যাহা বলিব সত্য বলিব !
- সুনিকেত চৌধুরী
যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না !
শপথের সব শর্ত ভেঙে ভেঙে তুমি যে অট্টালিকা গড়েছো
গড়েছো যে তাসের ঘর - কোনো লোভ নেই তাতে আমার,
হারিয়েছি তোমায় আমি সেই সুপ্রভাতে
দক্ষিণ জানালা খুলে বলেছিলে যেদিন তুমি
পাশের বাড়ীর স্বপ্নার কথা অকাতরে গর্বভরে।
বলেছিলে স্বপ্নদায়ীনি স্বপ্নার সমুন্নত গ্রীবার ডগায়
চিকচিকে ঘামের অলংকারের কথা
বলেছিলে তার হরিণ চোখের কথা
বলেছিলে তার মতো মিষ্টি করে বেলী ফুলের হাসি
পারবেনা দিতে কেউ কোনদিন!
আমি জানি সত্য তুমি বলনি,
বলনি বুকের ব্যথার কথা
বলনি যে দিয়ে গেছো তিলে তিলে
সবটুকু ঘাম আর সবটুকু ঘুম
বৈশাখের ঝড়, চৈত্রের রৌদ্র আর রাত্রির ভ্রূকুটি
করেছো অবহেলা অনায়াসে।
সবটুকু দিয়ে টিয়ে থেকেছে যতটুকু তাই নিয়ে রাত্রি শেষে
আল্তো চুমুতে আদর যখন করেছো সত্য তখনো বলনি তুমি
শুধু মিথ্যে করে বলেছো, পারোনি নাকি কিছু দিতে !
http://www.alokrekha.com
মিথ্যে পাওয়াকে সত্য মনে করে আমরা এক অহম পরিতৃপ্তিতে ভুগি। অন্যের বাহ্যিক সন্তুষ্ট জীবনে খুঁজে পাই চরম প্রশান্তি। অথচ বাস্তবে কি তাই ? কবি - সুনিকেত চৌধুরী যাহা বলিব সত্য বলিব ! কবিতায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন "সবটুকু দিয়ে টিয়ে থেকেছে যতটুকু তাই নিয়ে রাত্রি শেষে আল্তো চুমুতে আদর যখন করেছো সত্য তখনো বলনি তুমি শুধু মিথ্যে করে বলেছো, পারোনি নাকি কিছু দিতে " কবিতাটি খুব হৃদয়স্পর্শী।বরাবরের মতই এই কবিতাটিও খুব ভাল লাগলো।
ReplyDeleteঅনুপম এক কবিতা। আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেতের কবিতার জন্য। এই "যাহা বলিব সত্য বলিব ! " খুবই হৃদয়গ্রাহী । দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ReplyDelete