যাত্রাশুরুর আশীর্বাদ।
সুনিকেত চৌধুরী
যাত্রাশুরুর মাহেন্দ্রক্ষণে তুমি যে চুমু দিয়েছিলে কপালে আমার
অদৃশ্য রাজটিকা হয়ে সে আমাকে বিজয়ী করে আজো
প্রমত্ত সকল সভায়। করে অভিলাষী উত্তরোত্তর বিজয়ের।
তোমার চোখের স্নেহমাখা নীরব আশীর্বাদ ছায়া দেয় এখনো
সমস্ত ঝঞ্জায় ! বয়ে আনে নির্মলতা নিদারুন খরায়।
বেরুবার পথে ছিটানো জল ভাসিয়ে নিয়ে যায় অমঙ্গল যত
যত বেদনা। শোকাহত হৃদয়ের মলিনতা করে নিমেষে উধাও।
তোমার আঁচলের সুবাস ফুসফুসে আজো দেয় অবারিত অক্সিজেন
http://www.alokrekha.com
সুনিকেত চৌধুরী
যাত্রাশুরুর মাহেন্দ্রক্ষণে তুমি যে চুমু দিয়েছিলে কপালে আমার
অদৃশ্য রাজটিকা হয়ে সে আমাকে বিজয়ী করে আজো
প্রমত্ত সকল সভায়। করে অভিলাষী উত্তরোত্তর বিজয়ের।
তোমার চোখের স্নেহমাখা নীরব আশীর্বাদ ছায়া দেয় এখনো
সমস্ত ঝঞ্জায় ! বয়ে আনে নির্মলতা নিদারুন খরায়।
বেরুবার পথে ছিটানো জল ভাসিয়ে নিয়ে যায় অমঙ্গল যত
যত বেদনা। শোকাহত হৃদয়ের মলিনতা করে নিমেষে উধাও।
তোমার আঁচলের সুবাস ফুসফুসে আজো দেয় অবারিত অক্সিজেন
শুষে নেয় জনারণ্যে একা থাকা বিষণ্ণ বিকেলের যত ধূসরতা।
http://www.alokrekha.com
কবির যাত্রাশুরুর মাহেন্দ্রক্ষণে তুমি যে বিমূর্ত ভালোবাসা দিয়েছিলে কপালে তা অদৃশ্য রাজটিকা হয়ে সে তাকে বিজয়ী করে আজো ।দারুন ভাবে এই কবিতায় প্রকাশ পেয়েছে।কবিকে অনেক শুভেচ্ছা
ReplyDeleteকবি সু্নিেকেত চৌধুরীর যাত্রাশুরুর আশীর্বাদ। খুব ভাল লাগলো কবিতাখানি! এমন চাওয়া কি সবাই চাইতে পারে? কি দারুণ উপলব্ধি ! মনকে সত্বাকে নাড়া দেয় প্রবল ভাবে ~ অনেক ভাল থাকবেন আমাদের প্রিয় কবি সু্নিেকেত চৌধুরী।
ReplyDeleteঅনুভবের সবটুকু বলা যায়না-কিছু কিছু অকথিত থেকে যায় । সুনিকেত চৌধুরীর কবিতা আমাকে অব্যক্ত সেই গভীরতায় নিয়ে গেছে। শুভকামনা কবি!
ReplyDeleteকবি- সুনিকেত চৌধুরীর "যাত্রাশুরুর আশীর্বাদ। " আপনার অন্য কবিতার মত আরেকটি অনবদ্য কবিতা । বরাবরের মতই প্রচণ্ড দৃড়তার প্রত্যাশিত আকাঙ্খায় কবি নিজেকে প্রকাশ করেছেন। কবি সুনিকেত চৌধুরীর কবিতা "যাত্রাশুরুর আশীর্বাদ। " দারুন ও চমৎকার সৃষ্ট কবিতা।
ReplyDeleteমনের নিদারুণ খরায় একঝলক ঠাণ্ডা হাওয়ার পরশ নিয়ে এলো কবিতা ‘যাত্রা শুরুর আশীর্বাদ’। ভাবের অপরূপ স্নিগ্ধ কোমলতা আর সমর্পণের পবিত্রতা মন ছুঁয়ে যায়, ক্লান্তি ভুলে যায় দেহ। সুনিকেতের কবিতায় জাগ্রত হয় সেই বিশ্বাস – ভালোবাসা মানুষকে সুন্দর, অমলিন আর শুদ্ধতায় বাঁচতে শেখায়।‘তোমার আঁচলের সুবাস ফুসফুসে আজো দেয় অবারিত অক্সিজেন, শুষে নেয় জনারণ্যে একা থাকা বিষণ্ণ বিকেলের যত ধূসরতা' --অনন্য এই অভিব্যাক্তি ! ধন্যবাদ কবি! বিজয়ের রাজটীকা চির উজ্জ্বল হোক কপালে!
ReplyDelete