সুবর্ণরেখার পাশের গ্রাম।
- সুনিকেত চৌধুরী।
সুবর্ণরেখার পাশের গ্রামে বলেছিলে বাড়ী তোমার
চোখে ছিল যে গভীরতা সাগরের আর ঠোঁটের কোণে হাসির ঝিলিক -
ক্ষনিকের সেই দেখা এখনো সজীব মাত্র তোলা সেলফির মতো
ক্ষনিকের সেই দেখা এখনো সজীব মাত্র তোলা সেলফির মতো
ধূসরতা শুধু দ্রাঘিমা জুড়ে আর তাই ম্রিয়মান সুবর্ণরেখা !
যদি বল আশা কি ছেড়ে দেব তবে, চলে যাবো এ তল্লাট ছেড়ে,
হৃদয়ের স্পন্দনে যে সুর বেজেছে সকাল-সন্ধ্যা-রাতে
আকাশের সাথে বাতাসের সাথে যত কথা বলা
নিমেষে মিটিয়ে দেব সব লেন-দেন ডিলিট বাটন চেপে!http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরীর সুবর্ণরেখা পাশের গ্রাম। দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য প্রেমের প্রতিপাদ্য উপমা! আধুনিক শব্দ ব্যবহারে অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteসুনিকেত চৌধুরীর কবিতা আমাকে কখনো ভাললাগায় আকণ্ঠ ডুবিয়ে রাখে, মনে অপার আনন্দ মৃদঙ্গ বাজায় তালে তালে, কখনো অসীম ভাবনায় তলিয়ে যাই, আবার কখনও কষ্টবোধের নিঃসীম নীল শূন্যতার গহীনে মন হারিয়ে যায়। ভালোবাসা, প্রেম, আনন্দ, বিরহ, বিদ্রোহ , অভিমান, রাগ, কষ্ট, বিসর্জন আবার ফিরে আসা- এই সব কিছুতে কবির বোধ, অনুভূতি গভীর থেকে গভীরতর। মূর্ত থেকে বিমূর্তের ধারণায় পৌঁছে দিতে বুঝি কবিই পারেন। আমি বিমুগ্ধ পাঠক! চোখের সামনে তাঁর অবয়বের অস্তিত্ব নেই, নিরাকার এক মানুষ বা দেহ মাত্র। তারপরও উপলব্ধি জুড়ে এক সরব সত্ত্বার উপস্থিতি টের পাই- তিনি আছেন শব্দ, কথা, ছন্দ, ভাব আর অভিব্যাক্তি প্রকাশের সেই যাদুকরী ক্ষমতাটা নিয়ে! অদৃশ্য সেই অস্তিত্বের সাথে চলে আমার প্রশ্ন-উত্তর অথবা মনে মনে একান্ত কথোপকথন। সুখ-দুঃখের টলমলে জীবন নিয়ে বেঁচে থাকি, ভাল থাকি-এভাবেই! ধন্যবাদ আলোকরেখা !!
ReplyDelete