নারীবাদ
– পূরবী মণ্ডল
ছোটো থেকে একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে দেখতে
আজ এতটা বড়ো হয়ে গেলাম
অবহেলিত মায়ের সমাজ,লান্ছিত আজ
ও ছেলে তাই ঠাম্মার বেশি আদর সব কিছু মাপ
আমি মেয়ে সবেতেই মানা
কিন্তু কেন?অনেকবার একই প্রশ্ন করেছি সবার কাছে
সভ্যতা সমাজ সৃষ্টির সাথে সাথে
নিয়ম বেধেছে যেন-পুরুষ তাই সে নারীর আগে
আজ কাল মেয়েরা যেন বাজারের কেনা সয়দা,ভোগ্যসামগ্রী
পুরুষের রুচি এলে মূল্য….নয়তো
তাদের স্থান স্যাঁতস্যেঁতে ওই ডাস্টবিনের এক কোণ
“নারী-পুরুষ সমানাধিকার” সভ্য সমাজের কিছু মানুষের দাবি
আদৌ তা কতটা বাস্তবায়িত?
না নিছক সভ্য হবার কথিত চারিত্রিক বৈশিষ্টের প্রকাশমাত্র
একদিকে নির্যাতন,ধর্ষণ , অন্যদিকে মিষ্টভাষী আলাপন
মেয়ে বলে তাসের ঘরে সুখের স্বপ্নই দেখে যায়
পুরুষের কাম-ক্রোধ-লোভের শিকার হয় নারী
ভদ্র বলে দাবি করে পিতৃসমাজের উলঙ্গমনা পুরুষেরা
হৃদয়হীন মনুষ্যতের বীজে প্রস্ফুটিত পুরুষসমাজ,করুণার সুর বাঁধে
সহানুভূতি দেখায় অসহায় বলে
পুরুষেরা তাদের আধিপত্য বজায় রাখতে রাখতে ভুলে গেছে ..
. পুরুষ জন্ম নেয় নারীগর্ভেই
আর সেই মায়েরই শেষ ঠিকানা আজ বৃদ্ধাশ্রম
তবু ও মা দুহাত ভরে আশীর্বাদ করে সন্তানদের …
. এই তো মা – এক নারী
http://www.alokrekha.com
কবি পূরবী মণ্ডলের নারীবাদ কবিতায় নারীর লাঞ্ছনা ও অবিহেলিত জীবনের চিত্র ফুটে উঠেছে। অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteকবি পূরবী মণ্ডলের নারীবাদ কবিতায় নারীর জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDelete