আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও -আপনাকে এই লুকিয়ে-রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও-যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে..আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে..এই অরুণ আলোর সোনার-কাঠি ছুঁইয়ে দাও..আমার পরান-বীণায় ঘুমিয়ে আছে অমৃতগান-তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তান..তারে আনন্দের এই জাগরণী ছুঁইয়ে দাও যাত্রাশুরুর আশীর্বাদ। ~ alokrekha আলোক রেখা
1) অতি দ্রুত বুঝতে চেষ্টা করো না, কারণ তাতে অনেক ভুল থেকে যায় -এডওয়ার্ড হল । 2) অবসর জীবন এবং অলসতাময় জীবন দুটো পৃথক জিনিস – বেনজামিন ফ্রাঙ্কলিন । 3) অভাব অভিযোগ এমন একটি সমস্যা যা অন্যের কাছে না বলাই ভালো – পিথাগোরাস । 4) আমাকে একটি শিক্ষিত মা দাও , আমি তোমাকে শিক্ষিত জাতি দেব- নেপোলিয়ন বোনাপার্ট । 5) আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না – শিলার । 6) উপার্জনের চেয়ে বিতরণের মাঝেই বেশী সুখ নিহিত – ষ্টিনা। 7) একজন ঘুমন্ত ব্যাক্তি আরেকজন ঘুমন্ত ব্যাক্তি কে জাগ্রত করতে পারে না- শেখ সাদী । 8) একজন দরিদ্র লোক যত বেশী নিশ্চিত , একজন রাজা তত বেশী উদ্বিগ্ন – জন মেরিটন। 9) একজন মহান ব্যাক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যাক্তিদের সাথে তার ব্যবহার দেখে – কার্লাইন । 10) একজন মহিলা সুন্দর হওয়ার চেয়ে চরিত্রবান হওয়া বেশী প্রয়োজন – লং ফেলো। 11) কাজকে ভালবাসলে কাজের মধ্যে আনন্দ পাওয়া যায় – আলফ্রেড মার্শা
  • Pages

    লেখনীর সূত্রপাত শুরু এখান থেকে

    যাত্রাশুরুর আশীর্বাদ।

    যাত্রাশুরুর আশীর্বাদ।
    সুনিকেত চৌধুরী

    যাত্রাশুরুর মাহেন্দ্রক্ষণে তুমি যে চুমু দিয়েছিলে কপালে আমার
    অদৃশ্য রাজটিকা হয়ে সে আমাকে বিজয়ী করে আজো
    প্রমত্ত সকল সভায়।  করে অভিলাষী উত্তরোত্তর বিজয়ের। 
    তোমার চোখের স্নেহমাখা নীরব আশীর্বাদ ছায়া দেয় এখনো
    সমস্ত ঝঞ্জায় ! বয়ে আনে নির্মলতা নিদারুন খরায়।
     
    বেরুবার পথে ছিটানো জল ভাসিয়ে নিয়ে যায় অমঙ্গল যত
    যত বেদনা।  শোকাহত হৃদয়ের মলিনতা করে নিমেষে উধাও। 
    তোমার আঁচলের সুবাস ফুসফুসে আজো দেয় অবারিত অক্সিজেন
    শুষে নেয় জনারণ্যে একা থাকা বিষণ্ণ বিকেলের যত ধূসরতা। 



     http://www.alokrekha.com

    5 comments:

    1. জাহাঙ্গীর নোমানMarch 2, 2018 at 6:45 PM

      কবির যাত্রাশুরুর মাহেন্দ্রক্ষণে তুমি যে বিমূর্ত ভালোবাসা দিয়েছিলে কপালে তা অদৃশ্য রাজটিকা হয়ে সে তাকে বিজয়ী করে আজো ।দারুন ভাবে এই কবিতায় প্রকাশ পেয়েছে।কবিকে অনেক শুভেচ্ছা

      ReplyDelete
    2. কেরামত মাওলাMarch 2, 2018 at 7:15 PM

      কবি সু্নিেকেত চৌধুরীর যাত্রাশুরুর আশীর্বাদ। খুব ভাল লাগলো কবিতাখানি! এমন চাওয়া কি সবাই চাইতে পারে? কি দারুণ উপলব্ধি ! মনকে সত্বাকে নাড়া দেয় প্রবল ভাবে ~ অনেক ভাল থাকবেন আমাদের প্রিয় কবি সু্নিেকেত চৌধুরী।

      ReplyDelete
    3. কবিতা রায়March 2, 2018 at 7:29 PM

      অনুভবের সবটুকু বলা যায়না-কিছু কিছু অকথিত থেকে যায় । সুনিকেত চৌধুরীর কবিতা আমাকে অব্যক্ত সেই গভীরতায় নিয়ে গেছে। শুভকামনা কবি!

      ReplyDelete
    4. মোহন সিরাজীMarch 2, 2018 at 8:33 PM

      কবি- সুনিকেত চৌধুরীর "যাত্রাশুরুর আশীর্বাদ। " আপনার অন্য কবিতার মত আরেকটি অনবদ্য কবিতা । বরাবরের মতই প্রচণ্ড দৃড়তার প্রত্যাশিত আকাঙ্খায় কবি নিজেকে প্রকাশ করেছেন। কবি সুনিকেত চৌধুরীর কবিতা "যাত্রাশুরুর আশীর্বাদ। " দারুন ও চমৎকার সৃষ্ট কবিতা।

      ReplyDelete
    5. ঋতু মীরMarch 2, 2018 at 9:47 PM

      মনের নিদারুণ খরায় একঝলক ঠাণ্ডা হাওয়ার পরশ নিয়ে এলো কবিতা ‘যাত্রা শুরুর আশীর্বাদ’। ভাবের অপরূপ স্নিগ্ধ কোমলতা আর সমর্পণের পবিত্রতা মন ছুঁয়ে যায়, ক্লান্তি ভুলে যায় দেহ। সুনিকেতের কবিতায় জাগ্রত হয় সেই বিশ্বাস – ভালোবাসা মানুষকে সুন্দর, অমলিন আর শুদ্ধতায় বাঁচতে শেখায়।‘তোমার আঁচলের সুবাস ফুসফুসে আজো দেয় অবারিত অক্সিজেন, শুষে নেয় জনারণ্যে একা থাকা বিষণ্ণ বিকেলের যত ধূসরতা' --অনন্য এই অভিব্যাক্তি ! ধন্যবাদ কবি! বিজয়ের রাজটীকা চির উজ্জ্বল হোক কপালে!

      ReplyDelete

    অনেক অনেক ধন্যবাদ