খুঁজে দেখো আছে কিনা চিহ্ন কোনো ।
- আশরাফ আলী
পার্শ্বকে পরিহার করে দূরের ওই সবুজাভ দ্বীপটার দিকে
চেয়ে থাক তুমি সকাল থেকে সন্ধ্যা অবধি
ক্লান্ত চোখের পাতায় নেমে আসে তন্দ্রা
নিমীলিত চক্ষু যুগল তখন আর স্বপ্ন দেখেনা কোন।
মগজের কোষে কোষে বেদনার তরঙ্গ
পৌঁছে দেয় একটি খবরঃ ওই ওখানে যেও নাকো তুমি
সম্মিলিত শুভেচ্ছা সীমিত যেখানে, বিনোদন সঙ্কুচিত,
সম্ভ্রম সহায় হীন আর আসমুদ্র হিমাচল ব্যাপী অতন্দ্র প্রহরী।
এইক্ষণে হারাও যদি পথ হাত দিও নিজের পাঁজরে
অনুভবে পরখ কোরো ধুকুপুকু স্পন্দন তোমার !
খুঁজে দেখো আছে কিনা চিহ্ন কোনো, লেখা কোনো,
বাংলা বর্ণমালায়!
খুঁজে দেখো আছে কিনা চিহ্ন কোনো ।কবিতাটা ভালো লাগলো পড়ে। আলকরেখায় কবি
ReplyDelete- আশরাফ আলীর ভক্ত হয়ে উঠেছি।তাঁর কবিতার গভীরতা ভাব ছন্দ অ শব্দমালা প্রাণ ছুঁয়ে যায়। অনেক শুভেচ্ছা ! ভাল থাকবেন কবি ! লিখবেন আর আমাদের আরো অনেক অনেক ভালো কবিতা পাই।অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও ভালবাসা আলোকরেখাকে !!
কবি আশরাফ আলীর "খুঁজে দেখো আছে কিনা চিহ্ন কোনো । " উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতাশব্দশৈলী চমৎকার তেমনি অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ।"ওই ওখানে যেও নাকো তুমি সম্মিলিত শুভেচ্ছা সীমিত যেখানে, বিনোদন সঙ্কুচিত,সম্ভ্রম সহায় হীন আর আসমুদ্র হিমাচল ব্যাপী অতন্দ্র প্রহরী।" এই কয়েকটা শব্দে পুরো কবিতা বর্ণিত হয়েছে
ReplyDelete