আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নীলকণ্ঠ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নীলকণ্ঠ














    নীলকণ্ঠ
    অনীত রায়

    তোমার পায়ে যদি মিশে
    থাকে যন্ত্রণার কণা
    আমার ঠোঁটের রেণু দিয়ে
    মুছে দেব সেই চিহ্ন
    তোমার জঙ্ঘায় যদি নীল

    বেদনার ধারা বয়
    আমার বুকের পদ্ম দিয়ে
    ধুয়ে দেব সেই ধারা
    তোমার পায়ের পাতা যদি
    ধরে কষ্টের গান
    আকণ্ঠ সে গান আমি পান
    করে নীলকণ্ঠ হবো



    http://www.alokrekha.com

    3 comments:

    1. মৃন্ময়ীFebruary 25, 2018 at 3:38 PM

      অনীত রায়'র "নীলকণ্ঠ"কবিতাটা অতীব চমৎকার । কবি তার কবিতায় তার হৃদয়ের বার্তা দিয়েছেন ভালবাসলে তার জন্যে সব ত্যাগ করা যায়। এমন কি বিষ পান করে নীলকণ্ঠ হয়ে যেতে পারে। কবিতাটা পরে খুব ভালো লাগলো।

      ReplyDelete
    2. নন্দিতা রায়February 25, 2018 at 3:51 PM

      অনীত রায়'র কবিতা "নীলকণ্ঠ" অতিশয় মনোরম, অপূর্ব । কবিতার মূল বিষয় ত্যাগ । ভালোবাসলেই কেবল বিষ পান করে নীলকণ্ঠ হয়ে যেতে পারে। ভাষা ও শব্দ দারুন।

      ReplyDelete
    3. "Our sweetest songs are those that tell of
      saddest thought"-যে গান, যে কবিতা আমার দুঃখকে
      ধারণ করে সেই গানেই আমার কণ্ঠ সুর তুলে, সেই
      কবিতাই আমাকে সুখের আনন্দে ভাসায়। ‘নীলকণ্ঠ’
      কবিতার ভাবের গভীরতা, ভাষা, ছন্দ মন ছুঁয়ে গেছে।
      ধন্যবাদ কবি অনীত রায়!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ