তোমার আমার গান
অনীত রায়
অনিশ্চিত প্রান্ত থেকে দৌড়ে এলে তুমি
হাতে নিয়ে শেফালিকা বাস
কতোদূর থেকে এলে
ভাসালে তোমার ওষ্ঠ
আমার জমিতে অসীম সবুজ চারা
তোমার বপন-
অপ্রমেয় স্বর্ণশস্য দীপ্তিময় হতো বুঝি
কাঙ্ক্ষণীয় দীর্ঘ বর্ষা ছিল ক্ষীণ কালে
তবুও তোমার অসীম সুন্দর মরে
জনতার হেতুহীন ভীড়ে
অমেয় অনর্থ আকাঙ্ক্ষা প্রমাদ
তোমার আমার গান ভাঙে অসমাপ্ত
আমার বুকে কি ব্যথা বাজে কোন
অতৃপ্তযুবতী তুমি
তোমার কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষা
তোমার অখণ্ড ভূমি
কেন তুমি ঢেকে রাখো
অদৃশ্য চাদরে মুড়ে
তবুও আমার বুকে বারোমাস
তোমার ঝর্নাস্নানের উৎসার
শুধু অনর্থ জনতা তীব্র বুভুক্ষায়
তোমার আমার অন্তরাল।
http://www.alokrekha.com
ভালবাসার বীণার সুরে উৎসারে প্রেম -অপরূপ ভাষা আর শব্দের বুনিয়াদে শক্ত লেখা ।কবিকে এক বুক ভালবাসা ।
ReplyDeleteতোমার আমার গানে বিমূর্ত যে প্রেম কবি ছব্দে শব্দে মালা গেঁথেছেন তা মূর্তিমান রুপে ধরা দিয়েছে কবির বুকে ঝর্নাস্নানের উৎসার বারোমাস অনর্থ জনতা তীব্র বুভুক্ষায় ভালবাসা তাঁর অন্তরা্লে।
ReplyDeleteকবি অনিত রায়ের কবিতা পড়ে আমি মুগ্ধ আমি আপ্লুত
ReplyDeleteএকেবারে নিজস্ব পথ
চমৎকার শব্দবুনন
বিমূর্ত চিত্রকল্প
কবিতা হবে এরকম নির্মল প্রকাশ
আজকালযে কীসব কবিতা হচ্ছে
আর কীযে স্তুতি
কবিতার এই অকালে এরকম কবিতার জন্য
কবিককে অনেক অভিনন্দন
ছন্দ, শব্দের অপূর্ব গাঁথুনি আর ভাব প্রকাশে অনন্য কবিতা অনীত রায়ের ‘তোমার আমার গান’ । ‘তোমার অখণ্ড ভুমি কেন তুমি ঢেকে রাখো অদৃশ্য চাদরে মুড়ে' –সুন্দর এই অভিব্যাক্তি ! গান ভাঙে অসমাপ্ত ...কবির বর্ণনায় এক অসমাপ্ত প্রেমের অতৃপ্ত চিত্রই যেন ফুটে উঠে । “শুধু অনর্থ জনতা তীব্র বুভুক্ষায়, তোমার আমার অন্তরাল।"- ভাবের এই প্রকাশে জানা সত্য নতুন ভাবে উন্মোচিত! ধন্যবাদ কবিকে!
ReplyDeleteভাব,ভাষা আর ছন্দে অনন্য, অসাধারণ অনবদ্য কবিতা।"তোমার আমার গান" কবিতায় কবি ভালবাসার এক বিচিত্র রূপ তুলে ধরেছেন। সেখানে প্রণয়ের রূপ গতানুগনিক নয় ,চিরায়িত প্রেমের এক নব রূপ। খুব ভালো লাগলো কবি। অনেক অনেক শুভেচ্ছা।
ReplyDeleteচমৎকার কবিতা , খুব ভালো লাগলো ,কবিকে অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো , আরো কবিতার অপেক্ষায়ে রইলাম”
ReplyDeleteআমার শ্রদ্ধা শুভেচ্ছা ও ভালোবাসা নিন আপনারা।
ReplyDelete