সীমানাহীন সীমান্ত।
- আশরাফ আলী
মেঘেদের সাথে ঝগড়া করে
জিতে যদি নেয়া যেত আকাশটাকে,
তোমায় দিতাম সেটা তোমার জন্মদিনে !
যেখানে দিগন্ত তোমার বিশালতার, তোমার হৃদয়ের
জুড়ে দিতে সেইখানে এই আকাশটাকে !
তারপরে বলাকারা যেত উড়ে ঝাঁকে ঝাঁকে
হারিয়ে যেত সীমানাহীন সীমান্তে !
কাঙ্খিত বাসনার সমবেত সংগীতে
সমর্পিত হতো, উন্মোচিত হতো
অমিত সম্ভাবনার সকল দুয়ার !
http://www.alokrekha.com
কবি আশরাফ আলীর "সীমানাহীন সীমান্ত।" প্রেমের অভিব্যক্তিপূর্ণ উত্কৃষ্ট কবিতা
ReplyDelete।চমৎকার জীবন ভালবাসা বোধের প্রকাশ।অপূর্ব বিষয় বস্তু,ভাষাভাব ও শব্দচয়ন ও রচনা শৈলী মিলিয়ে অনবদ্য ও অনিন্দ্য এক কবিতা। কবিকে প্রান ঢালা শুভেচ্ছা ।
কবি আশরাফ আলীর "সীমানাহীন সীমান্ত।" কবিতায় প্রেম এক অনন্য রুপ পেয়েছে। ভালবাসার মানুষের জন্মদিনে আকাশের সাথে ঝগড়া করে সেই আকাশটাকেই প্রেমের অভিব্যক্তিপূর্ণ উত্কৃষ্ট কবিতা মেঘেদের সাথে ঝগড়া করে হৃদয়ের বিশালতার
ReplyDeleteজুড়ে দেওয়া সেইখানে এই আকাশটাকে !এক ঝাঁক বলাকা হয়ে হারিয়ে যেত সীমানাহীন সীমান্তে ! দারুন মনের ভালবাসার কাঙ্খিত সঙ্গীত । অনেক ভাল লাগলো কবি