আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও যাহা বলিব সত্য বলিব ! ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    যাহা বলিব সত্য বলিব !

    যাহা বলিব সত্য বলিব !
    - সুনিকেত চৌধুরী

    যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না !
    শপথের সব শর্ত ভেঙে ভেঙে তুমি যে অট্টালিকা গড়েছো
    গড়েছো যে তাসের ঘর - কোনো লোভ নেই তাতে আমার,
    শঙ্কাও নেই কোন তোমাকে হারাবার!
    হারিয়েছি তোমায় আমি সেই সুপ্রভাতে
    দক্ষিণ জানালা খুলে বলেছিলে যেদিন তুমি
    পাশের বাড়ীর স্বপ্নার কথা অকাতরে গর্বভরে। 
    বলেছিলে স্বপ্নদায়ীনি স্বপ্নার সমুন্নত গ্রীবার ডগায়
    চিকচিকে ঘামের অলংকারের কথা
    বলেছিলে তার হরিণ চোখের কথা
    বলেছিলে তার মতো মিষ্টি করে বেলী ফুলের হাসি
    পারবেনা দিতে কেউ কোনদিন!
    আমি জানি সত্য তুমি বলনি,
    বলনি বুকের ব্যথার কথা
    বলনি যে দিয়ে গেছো তিলে তিলে
    সবটুকু ঘাম আর সবটুকু ঘুম
    বৈশাখের ঝড়, চৈত্রের রৌদ্র আর রাত্রির ভ্রূকুটি
    করেছো অবহেলা অনায়াসে। 
    সবটুকু দিয়ে টিয়ে থেকেছে যতটুকু তাই নিয়ে রাত্রি শেষে
    আল্তো চুমুতে আদর যখন করেছো সত্য তখনো বলনি তুমি
    শুধু মিথ্যে করে বলেছো, পারোনি নাকি কিছু দিতে


     http://www.alokrekha.com

    2 comments:

    1. মেহতাব রহমানMarch 30, 2018 at 5:30 PM

      মিথ্যে পাওয়াকে সত্য মনে করে আমরা এক অহম পরিতৃপ্তিতে ভুগি। অন্যের বাহ্যিক সন্তুষ্ট জীবনে খুঁজে পাই চরম প্রশান্তি। অথচ বাস্তবে কি তাই ? কবি - সুনিকেত চৌধুরী যাহা বলিব সত্য বলিব ! কবিতায় খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন "সবটুকু দিয়ে টিয়ে থেকেছে যতটুকু তাই নিয়ে রাত্রি শেষে আল্তো চুমুতে আদর যখন করেছো সত্য তখনো বলনি তুমি শুধু মিথ্যে করে বলেছো, পারোনি নাকি কিছু দিতে " কবিতাটি খুব হৃদয়স্পর্শী।বরাবরের মতই এই কবিতাটিও খুব ভাল লাগলো।

      ReplyDelete
    2. মৃণাল কান্তি দেMarch 31, 2018 at 4:17 PM

      অনুপম এক কবিতা। আমরা অপেক্ষায় থাকি কবি সুনিকেতের কবিতার জন্য। এই "যাহা বলিব সত্য বলিব ! " খুবই হৃদয়গ্রাহী । দারুন অনুভূতি কবিতা বার বার পড়তে ইচ্ছে করে। ! আলোকরেখাকে ও কবি সুনিকেত চৌধরী অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ