নির্বাসনে চলে যাব !
- সুনিকেত চৌধুরী।
হিসেবের খাতায় বিয়োগ নিয়ে ব্যস্ত থাকার
সময় তো হয়নি আমার!
হৃদয়ের কারুকাজে কাহারবা তাল সঙ্গত
অভিলাষ যদি হয় কোনদিন
দূর থেকে জানান দিও ঘোষণা দিও উপুর্যপুরি
সাম্প্রতিকতা শিকেয় রেখে নির্বাসনে চলে যাব
আমার বাক্স-পেটারা নিয়ে - সই বলে ডাকবোনা আর কোনদিন!
দূর্বা ঘাস মলিন হবে, পরিচর্য্যাহীন তুলসীতলার আশীর্বাদ
পড়ে থাকবে অবহেলায় সারা উঠোন জুড়ে!
http://www.alokrekha.com
নির্বাসনে চলে যাব !- সুনিকেত চৌধুরী'র কবিতাটা খুবই হৃদয়গাহী। কবি তার প্রিয়কে কে বলেছে "জানান দিও ঘোষণা দিও উপুর্যপুরি সাম্প্রতিকতা শিকেয় রেখে নির্বাসনে চলে যাব".ভালোবাসায় কোন জবরদস্তি চলে না। তার কবিতায় এই বার্তাটি তিনি স্পষ্ট করেছেন। তাইতো কবি সুনিকেত আমাদের প্রাণের কবি।
ReplyDeleteনির্বাসনে চলে যাব !- সুনিকেত চৌধুরী'র কবিতাটা অতীব চমৎকার । কবি তার কবিতায় তার হৃদয়ের বার্তা দিয়েছেন যা অনেক আমার বাক্স-পেটারা নিয়ে - সই বলে ডাকবোনা আর কোনদিন!দূর্বা ঘাস মলিন হবে, পরিচর্য্যাহীন তুলসীতলার আশীর্বাদ পড়ে থাকবে অবহেলায় সারা উঠোন জুড়ে!চুপিসারে তিনি সরে যাবেন। দারুন এই জায়গাটায়।
ReplyDeleteভালবাসায় অভিমান, ভালবাসায় ছোঁয়া, বেঁচে থাকা, ভালবাসায়ই বেদনা, বিচ্ছেদ! ‘নির্বাসনে চলে যাব’ – কবিতা প্রেমাস্পদের প্রতি কবির অন্তরের অভিমান, অনুরাগের এক বিধুর চিত্র। ‘সাম্প্রতিকতা শিকেয় রেখে নির্বাসনে চলে যাব’- এক দুঃখবোধে বিচ্ছিন্নতার এই ঘোষণা, এই আর্তি মনকে বিষণ্ণ করে দেয়। শুভকামনা কবি!
ReplyDelete