আজ বসন্ত !
- আশরাফ আলী
বসন্তের চলে যাওয়া পীড়িত করেছিলো গতবার
তাই আনন্দ অবগাহনে নিরাসক্ত আমি এই বসন্তে।
আমি চাই চিরকালের বসন্ত, চাই আনন্দ অবগাহন
দাও যদি ভালোলাগা দিও আমার চাওয়া বসন্তের মতো
ভালোবেসে ভিখিরী হতে বলিনা তোমায়
বলি, তুমি হও ঐশ্চর্য্যশালী ভালোবেসে, এই বসন্তে !
http://www.alokrekha.com
বসন্ত মানেই রং রূপ রসে আনন্দ উৎসব। কিন্তু কবির জীবনের গত বসন্ত ছিল দুঃখের অবগাহন। তাই কবির চাওয়া "আমি চাই চিরকালের বসন্ত, চাই আনন্দ অবগাহন দিবা-নিশি, বরষ মাস, প্রতিটা দিনের প্রতিটা ক্ষণ !" সাথে ভালবাসার ঐশ্বর্য। দারুন ভাবে ব্যক্ত হয়েছে সামান্য চাওয়া। অনেক ভালবাসা কবিকে শুভেচ্ছা সহ
ReplyDeleteসামান্য কটা লাইনে কবি আশরাফ আলী তাঁর কবিতায় ভালবাসা আর বসন্তের যে আরক্ত দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কত বার যে কবিতাটা পড়া হল। কবি সুনিকেত চৌধুরী যেন আমার মনের কথাই বলছেন।" তোমার কথায় ডিঙাতে পারি পাহাড় পাড়ি দিতে পারি সমুদ্র, দিতে পারি বিসর্জন সর্বস্ব ।আর সেই তুমি সবশেষে অবশেষে বল যদি আরে, সেদিন যা বলেছি সে তো ছিল কথার কথা কথাচ্ছলে বলা কথা - তুমি সেটা ভেবেছো সত্যি? সত্যি তুমি অবাক করলে, এমন মানুষ আছে বুঝি? "অনেক ভালোবাসা কবিকে। আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য।
ReplyDeleteকবি আশরাফ আলী তাঁর "আজ বসন্ত !" কবিতায় ঋতু রাজ্ বসন্ত ও জীবনের সুধা রাজ্ ভালোবাসাকে কর্ম অমৃত রূপে বর্ণিত করেছেন। বসন্তে বহে আনন্দধারা -বয়ে আনে প্রেমের মুকুর। গত বসন্তের চলে যাওয়া তাকে পীড়িত করেছিলো গতবার তাই তিনি আনন্দ অবগাহনে নিরাসক্ত এই বসন্তে। অপূর্ব ভাষায় তিনি অংকিত করেছেন তার চাওয়া ভালবাসা এই বসন্তে। অনেক অনেক ভালোবাসা কবি।
ReplyDelete