আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও বাংলা বলতে জানে না ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    বাংলা বলতে জানে না


    বাংলা বলতে জানে না
    সানজিদা রুমি

    আমার ছেলেমেয়েরা খুব মর্ডার্নবাঙালির  
    মত সস্তা কথায় হাসে না। 
    ইংলিশে ওরা ফ্লোয়েন্টলি কথা বলে
    ডিবেট’করেকবিতা পোড়ে মাতিয়ে তোলে।
    আমার ছেলেমেয়েরা খুব পশ্চিমা,
    বাঙালির মতো  অলীক স্বপ্নে ভাসে না
    জানেন ভাবীআমার ছেলেমেয়েরা বাংলা বলতে জানে না।
    ইংলিশ’ওদের ঠোঁটের ডগায়,ওটাই ‘ফাস্ট’ ল্যাঙ্গুয়েজ
    ফ্রেঞ্চ সেকেন্ডসত্যি বলছিফ্রেঞ্চে ওরা দারুণ তেজ।
    কী লাভ বলুন বাংলা বলে ?
    আজকাল  কি আর বাংলা চলে ?
    বেঙ্গলি ওদের মাতৃ ভাষা,তাই তেমন ভালোবাসে না
    জানেন ভাবীআমার ছেলে মেয়েরা,বাংলা বলতে জানে না।
    বলুন ভাবী,বাংলা আবার ভাষা নাকি,
    কেবল এম্বাররাস্সমেন্ট বেঙ্গলিতে
    ইংলিশ বলাটাই ভ্যানিটি কেন পারি না  মেনে নিতে?
    ইংলিশ ল্যাঙ্গুয়েজ,ভেরি ফ্যান্টাসটিক
    ফ্রেঞ্চ,সুইট এন্ড পোয়েটিক।
    বেঙ্গলি ইজ ,প্রিমিটিভ এই যুগে এটা ঠিক খাটে না
    জানেন ভাবী,আমার ছেলেমেয়েরা,বাংলা বলতে জানে না।
    বাংলা বলা লোয়ার ক্লাসেস,মান ইজ্জতের  ফালুদা
    তাইতো আমার ছেলেমেয়েরা ইংলিশ বলে সদা।
    "মোদের গর্ব মোদের আশা,আমরি বাংলা ভাষা"
    এগুলো এক্সট্রা!রাবিশ!চিপ ইমোশনে ঠাসা।
    তবে  ভাবী "ল্যাঙ্গুয়েজ ডে" 
    পালন করতে ওরা কিন্তু ভোলে না
    যদিও ওরা বাংলা ভাষার ইতিহাস নিয়ে
      কোন মাথা ঘামায়  না। 
     বিশ্ব পেলো "ল্যাঙ্গুয়েজ ডে" 
    ৫২'তে  বাংলা ভাষার আন্দোলন
    শহীদ হলো সালাম বরকত 
    আরো কত তাজা প্রাণ  দিল বলিদান।
    এতসব জেনে লাভ কি ভাবী বস্তা পচা সেন্টিমেন্ট
    বেঙ্গলিদের সাথেও বেঙ্গলি বলাটা লজ্জ্বার ব্যাপার,
      ইংলিশ বলাটাই এলিগেন্ট।
    ইংলিশ ভাষা শব্দে খাসা ওটা বলাই ইন
    বেঙ্গলি এক্সেন্ট গ্রামারে ভুল দারুন  ডিসগাস্টিং।
    যদিও ইংলিশ বলে তাদের মতো করেই 
    বিশ্বের অন্য ভাষাভাষী
    কই তারাতো নিজের ভাষাকে
     খাটো করে না ইংলিশের পাশাপাশি।
    আমরা কেন হীনতায় ভুগি বলি না বাংলায় কথা
    চাঁছা ছেলা ইংলিশ না বলতে পারলে বেছে নেই নীরবতা।
    ইংলিশ ভাষা কি নিদারুন,বাংলা না জানাটাই কুল
    বাংলা বলে সোসাইটিতে হবে নাকি ওরা ফুল।
    শেক্সপীয়র,ওয়ার্ডসওয়ার্থ,শেলী,কীটস বা বায়রন
    ভাষা ওদের কী বলিষ্ঠশক্ত-সবল যেন আয়রন।
    কাজী নজরুল,বঙ্কিম মধুসুধন দত্ত 
    ওদের কাছে তুচ্ছ নেহাত,নিঃগৃত
    তবে আমার ছেলেমেয়েরা টেগোর আর রে'কে  চেনে
     কারণ তারা পশ্চিমাদৃত।
    ওরা একেবারে পশ্চিমা ধাঁচে চলে তাই অভিমান বোঝে না
    জানেন ভাবীআমার ছেলে মেয়েরা,বাংলা বলতে জানে না।


    ভবানীপ্রসাদ মজুমদারের লেখা "বাংলাটা ঠিক আসে না!" আদলে আমার এই রম্য কবিতাটি রচিত।

    সানজিদা রুমি কর্তৃক গ্রথিত http://www.alokrekha.com

    5 comments:

    1. মিনহাজ রহমানFebruary 21, 2018 at 9:47 PM

      ভবানীপ্রসাদ মজুমদারের লেখা "বাংলাটা ঠিক আসে না!" আদলে রচিত রম্য কবিতাটি খুবই ভাল লাগল সানজিদা রুমির ।রম্য হলেও কি দারুন বাস্তবতা।এই কবিতায় আজকের হালচিত্র ফুটে উঠেছে। মনটাকে নাড়িয়ে দিল।

      ReplyDelete
    2. কাজী রোজিFebruary 21, 2018 at 10:06 PM

      ভবানীপ্রসাদ মজুমদারের লেখা "বাংলাটা ঠিক আসে না!" কি বলিষ্ঠ আর শক্তিশালী লেখা। প্রতিটি শব্দ ধারালো ছুরির মত বাস্তবতাকে চিরে দিয়েছে । কি অদ্ভুত, চমত্কার, অপরূপ, বিচিত্র বাস্তবতা।এই কবিতায় আজকের সমাজের চিত্র ফুটে উঠেছে।

      ReplyDelete
    3. ধিক্ শতধিক এই মানসিকতা সম্পন্ন মায়েদের জন্য। বড্ড করুণা হয় ময়ূরপুচ্ছ ধারী এই কাকদের জন্য।ধন্যবাদ রুমি।

      ReplyDelete
    4. কবিতা রায়February 21, 2018 at 10:19 PM

      দারুন লিখেছ সানজিদা ! আমি মুগ্ধ ! তোমার কবিতা পড়ে আমি অনেক আশবাদি।আমি মনে করি সামাজের আজকের এই বাস্তবতা ! সেরা কবিতা!অনেক শুভেচ্ছা ভাল থেক ভবানীপ্রসাদ মজুমদারের লেখা "বাংলাটা ঠিক আসে না!" কি বলিষ্ঠ আর শক্তিশালী লেখা।

      ReplyDelete
    5. সময়োপযোগী লেখায় দারুন চাবুক চালালে।
      খুব ভাল লেখা যদিও দাম খুব পায়না, বাংলায় লেখা বলে আজ কের দিনে কি আর চলে!!! কারন বাংলাটা বলতেই চায়না।দারুন।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ