- অনীত রায়
তোমার জন্যই ছুটে আসি
বহু নদী বহু মেঘ বহু ধুলো-পড়া পথ
বসে থাকো রুদ্ধশ্বাস উৎকণ্ঠা মুহূর্তের সঙ্গী
আমার ফুসফুসের উভয় পর্দায় ধৃত
নীলাকাশে কালো শাদা অসংখ্য খণ্ড খণ্ড মেঘ
তোমারই নাসারন্ধ্রে হ্রস্ব এক দীর্ঘশ্বাস
অসীম প্রযত্নে আনখমস্তক আমি
তোমার বন্দনা
তুমি অলকাপুরীর প্রসাদশিখরে হেমদ্যুতিমুগ্ধ
তবু তুমি তোমার মৃত্তিকা তোমার স্বেদক্ষরণ
আমার কবিতা
আমার ঝুলিতে কোন কষ্ট অপ্রাকৃত?
কোন অতিলৌকিক আনন্দ-ঈপ্সা?
তার থেকে কোন অজ্ঞাত বিষাদ?
তুমিই আমার ইচ্ছাপূর্ণা জানি
তবু কোন্ কোষে গুপ্ত কোন আর্সেনিক বিমিশ্রণ?
কে জানে কোথায় আরাধিকা হয় কিরাৎরমণী
কামার্ত ঋষির সামনে মৃগীচোখ মেলে দেবে বলে
তবু থাকো তুমি তোমার অস্তিত্বে মূর্ত
তোমার স্বনন আমার গানের খরজ-পঞ্চম
মীড় ছুঁয়ে পেতে চায় পরমেশ
যাঁকে ছুঁয়ে হরিদাস স্বামী পৃথ্বীজয়ী তীর্থঙ্কর
কোনদিন যার স্বাদ পাবে নাকো দিল্লির ঈশ্বর
সুধাচাঁদ মগ্ন হোক আদিগন্তরেখা
নভোস্পর্শী তোমার বুকের কুটাম কাটাম
আমি থাকি ধুলোর রাস্তায় অবিরাম পদব্রজে
তবু তুমি তোমার অস্তি
আমার কবিতা
বর্ণহীন পর্ণসহ তোমার কুসুম
আমার ঝুলিতে তোমার সযত্ন সংসৃতি
http://www.alokrekha.com
কি দারুন গভীরতা ,ভাব মনের ভেতর অতল তলে অনুরণ সৃষ্টি করে। কত বার যে কবিতাটা পড়ালাম। কবি- অনীত রায় "তোমার বন্দনা !" কবিতাটা যেন আমার মনের কথাই বলছেন। অনেক ভালোবাসা কবিকে।আলোকরেখা অনেক ধন্যবাদ এমন একজন কবিকে পরিচিত করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
ReplyDeleteঅনীত রায়ের "তোমার বন্দনা"-কবিতা প্রেমের অভিনব বিশেষভাবে নির্মিত রঁজন শোভা ।,দৃঢ় বক্তব্য আর শব্দ দিয়ে ভাবের প্রয়োগ।দারুন কবিতা ,অনেক শুভেচ্ছা কবি !
ReplyDelete