তোমার সবুজ হৃদয়।
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী
কথা দাও যদি দেবে ঢেলে আছে যত ক্লোরোফিল তোমার সবুজ হৃদয়ে
আমি তবে বিলোবো অক্সিজেন সারাটা জনম !
সূর্যের কাছ থেকে ধার নেবো বিদ্যূৎ আলো জ্বেলে তোমায় দেখবো বলে !
আকাশের নীল যত আছে কিনে নেবো সবটুকু
খবর পাঠাবো বেলী আর বকুলের কাছে
নতুন কোন অর্ডার যেন না নেয় ওরা
আমার কাছেই যেন বেচে আড়তের তাবৎ সুগন্ধ ওদের!
ভোরগুলো নেড়ে চড়ে বসে থাকে যেন ইংগিতের অপেক্ষায়
আমার ইশারা পেলেই যেন শুধু হয় রাত্রির অবসান !
http://www.alokrekha.com
ভিন্ন ধর্মী এক কবিতা। কবি সুনিকেত চৌধুরীর কবিতায় আমরা বরাবরই বিভিন্ন আঙ্গিক দেখতে পাই। নতুন দিনের খবর কবিতায় তিনি নতুন দিনের কথা লিখেছেন!জানিয়েছেন আশার বাণী !প্রয়োজনে আকাশের বুকে কালিমা লেপণ করে কবি সুনিকেত আনবেন নতুন দিনের সুর্য্য বাতাসের কাছে তার আওভান! "সেদিন ছিল পূর্ণিমা তিথি তবে আকাশে ছিলোনা কোন চাঁদ ভালোবাসার গরবে স্ফীতবুক সুনিকেত চুরি করে চাঁদটাকে এনেছিলো ঘরে!" কি দারুন অভিব্যাক্তি! আরো অনেক লিখে শেষ করা যাবে না। তোমার সবুজ হৃদয় সম্পূর্ণ আধুনিক কবিতা। অনেক শুভেচ্ছা কবি।
ReplyDeleteভালবাসার এই ভিন্ন আঙ্গিক সত্যি প্রশংশার যোগ্য।একেবারে নতুন চাওয়া। ভালবাসগার এই আবেদন জীববিদ্যার সঙ্গে তোলনা কবিতাকে ভিন্ন মাত্রা দান করেছে। ভালো কবিতা।
ReplyDeleteযত প্রশংসা করি ততই কম। এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই ভালবাসার কবি বলতে পারে।অনেক ভালবাসা আমাদের কবির জন্য।”
ReplyDeleteচমৎকার কবিতা , খুব ভালো লাগলো ,কবিকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো , আরো কবিতার অপেক্ষায়ে রইলাম
ReplyDeleteকোন কোন মুগ্ধতার ভাষা থাকেনা, বিমূর্ত ভাললাগা মন ছুঁয়ে থাকে স্নিগ্ধ সৌরভের মত। অনুভবে মনটা পাখীর পালক হয়ে যায়, উড়ে উড়ে ভেসে যায় অভিমান, গ্লানি আর কষ্টের যত দীর্ঘশ্বাস! সুনিকেত চৌধুরীর ‘তোমার সবুজ হৃদয়’ মন ভালো করা সেই সজীবতা নিয়ে এলো। শুভকামনা কবি! নিরন্তর !
ReplyDelete"কোন কোন মুগ্ধতার ভাষা থাকেনা, বিমূর্ত ভাললাগা মন ছুঁয়ে থাকে স্নিগ্ধ সৌরভের মত।" এই কথাগুলো ঋতু মীর-এর প্রতিটা মন্তব্যে প্রযোজ্য ।তিনি প্রতিতি কবিতা বা লেখার মুলে যেয়ে আত্মস্থ করেন আর তা অপরূপ ভাষার অলঙ্কারে অঙ্কিত করেন।অনেক অনেক শুভেচ্ছা ঋতু মীর ।
Delete