আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও জলহাওয়ার লেখা ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    জলহাওয়ার লেখা






    জলহাওয়ার লেখা
    জয় গোস্বামী

    স্নেহসবুজ দিন
    তোমার কাছে ঋণ
    বৃষ্টিভেজা ভোর
    মুখ দেখেছি তোর
    মুখের পাশে আলো
    মেয়ে তুই ভালো
    আলোর পাশে আকাশ
    আমার দিকে তাকা
    তাকাই যদি চোখ
    একটি দীঘি হোক
    যে-দীঘি জ্যোৎস্নায়
    হরিণ হয়ে যায়
    হরিণদের কথা
    জানুক নীরবতা
    নীরব কোথায় থাকে
    জলের বাঁকে বাঁকে
    জলের দোষ? — নাতো!
    হাওয়ায় হাত পাতো!
    হাওয়ার খেলা? সেকি!
    মাটির থেকে দেখি!
    মাটিরই গুণ? — হবে!
    কাছে আসুক তবে!
    কাছে কোথায়? — দূর!
    নদী সমুদ্দুর
    সমুদ্র তো নোনা
    ছুঁয়েও দেখবো না
    ছুঁতে পারিস নদী
    শুকিয়ে যায় যদি?
    শুকিয়ে গেলে বালি
    বালিতে জল ঢালি
    সেই জলের ধারা
    ভাসিয়ে নেবে পাড়া
    পাড়ার পরে গ্রাম
    বেড়াতে গেছিলাম
    গ্রামের কাছে কাছে
    নদীই শুইয়ে আছে
    নদীর নিচে সোনা
    ঝিকোয় বালুকণা
    সোনা খুঁজতে এসে
    ডুবে মরবি শেষে
    বেশ, ডুবিয়ে দিক
    ভেসে উঠবো ঠিক
    ভেসে কোথায় যাবো?
    নতুন ডানা পাবো
    নামটি দেবো তার
    সোনার ধান, আর
    বলবোঃ শোন, এই
    কষ্ট দিতে নেই
    আছে নতুন হাওয়া
    তোমার কাছে যাওয়া
    আরো সহজ হবে
    কত সহজ হবে
    ভালোবাসবে তবে? বলো
    কবে ভালোবাসবে?




     http://www.alokrekha.com

    3 comments:

    1. 'জল হাওয়ার লেখায়' কবিতায় মুগ্ধ হলাম, বিভোর আনন্দের বিহ্বল করা এক উচ্ছাসে উচ্ছসিত হলাম । জয় গোস্বামীর কবিতার ধরণ, ভাব এবং আবেগিক সৌন্দর্য আমাকে ছুঁয়ে যায় সবসময়। তাঁর লেখা অসাধারন একটি কবিতা 'একজন বিবাহিতাকে' পড়েছি অনেকবার। ধন্যবাদ আলকরেখা !

      ReplyDelete
    2. মিজানুর রহমানMarch 12, 2018 at 5:12 PM

      জয় গোস্বামী'র - জলহাওয়ার লেখা নতুন করে পরে ভাল লাগলো। আলোকরেখাকে অনেক ধন্যবাদ।

      ReplyDelete
    3. "জল পড়ে পাতা নড়ে" বৎ সাবলীল ছন্দোবদ্ধতায় রচিত "জলহাওয়ার লেখা" জলের মতোই গড়িয়ে চলে পড়তে গিয়ে! পড়ে ভালোলাগা, শুনে ভালোলাগা আর বুঝে ভাললাগা - সব ভালোলাগা মিলে মিশে এক চমৎকার ভালোলাগার জগতে ভ্রমণে নিয়ে গেল জয় গোস্বামী র কবিতা! অনেক ভালোলাগা শুভেচ্ছা, কবি! অনেক কৃতজ্ঞতা!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ