ফাগুনের আগুন!
- আশরাফ আলী
ফাগুনের সাথে ছিল শিমুল, ছিল বাসন্তী
আগুন তো ছিলনা কোনদিন !
এক ফাগুনের
সপ্তম দিনে
উচ্চারিত বর্ণমালার সরব গর্জনে
শিমুলের রঙ গায়ে মেখে
সেই ফাগুন আগুন যেদিন হলো
পুড়ে গেলো জান্তার মসনদ
!
সেই থেকে আমাদের
উৎসব
ফাগুনের আগুনে
ঝলসানো
হৃদয়ের আরশিতে
টাঙানো !
http://www.alokrekha.com
আজকের দিনে এমন একটা কবিতা উপহার দেবাব জন্য কবি ও আলকরেখাকে ধন্যবাদ ।এক ফাগুনের সপ্তম দিনে উচ্চারিত বর্ণমালার সরব গর্জনে আজ আমাদের গর্ব সারাবিশ্বে । একুশের এই কবিতার শুধু বিষয়বস্তু নয় শব্দে গাঁথার উত্তরণ। শুভ কামনা কবি আশরাফ আলী।
ReplyDelete২১' কে নিয়ে অনেক কবিতা রচিত হয়েছে ।অনেক ভাল ভাল বড় মাপের ।কিন্তু ফাগুনের আগুন! কবিতায় কবি আশরাফ আলী ৭ই ফাগুনের চেতনাকে অন্য রঙে রাঙিয়েছেন। যা আমাদের উপলিব্ধি বোধকে পলাশের আগুনে ফাগুনের রঙে দৃঢ় করে। খুই ভালো লাগলো কবিতাটা পরে। শুভ মঙ্গল কবি।
ReplyDeleteআমি কবি মোহন সিরাজী'র সাথে একমন পোষণ করি। ফাগুনের আগুন! কবিতায় কবি আশরাফ আলী ৭ই ফাগুনের চেতনাকে অন্য রঙে রাঙিয়েছেন। চিন্তা চেতনা ও বোধকে দৃঢ় করে। কবিতাটা পড়ে খুই ভালো লাগলো ।
Delete“ফাগুনের আগুন” সময়োচিত, ভাষার চেতনায় দীপ্ত এক কবিতা। অমর একুশের এই লগ্নে অসাধারণ এর আবেদন! রঙের জোয়ারে ভেসে যাওয়া ফাগুন উচ্চারিত বর্ণমালার সরব গর্জনে হৃদয় ঝলসানো আগুনের উৎসব হয়ে গেছে- কবিতার এই ভাব ফাগুনের উচ্ছ্বাসে পরা লাল রঙ শাড়ীর আঁচল এক আবেগিক জোয়ারে পতাকার মত উড়িয়ে নেয়। শব্দ আর বাক্যের সংমিশ্রণের এক অপূর্ব ঝাঁজ মনে এনে দেয় প্রজ্ঞা, ভালোবাসা- নিজ ভাষার জন্য, বাঙলার জন্য! প্রাণঢালা অভিনন্দন!কবি! ধন্যবাদ আলোকরেখা!
ReplyDeleteবাহ্ বেশ লিখেছেন আশরাফ
ReplyDeleteখুব সময় উপযোগী কবিতা
" ফাগুনের আগুন! " কবিতাটা পড়ে খুই ভালো লাগলো । দারুন প্রেরণা ফাগুনের আগুন ঝরা মাস আমরা সরবদাই বলি। কবি আশরাফ আলী ৭ই ফাগুনের চেতনাকে অন্য রঙে রাঙিয়েছেন উচ্চারিত বর্ণমালার সরব গর্জনে। " ফাগুনের আগুন!" আমাদের মাতৃভাষার চিন্তা চেতনা ও বোধকে দৃঢ় করে। কবিকে অনেক অনেক শুভেচ্ছা ।
ReplyDelete