পতিত হই শীত থেকে বসন্তে
সাহিনা মিতা
শীত থেকে বসন্তে যেতে তোমার কেটে যায়
নাতিদীর্ঘ সত্তরটি দিন, প্রতিটি দিবাগত রাতে
তুমি উন্নীত হও পদোন্নতির দিকে।
মরা কিংবা অর্ধবয়স্ক হলুদাভ পাতা
আমি নই, আমার জবানিতে তোমার ভাষ্য বলি,
প্রতিটি শীতের রাত জীর্ণতায় জরাজীর্ণ।
অলৌকিক নয়ন খোলো, এক-একটি মরা
একধাপ এগিয়ে নেয় প্রস্ফুটিত গুলবাহারের দিকে,
কচি কিশলয়ের দিকে, পরাগমাখা উত্তর বায়ুর দিকে।
একদল বিগত মানুষ যার নাম দিয়েছিল বসন্ত।
http://www.alokrekha.com
"পতিত হই শীত থেকে বসন্তে" কবিতায় কবি সাহিনা মিতা ঋতুর পরিবর্তন শব্দ কথায় দারুন করে উদ্ভাসিত হয়েছে এই কবিতায় । খুব ভাল লাগল।
ReplyDelete" পতিত হই শীত থেকে বসন্তে" কবিতাটা পড়ে ভালই লাগলো
ReplyDelete