প্রত্যাগত প্রত্যয় !
– সুনিকেত চৌধুরী।
প্রত্যাগত প্রত্যয় আসন গাড়ে যখন আমাদের দৈনন্দিনতায়
বকুল ফুলের সমর্পন আর বেলীর স্নিগ্ধতা
তখন
মর্মর ধ্বনি তোলে আমাদের হৃদয়ের তন্ত্রীতে!
বিলীন হয় দূরত্ব ! কানে কানে বলা বলি নিয়ত তখন:
“আমি তোমাকে ভালোবাসি! অনেক ভালোবাসি তোমাকে!”
http://www.alokrekha.com
দারুন চাওয়া! এমন চাওয়া চাই আমরা সবাই। অনেক ধন্যবাদ কবি আমাদের কথা এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই বলতে পারে।
ReplyDeleteযত প্রশংসা করি ততই কম। এমন সুনিপন ভাষায় অপূর্ব শব্দ গাঁথায় গাঁথায় শুধু কবি সুনিকেত চৌধুরী-ই ভালবাসার কবি বলতে পারে।অনেক ভালবাসা আমাদের কবির জন্য।”
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরীর "প্রত্যাগত প্রত্যয় " অনন্য কবিতা। বরাবরের মতই প্রচণ্ড দৃড়তার প্রত্যয় প্রত্যাশিত আকাঙ্খায় কবি নিজেকে প্রকাশ করেছেন। কবি সুনিকেত চৌধুরীর কবিতা আশাবোধ-এ নিষ্ঠ ।দারুন মনোরম ও চমৎকার সৃষ্ট কবিতা।
ReplyDeleteশব্দ চয়ন, ভাষার মিষ্টি সতেজ বাঙময় সৌন্দর্য, রোমান্টিকতা, অভিব্যক্তির প্রকাশে সচ্ছতা কবি সুনিকেতের বৈশিষ্ট। ভালবাসা, প্রেমে নিমগ্ন এক কবি সুনিকেত! “আমি তোমাকে ভালোবাসি! অনেক ভালোবাসি তোমাকে!” – শেষের সহজ সরল এই অবিস্মরণীয় পংতিতে এক হিরন্ময় ভালোবাসায় সমর্পিত হয় মন। ভালবাসার শাশ্বত সুন্দর গভীরতা হৃদয় ছুঁয়ে যায়। অকারণেই কানে কানে বেজে যায় সেই শব্দ- ভালবাসি! ধন্যবাদ আলোকরেখা !
ReplyDelete