প্রভাময়ী ধ্যান-
অনীত রায়
তোমার হৃদয় খুঁড়েছি আমার গন্ধধূপে শাঁখে
তোমার সুস্নিগ্ধ মাটিতে লেগেছে গোলাপ সুবাস
গর্বিত শিখরে তার লাজনম্র মৌন চন্দ্রমৌলি
অসীম নির্লিপ্তি মেখে শিশুমুখ পরিচর্যা নেয়
গভীর নৈকট্যে তাকে পেতে দাও চেতন-বিছানা
পরম নিশ্চিন্তে তোমার সাধনে সে হয় রাজন
গভীর তৃপ্তিতে কুটাম কাটাম নিঃশব্দ যমুনা
কি অপূর্ব বর্ণনা প্রেয়সীর ভালোবাসার। ধ্যান মগ্ন হৃদয়ে বাজে গন্ধধূপে শাঁখ।দারুন চমত্কার, অপরূপ ভাষার প্রয়োগ। শুভেচ্ছা কবি
ReplyDelete"তোমার কাঞ্চনজঙ্ঘার সুবর্ণ পেয়েছে আমাতে-গর্বিত শিখরে তার লাজনম্র মৌন চন্দ্রমৌলি"
ReplyDeleteবিস্ময়কর বিচিত্র অভিনব মার্জিত প্রকাশ।এই কবিতায় কবির বিমূর্ত প্রেম মূর্তিমান হয়ে ধরা পরেছে পাথকের সামনে ।অনেক অনেক ভালবাসা কবি।