আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও নারীবাদ ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    নারীবাদ












    নারীবাদ
     – পূরবী মণ্ডল

    ছোটো থেকে একই ঘটনার পুনরাবৃত্তি দেখতে দেখতে
    আজ এতটা বড়ো হয়ে গেলাম
    অবহেলিত মায়ের সমাজ,লান্ছিত আজ
    ছেলে তাই ঠাম্মার বেশি আদর সব কিছু মাপ
    আমি মেয়ে সবেতেই মানা
    কিন্তু কেন?অনেকবার একই প্রশ্ন করেছি সবার কাছে

    সভ্যতা সমাজ সৃষ্টির সাথে সাথে
    নিয়ম বেধেছে যেন-পুরুষ তাই সে নারীর আগে
    আজ কাল মেয়েরা যেন বাজারের কেনা সয়দা,ভোগ্যসামগ্রী
    পুরুষের রুচি এলে মূল্য….নয়তো
    তাদের স্থান স্যাঁতস্যেঁতে ওই ডাস্টবিনের এক কোণ
    নারী-পুরুষ সমানাধিকারসভ্য সমাজের কিছু মানুষের দাবি
    আদৌ তা কতটা বাস্তবায়িত?
    না নিছক সভ্য হবার কথিত চারিত্রিক বৈশিষ্টের প্রকাশমাত্র
    একদিকে নির্যাতন,ধর্ষণ , অন্যদিকে মিষ্টভাষী আলাপন
    মেয়ে বলে তাসের ঘরে সুখের স্বপ্নই দেখে যায়
    পুরুষের কাম-ক্রোধ-লোভের শিকার হয় নারী
    ভদ্র বলে দাবি করে পিতৃসমাজের উলঙ্গমনা পুরুষেরা
    হৃদয়হীন মনুষ্যতের বীজে প্রস্ফুটিত পুরুষসমাজ,করুণার সুর বাঁধে
    সহানুভূতি দেখায় অসহায় বলে
    পুরুষেরা তাদের আধিপত্য বজায় রাখতে রাখতে ভুলে গেছে ..
    . পুরুষ জন্ম নেয় নারীগর্ভেই
    আর সেই মায়েরই শেষ ঠিকানা আজ বৃদ্ধাশ্রম
    তবু মা দুহাত ভরে আশীর্বাদ করে সন্তানদের
    . এই তো মাএক নারী


     http://www.alokrekha.com

    2 comments:

    1. জাহাঙ্গীর নোমানMarch 13, 2018 at 3:53 PM

      কবি পূরবী মণ্ডলের নারীবাদ কবিতায় নারীর লাঞ্ছনা ও অবিহেলিত জীবনের চিত্র ফুটে উঠেছে। অপূর্ব শব্দশৈলী চমৎকার। অপরূপ-বহুবর্ণ ও ভাষার প্রকাশ। উত্কৃষ্ট ও চমৎকার সৃষ্ট কবিতা । অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete
    2. রেহনুমা কবিরMarch 13, 2018 at 4:29 PM

      কবি পূরবী মণ্ডলের নারীবাদ কবিতায় নারীর জীবনের এমন গভীর ভাবনা, প্রতিফলন ও তার অভিব্যক্তির প্রকাশ।যেমন বিষয় বস্তু, তেমনি চমৎকার ভাষাভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ