ক্যাকটাস — ইন্দ্রাণী ভট্টাচার্য
দুবেনী ঝোলানো,এক্কা দোক্কা খেলতে খেলতে
বালিকা থেকে কিশোরী হওয়া মেয়েটি;
সোনালী স্বপ্ন মাখা চোখে,
প্রজাপতির পেছনে দৌড়নো মন নিয়ে
প্রিয়তম পুরুষটির দিকে.
তরতরে সবুজ লতাটির মত বেড়ে উঠেছিল,
আদর- ভালোবাসার রোদ জল পেয়ে.
জানতে পারেনি সে, কখন যেন তার
মুখের হাসি বদলে গেল, চোখের জলে.
প্রজাপতির ডানা দুটো কে যেন কখন বেঁধে দিলো,
বুঝতেও পারেনি.
বাড়ানো, ভালোবাসার বৃষ্টি চাওয়া হাতে
বারে বারে এসে পড়েছিলো, অবহেলার তপ্ত বালি;
যা বাঁচিয়ে রাখতে পারে কেবলই একটি ক্যাকটাস কে !
http://www.alokrekha.com
কয়েকটি লাইনে কবি সন্দর করে জীবনের অমোঘ সত্য বুঝিয়ে দিয়েছেন ।অল্প কথায় দারুন কবিতা।অনেক ভাল লাগলো।
ReplyDeleteক্যাকটাস —কবিতায় ইন্দ্রাণী ভট্টাচার্য অনুরঁজন ও মুল বক্তব্য অপূর্ব অসাধারণ, লক্ষণীয়। চমত্কার, সুন্দর, প্রশংসনীয়, পরিষ্কার-পরিচ্ছন্ন, বেশ মনোরম চমত্কার, সুন্দর, প্রশংসনীয়।। ভাষা ও শব্দ প্রশংসাযোগ্য,। অনেক শুভেচ্ছা জানাই কবিতা ও ধন্যবাদ আলোকরেখা ।”খুব ভাল থাকবেন।
ReplyDeleteক্যাকটাস —কবিতায় ইন্দ্রাণী ভট্টাচার্য " ভালোবাসার বৃষ্টি চাওয়া হাতে
ReplyDeleteবারে বারে এসে পড়েছিলো, অবহেলার তপ্ত বালি;" কথাগুল পুরো কবিতা বর্ণনা করেছেন।ভাষা ও শব্দ শৈলী প্রশংসাযোগইল।চমত্কার, সুন্দর, প্রশংসনীয়, পরিষ্কার-পরিচ্ছন্ন, বেশ মনোরম জা প্রশংসনীয়।। অনেক শুভেচ্ছা জানাই কবি