সুরঞ্জনের সবিতা।
http://www.alokrekha.com
- সুনিকেত চৌধুরী
সকাল থেকে সন্ধ্যে অবধি পথচেয়ে বসে থাকা সুরঞ্জন
সবিতার সান্নিধ্যেই তো ভালোবাসার গাড়ীটাতে উঠেছিলো
প্রথমবারের মত ! মনে হয় এইতো সেদিন !
একান্ত সন্তর্পনে তপ্ত নিঃস্বাসে একে একে
কেমনে খুলেছিলো সকল দুয়ার এখন বসে ভাবে দিনমান!
যেখানেই ছুঁয়েছিলো সেখানেই পেয়েছিলো অমৃত
অনন্য অনাঘ্রাতা কিন্নরী কিংশুক ছুড়ে দিয়েছিলো
ঘ্রানের মাদকতা উদোম গায়ে চোখ মেলে চেয়ে চেয়ে !
সেই থেকে সুরঞ্জন সোনামাখা সকালের রোদটাকে
কোলে নিতে বারবার আরবার বসে থাকে জানালার পাশে
দীর্ঘ দিবস, দীর্ঘ বরষ -মাস !
কবি সুনিকেতের ভক্ত আমারা প্রেমের কবি । কি দারুন বর্ণনা "একান্ত সন্তর্পনে তপ্ত নিঃস্বাসে একে একে কেমনে খুলেছিলো সকল দুয়ার "। ভালোবাসার কি আকুল আবেদন। কবি আমাদের ভালবাসা গ্রহণ করেন আর আলোকরেখাকে অনেক অনেক ধন্যবাদ।
ReplyDeleteকবি সুনিকেতের "সুরঞ্জনের সবিতা।" কবিতা পরে হৃদয়ের তন্ত্রীগুলো বেজে উঠলো । বরাববরের মোট এই কবিতায় নিজেকে আবিষ্কার করলাম সুরঞ্জনের মাঝে। আমাদের সবারই সবিতাকে জন্য বসে থাকে জানালার পাশে দীর্ঘ দিবস, দীর্ঘ বরষ -মাস ! কবির জন্য ভালবাসা আর আলোকরেখাকে অনেক ধন্যবাদ।
ReplyDeleteসুনিকেত চৌধুরীর কবিতা মনকে আনন্দে ভাসায়, দুঃখ বোধে কাঁদায়ও কখনও। মনে হয় কবিতা নয়, কবিও বুঝি দৃশ্যমান চোখের সামনে, তাঁকেও পড়ে যাই, নিঃশ্বাসে! ভালোবাসার কবি! ভালোবাসায় ভাল থাকুন! এভাবেই!
ReplyDelete