অনীত রায়
তোমার বুকেও এতটা দহন
শীতল আগুন ক্রমশ কল্লোল
সূর্যের বুকের কিছুটা উত্তাপ
ছিঁড়ে নিয়ে যায় তোমার মানুষ
অসীম তৃপ্তিতে নিমীলিতচোখ
এখানে আকাল থাকে বারোমাস
'জিও মেরে লাল' অমিয় সাগরে
সেদিন যেমন অমর্ত্য হয়েছে
আকুল যুবক মরণবাসরে
তার চরণের থেকে মুছে দ্যায়
মর্ত্যধূলিকণা প্রিয় দগ্ধ বুক
প্রশান্তি বেজেছে বেহালার ছড়ে
সরগম শুধু সেধেছে কোকিল
আকালের মাঝে শুধু একদিন
এমন বসন্ত আকাশে ভেসেছে
এ পঞ্চমে মাঘ-বুকে মাথা রাখো
শীতল দহন সরে যাও তুমি
পঞ্চম সময়ে বিমল বসন্তhttp://www.alokrekha.com
0 comments:
Post a Comment
অনেক অনেক ধন্যবাদ