আমার
জীবন, আমার মরণ !
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী
ওই খানে
যাবোনাতো আর কোনোদিন বলিনিতো কখনও
তবু কেন
অভিযোগে অভিমানী তুমি!
সর্বস্ব
বিকোবে বলে আসনিতো তুমি
যাযাবর
যা যা বলে চলে গেলো তড়িঘড়ি
নিদ্রাহীন
রাতের শেষে সকালের সূর্য্যটা
নতুন
দিনের আগমনী বার্তাতো শোনায়না
দুর্বার
এক আকাঙ্খা টুংটাং করে বেজে ওঠে শুধু
মনের
গহিন কন্দরে!
তুমি
যদি সেই ক্ষণে বলে দাও মনের গোপন কথা
কথা
দিলাম ভালোবেসে শোধ দেব আমার যত ঋণ !
পল্লব
পুলকিত বাতাসের সোহাগে গুঞ্জরিত হৃদয়ের কোষ
সম্বিৎ ফিরে
পাওয়া পাগল মনটা আমার
অতঃপর
বারে বারে ফিরে কেন চাই !
কলতলার
চৌহদ্দি পেরিয়ে কদম গাছের তলায়
তোমার
চোখে রাখি যখন চোখ
উদ্ভাসিত
সামনে আমার তখন
আমার
জীবন, আমার মরণ !
http://www.alokrekha.com
দারুন ও চমৎকার কবিতা " আমার জীবন, আমার মরণ ! "। অনেক ভালোবাসার কবি। আমাদের প্রানের কবি!! অপূর্ব শব্দশৈলী । প্রতিরূপ ভাষা প্রতীক প্রভৃতির দ্বারা প্রকাশিত অভিব্যক্ত। অনেক শুভ কামনা কবি।
ReplyDeleteশব্দের মুক্তা মালায় প্রেমের পরশ লাগে কবি সুনিকেত চৌধুরীর কবিতায় । তাইত তিমি প্রেমের মাতাল কবি। প্রেমের জোয়ার লাগে বুকের মাঝে উথাল ঢেউয়ের অভিমানে । আজন্ম তপস্যা করতে হয় এমন ভালবাসার কবি হবার জন্য । ধন্য কবি !" ধন্য তোমার প্রেম"
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরীর কবিতা কথা বলে! প্রেমের বাণী শোনায় -বিদগদ্ধ বুকে ! আকাশের বিশালতা তুচ্ছ তার ভালোভাসার পাঠান আলোর বার্তার কাছে দারুন ও চমৎকার কবিতা।কবির কবিতা মন ও মননের সুগভীর অনুচিন্তন,ভাব,আশাবাদ,প্রেরণার অভিব্যক্তি ছায়া দেখতে পাই । অপূর্ব শব্দশৈলী চমৎকার।ছন্দ অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDelete'তোমার চোখে রাখি যখন চোখ
ReplyDeleteউদ্ভাসিত সামনে আমার তখন
আমার জীবন, আমার মরণ!'----
ভালোবাসার মিষ্টি, আবেগঘন বন্দনায় সুনিকেত চৌধুরীর কবিতা অতুলনীয় । এ যেন সর্বস্ব বিকোনো ভালোবাসার অসামান্য নিবেদন। জীবন-মরণের সীমানায় দাঁড়ানো প্রেমের চিরন্তন আকুতি । 'কথা দিলাম ভালোবেসে শোধ দেব আমার যত ঋণ!'- ভালবাসার এই প্রত্যয়, ছন্দ, ভাব আর শব্দ বিন্যাস সবসময়ের মতই মনছোঁয়া । কবিতার ভাব হৃদয়কে আপ্লূত করে - সবটাই যেন নিজের কথা, নিজস্ব কোন একান্ত অনুভুতি, নিজেরই মনে অনুরণিত হওয়া শব্দাবলীতে সাজানো । শুভকামনা কবি! অফুরান !