ঘুমঘোরে
শামীম আজাদ
ঘুমোতে ইচ্ছে করে না
মনে হয় অনেকতো ঘুমিয়েছি
আমারে ফেলিয়া
কত কিছু ঘটে গেছে সেই ঘুমঘোরে
আজকের এই পলায়ন
যদি নিতে পারে
পূর্ণ প্রেমেমজা কোন ঘাটে
পূর্ণিমা পুকুরের পাড়ে
কোমল মেদের মত মেঘ বসা
কোনো আকাশের তলে
তবেই ঘুমোবো আমি
না হয় জাগিয়া রবো
বিছানাকান্দি বরিশাল
বা আসামের
প্রিয়তী পাশা জলে
জনপ্রিয় কবি শামিম আজাদের ঘুমঘোরে দারুন অনবদ্য কবিতা বরাবরের মতই! অপূর্ব ভাব ! অনন্য উপমা! শব্দের মুক্তা মালা!আবাহন আলোর নতুন দিনের! অনেক সুন্দর কবিতা! শুভেচ্ছা রইল!
ReplyDeleteমন্তব্য করা যাচ্ছেনা কেন?
ReplyDeleteসানজিদা জানালেন আলোকরেখায় কেন যেন মন্তব্য করা যাচ্ছেনা। আমি এটা পোস্ট করছি পরখ করার জন্যে। দেখি প্রকাশিত হয় কি না।
ReplyDelete"ঘুমোতে ইচ্ছে করে না
ReplyDeleteমনে হয় অনেকতো ঘুমিয়েছি
আমারে ফেলিয়া
কত কিছু ঘটে গেছে সেই ঘুমঘোরে"
অসাধারণ পংক্তি অসাধারণ জীবনবোধ
আমাকে বেশ ভাবনায় ফেলেছে
আমিও ঘুমাতে চাইনা আর
কবিকে আন্তরিক অভিনন্দন