কথার কথা।
সুনিকেত চৌধুরী
কথা দাও, কথার কথা বলবেনা তুমি কোনো দিন ।
তোমার কথায় ডিঙাতে পারি পাহাড়
পাড়ি দিতে পারি সমুদ্র, দিতে পারি বিসর্জন সর্বস্ব ।
আর সেই তুমি সবশেষে অবশেষে বল যদি
আরে, সেদিন যা বলেছি সে তো ছিল কথার কথা
কথাচ্ছলে বলা কথা - তুমি সেটা ভেবেছো সত্যি?
সত্যি তুমি অবাক করলে, এমন মানুষ আছে বুঝি?
http://www.alokrekha.com
আলোকরেখাকে অনেক ধন্যবাদ আমাদের প্রিয় কবি সুনিকেত চৌধুরীর কবিতা প্রকাশ করে পড়ার সুযোগ করে দেবার জন্য !সাধারণ উপপাদ্য অথচ ভীষণ হৃদয়গ্রাহী বিষয়ভিত্তিক এক অপূর্ব কবিতা "কথার কথা।"
ReplyDeleteজীবনের সহজ এক প্রতিপাদ্যঃ কিন্তু নির্মম - হৃদয় নিংড়ানো ভালোবাসার প্রতিদানে শুনতে হয় "আরে, সেদিন যা বলেছি সে তো ছিল কথার কথা".এটা আমাদের জীবনের প্রতিনিয়ত ঘটে থাকে। কথাচ্ছলে বলা কথা - তুমি সেটা ভেবেছো সত্যি? ! কবি সুনিকেতের তার সব কবিতাই দারুন প্রশংসাবাদী কবিতা ! জীবনের এমন ভাবনা, প্রতিফলন তা কখনও কঠিন ভাষা বা বিষয়ে হোক। কিম্বা কথার কথার মত সহজ অথচ বাস্তব কবিতায় হোক। চমৎকার অনিন্দ্য এক কবিতা। বড্ডো ভালো। অনেক ভালোবাসা কবি।
ReplyDeleteসহজ ভাষায় বাস্তব বিষয় বস্তু, কি চমৎকার ভাব অপূর্ব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য কবিতা ।কথার কথা আমরা অনেকেই বলে থাকি সহজ ভাষায় বা অভিব্যক্তিতে তার কোন ক্রিয়া প্রতিক্রিয়া না ভেবেই বলে ফেলি "কথাচ্ছলে বলা কথা - তুমি সেটা ভেবেছো সত্যি?"।অথচ সেই মানুষটা "তোমার কথায় ডিঙাতে পারি পাহাড় পাড়ি দিতে পারি সমুদ্র, দিতে পারি বিসর্জন সর্বস্য।" কবি সুনিকেত অতি সহজে তার কবিতায় তুলে ধরেছেন অনন্য ভাবে।
ReplyDeleteকি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কত বার যে কবিতাটা পড়ালাম। কবি সুনিকেত চৌধুরী যেন আমার মনের কথাই বলছেন।" তোমার কথায় ডিঙাতে পারি পাহাড় পাড়ি দিতে পারি সমুদ্র, দিতে পারি বিসর্জন সর্বস্ব ।আর সেই তুমি সবশেষে অবশেষে বল যদি আরে, সেদিন যা বলেছি সে তো ছিল কথার কথা কথাচ্ছলে বলা কথা - তুমি সেটা ভেবেছো সত্যি? সত্যি তুমি অবাক করলে, এমন মানুষ আছে বুঝি? "অনেক ভালোবাসা কবিকে। আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন গুনি কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য।
ReplyDeleteকথার শব্দ খেলায় কোনটা কথার কথা আর কোনটা সত্যি কথা দেয়ার কথা- এই হিসেবে ফাঁকি থেকে যায় প্রতি ক্ষণে। কথাচ্ছলে বলা কথায় অনেক কিছু অকথিত থেকে যায়, আবার যা, যতটুকু বলার ছিল তা ভিন্নতায় প্রকাশ হয়। কবির অন্তর্দৃষ্টি আর অভিমানী হৃদয় এই সত্যকে উপলব্ধি করে গভীর নিবিড়তায়। সাধারন, চিরায়ত ঘটনাকে অসাধারন এক আবেগিকতায় প্রকাশের সুক্ষ কাজটি সাধন হয় কবির কলমেই। সুনিকেত চৌধুরীর কবিতায় সেখানেই পাঠকের চির মুগ্ধতা ! শুভকামনা কবি! নিরন্তর!
ReplyDelete