তোমার স্থিতি
অনীত
রায়
এতোখানি
অস্থিরতা, তোমার স্থিতির সংকট
জীবনের
যত অপমান
সব
কিছু ভুলে যেতে পার যদি
তোমার
বেদনা ধুয়ে যাবে বুঝি
সেই
পায় বাঁচার আস্বাদ
কতখানি
ছোট হবে সবার সমুখে
সে
হিশেব মন থেকে মুছে দাও তবে
আকাশচুম্বী হও
বাঁচবার
মন্ত্র পাবে তুমি
যন্ত্রণা কি তবু ধুয়ে যাবে জলে?
যাবে
অস্থিরতা তোমার বুকের কুসুম ছেঁড়া?
তোমার
বুকের গোলাপ রঙিন হবে
রক্তবিহীন সে কেমন স্বর্ণপ্রস্তর?
http://www.alokrekha.com
ছন্দ, শব্দের অপূর্ব গাঁথুনি আর ভাব প্রকাশে অনন্য কবিতা অনীত রায়ের ‘তোমার স্থিতি ’ । ভুলে যাওয়ার অসীম ক্ষমতা সেই পায় বাঁচার আস্বাদ কতখানি ছোট হবে সবার সমুখে
ReplyDeleteসে হিশেব মন থেকে মুছে দাও তবে আকাশচুম্বী হওতোমার স্থিতি কি উচ্চ মার্গের ছবি অংকিত করেছেন কবি এখানে ।অনেক অনেক শুভেচ্ছা কবি ।
শব্দের বা কবিতার চরণের মিলে কবি অনীত রায় রচনা করেছেন এক কবিতার মালা তোমার স্থিতি।"যন্ত্রণা কি তবু ধুয়ে যাবে জলে? যাবে অস্থিরতা তোমার বুকের কুসুম ছেঁড়া? তোমার বুকের গোলাপ রঙিন হবে রক্তবিহীন সে কেমন স্বর্ণপ্রস্তর?" এই অনুপম, অপ্রতিম ভাব প্রকাশ কবিতাকে দিয়েছে এক অন্য মাত্রা। অনেক ভালবাসা কবি। আলকরেখাকে অশেষ ধন্যবাদ এমন একজন গুনি কবিকে উপহার দেবার জন্য ।
ReplyDelete