারা বিশ্বে সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা।এর জন্ম হয়েছিল
একটি ছোট্ট পরিসরে পাঠকদের সহায়তায় আজ এই অবদি চলা.এই পথ চলা মসৃন ছিল না।অনেক বাধা বিপত্তি হুমকি হ্যাকিং সব পেরিয়ে আস্তে সক্ষম হয়েছে আপনাদের ভালোবাসায়।
একটি ছোট্ট পরিসরে পাঠকদের সহায়তায় আজ এই অবদি চলা.এই পথ চলা মসৃন ছিল না।অনেক বাধা বিপত্তি হুমকি হ্যাকিং সব পেরিয়ে আস্তে সক্ষম হয়েছে আপনাদের ভালোবাসায়।
আবারো পাঠকদের অনেক অনেক কৃতজ্ঞতা জানাই।আর বিশেষ করে স্বনামধন্য লেখক ও কবিরা তাঁদের মূল্যবান লেখা দিয়ে আলোকরেখাকে সমৃদ্ধ করেছেন তাঁদের জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভোরে সূর্যের আলোকরেখা রাতের অন্ধকার দূর করে। তেমনি জ্ঞানের রশ্মিরেখা জীবনকে উদ্ভাসিত করে। প্রজ্ঞা আলো এবং অজ্ঞতা অন্ধকার। জ্ঞান ছাড়া অতীত ইতিহাস , আত্ম অন্বেষণ, উৎপত্তি ,সংস্কৃতি চর্চা ,মুক্তচিন্তা ,নিরপেক্ষ চেতনা সম্ভব নয়। জ্ঞানই শক্তি। জ্ঞানহীন জীবন শিকড় ছাড়া একটি গাছের মত। জ্ঞানের সুদীপ্ত প্রভা পরিবার তথা সমাজ প্রগতির প্রতিজ্ঞা। অন্ধকার অন্ধকারকে দূরভিত করতে পারে না। অজ্ঞতাও পারে না ঘৃণা ,হিংসা দ্বেষ পেরিয়ে ভালোবাসতে শেখাতে। "মানুষ মানুষের জন্য" শিখতে চাই জ্ঞানের প্রতীতি অন্বেষণ। "আলোক রেখা" শুধু একটি সাইট বা ব্লগ নয়। এটিকে একটি সংগ্রহশালা বলা যেতে পারে। ব্যস্ততম জীবনে নানা জায়গায় দৌড়ে বা খোঁজ তল্লাশি না করে একটু স্বস্তিতে নিজেকে আলোকিত ও প্রজ্ঞাময় করার জন্য এক জায়গায় অনেকগুলো বিষয়ের উপর আলোকপাত করার জন্য আলোকরেখা"র "এই অনলাইন প্রয়াস। আশা করি এই ওয়েবসাইটে মাধ্যমে আমাদের ধুলায় ঢেকে থাকা সত্তা , ছন্দহীন জীবন, ঘুমের জালে জড়িযে থাকা চেতনা ,মনের কোণের সব দীনতা মলিনতা দূর করে মুক্ত আলোর জাগরণী ছুঁইয়ে দেবে। " আলোকরেখা" স্বাধীন ও মুক্ত চেতনার ধর্মনিরপেক্ষ মানবতাবাদী ওয়েবসাইট।পৃথিবীতে ধর্মের নাম যে অধর্ম চলছে তার বিরুদ্ধেই আমার "আলোকরেখা" জন্ম। আলোকিত চেতনার বীজ বপন করতে হলে সোচ্চার হতে হবে শুধু ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমে তা সম্ভব হয় না। এই সব মাধ্যম অনেকটাই শেলফি, স্বীয় প্রদর্শনী, আত্ম মহিমান্বয়ন,বস্তুবাদই বেশি।তাই আত্ম পরিতৃপ্তি বা তুষ্টির জন্য দরকার নিজস্ব আন্দোলনের জায়গা আর সেই ভাবনা থেকেই "আলোকরেখা" র যাত্রা শুরু । এর মূল ভিত্তি হচ্ছে দার্শনিক, প্রকৃতিবাদ, নৈতিক মূল্যবোধ, সামাজিক রীতি, প্রথা অনুশাসন ও গোঁড়ামির শৃঙ্খলমুক্ত মানবতাবাদ। আলোকরেখা মূলত আমার দেখা ও জানা ৭১'র যুদ্ধ ,বাংলাদেশের স্বাধীনতার স্মৃতি, আমার রবীন্দ্রনাথ যেভাবে আমি রবীন্দ্রনাথ কে দেখি ভাঙি গড়ি বা অন্যেরা তাদের রবীন্দ্রনাথকে কিভাবে দেখে,আপন দর্পণ নিজস্ব চিন্তা চেতনার প্রতিফলন ,আমার প্রকাশিত অপ্রকাশিত লেখা ,বাংলা সাহিত্য,বাংলা সংস্কৃতি যা তথাকথিত ধর্মের করাঘাতে হারাতে বসেছে ,কবি ও তাঁদের জীবনী , দর্শন তত্ত্ব,লালন, গল্প ,প্রেমাখ্যান, কবিতা ও কবিতা পাঠ,বৃহন্নলা, সমপ্রেমী দের কথা, ভালো ছবি, ছায়াছবি বা বিশ্বের খবরাখবর ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করে।আরেকটি বিশেষ প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনাদের লেখা। এখানে আপনারা লেখা পাঠাতে পারেন। যে কোন মুক্ত চিন্তার লেখা যা আপনার চেতনাকে প্রকাশ করে ও অন্যকে সম্মৃদ্ধ করে।এখানে বিখ্যাত লেখকদের সাথে আপনাদের বাংলা বা ইংরেজি লেখা বা কবিতাও প্রকাশ করা হবে। ।লেখার সাথে ছবিও পাঠাতে চাইলে পাঠাতে পারেন। যারা বাংলা লেখা পাঠাতে চান অথচ বাংলা টাইপ করার পদ্ধতি না থাকে তারা ইংরেজিতে বাংলা টাইপ করে লেখা পাঠেতে পারেন। আমরা সেটা বাংলায় টাইপ করে প্রকাশ করবো। এই বিশেষ সুবিধা আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না। এই সুবিধা আমরা প্রণয়ন করছি এই জন্যে যে , অনেক গুণী লেখক আছেন যারা কেবল বাংলা টাইপের কারণে বিশেষ করে যারা বাংলাদেশের বাইরে আছেন তারা প্রকাশিত হতে পাচ্ছেন না। তাদেরকে স্বপ্রভায় প্রকাশ করে আলোকরেখার এই প্রয়াস।তবে www.google.comএ যান, সেখানে Avro
Keyboard লিখে সার্চ করুন, তারপর তা ডাউনলোড করে নিন এবং ইন্সটল করুন। তারপর বাংলায় টাইপ করুন। খুব সহজ !এটা খুব একটা কঠিন নয়। লেখা পাঠাবার নিয়ম। ইমেইল সহ আপনার লেখা পাঠান। আপনি আপনার লেখা সরাসরি মেইল আইডি-তে পাঠাতে পারেন।আমাদের মেইল আইডিঃ
[email protected] লেখা পাঠানোর সাথে আপনার পরিচয় অর্থাৎ নিজের সম্পর্কে কিছু কথা যা আপনার পাতায় লেখা থাকবে আমাদের ওয়েবসাইটে। যাদের আপনার লেখা নিম্নতম ৫০০ অক্ষরের হতে হবে। কবিতা জন্য এটা প্রযোজ্য নয়। তবে লেখা পাঠানোর সময় নিম্নলিখিত তথ্যগুলি সংযুক্ত করবেন। ১. নাম-২. জন্ম তারিখ- ৩. মেইল আইডি ৪. ফেসবুক প্রোফাইলের লিংক (যদি থাকে) এই সব তথ্য আপনি চাইলে গোপন রাখা হবে। সমস্ত তথ্য দিয়ে মেইল আইডি তে লেখা পাঠাবেন ওয়েবসাইটে প্রকাশের জন্য । আবার ফেইসবুক এ ও আপনার লেখা পাঠাতে পারেন। ঠিকানা
https://www.facebook.com/alokrekhaweb
আমাদের ফেসবুক পাতার দেয়ালে আপনার লেখা পোস্ট করবেন। সেখান থেকে আমাদের সাইটে প্রকাশ করা হবে। আপত্তিকর কিছু পোস্ট করলে গ্রাহ্য করা হবে না। তা মুছে দেওয়া হবে।মুছে দেয়ার পুরো অধিকার অ্যাডমিনের আছে। সুস্থ প্রজ্ঞা ও পরিস্কার পরিচ্ছন্ন মননের জন্যই এই পদক্ষেপ নেওয়া, আপনাদের সাহায্য আশাকরি।
আপনারা আলোকরেখা : https://www.alokrekha.com ওয়েব সাইটটি পড়ুন এবং গঠনমূলক মন্তব্য করুন। আপনার ফেসবুক অথবা টুইটার একাউন্টের বা অন্যন্য মাধ্যমে মন্তব্য করতে পারবেন।আপনাদের সক্রিয় অংশ গ্রহনেই সুস্থ জ্ঞান সুদীপ্ত প্রভা, স্বকীয় দর্শন প্রতীতি প্রমা "আলোকরেখা" সুদীপ্ত প্রভায় দীপ্তিশীল ও প্রতিভাসিত হবে।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com
অনেক অনেক অভিনন্দন । আলোকরেখা এই সাফল্য আমাদের পাঠকদের সাফল্য। এখানে আমরা দীপ্ত প্রজ্ঞার অন্বেষণ পাই।
ReplyDeleteঅনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আলোকরেখার সংশ্লিষ্ট সকল লেখক কবি ও পরিচালকবৃন্দকে !
ReplyDeleteআগামী চলার পথ সুন্দর সুগম ও মসৃন হোক। আলোকরেখাকে অনেক অনেক অভিনন্দন আর সাধুবাদ!
ReplyDeleteআলোকরেখা ৪,৫০,০০০ পাঠক সংখ্যায় পদার্পন করেছে ।এর সামনের চলার পথ আরো সুন্দর হোক। আলোকরেখাকে ও তার কবি লেখকদের জানাই অনেক অনেক অভিনন্দন আর শুভেচ্ছা
ReplyDeleteআলোকরেখার পাঠক সংখ্যা ৪৫০.০০০। অভিনন্দন”সেদিন শুরু করলে-এর মধ্যেই পৌঁছে গেছে। আলোকরেখাকের চলার পথ সুন্দর সুগম ও সুললিত হোক এই কামনা করি --
ReplyDelete