শাশ্বত বীণা তুমি
সানজিদা রুমি
শাশ্বত বীণা তুমি, বসন্তের উৎসব- মাধুরী অবিনশ্বর
হৃদিয়ে মধুপাত্র উছলিয়া মাগি আমি আচার মাধুকর।
নিকুঞ্জতলে প্রেম সঞ্চারিবে যখন লীলাচ্ছলে,
ছন্দে ছন্দে মঞ্জিরীবে গুঞ্জন, আন্দোলিবে ক্ষণে ক্ষণে
অরণ্যের হৃদয়হিন্দোল ওঠবে ভাসি,অধরে অধর নয়ন নয়নে।
জাগায় দখিন হাওয়া মাঝে মাঝে একটুখানি পাওয়া
রইল গাঁথা জীবনের হারে সে যেন চিরদিনের চাওয়া ।
সেই-যে আমার জোড়া-দেওয়া ছিন্ন আলোর মালা
তাই দিয়ে আজ সাজাই তোমায়-
এক পলকের পুলক যত, নিমেষের লক্ষ প্রদীপ জ্বালা।
দিনের পরে দিন চলে যায় মীরাবাঈ পথের স্রোতেই ভাসা,
কখন আসে একটি সকাল সে যেন কৃষ্ণ প্রানে বাঁধে বাসা।
সানজিদা রুমি কর্তৃক গ্রথিত
http://www.alokrekha.com
শব্দে, ছন্দে ও ভাবে এক অনন্য প্রেম ভক্তির কবিতা। খুব ভালো লাগলো বহুদিন পর এমন শুদ্ধ কবিতা পড়ে। সানজিদা রুমি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ভাল থাকবেন।
ReplyDeleteপ্রেমের অনন্য রূপ তুলে ধরেছেন কবি এই কবিতায়। প্রেমের পাত্র মাগি হয়েছে মাধুকর। অনন্তরের পথে আলোক জ্বেলে প্রেমের অপেক্ষা ভালোবাসার অংকিত হয়েছে তা সত্যিইইইই প্রশংসার দাবি রাখে। কবিকে অনেক ধন্যবাদ আর এক রাশ শুভেচ্ছা।
ReplyDeleteছুটির দিনে সকালে এমন আবেগময় একখানি কবিতা পেয়ে। ভক্ত ও প্রেম মিলেমিশে এক হয়েছে।"শাশ্বত বীণা তুমি" খুব ভালো লাগলো। আলোকরেখা ও সানজিদা রুমিকে অনেক ধন্যবাদ।
ReplyDelete